ETV Bharat / city

দুর্গাপুরে নিজের বন্দুকের গুলিতে জখম নিরাপত্তাকর্মী - Durgapur City Centre

অসাবধনতাবশত নিজের বন্দুক থেকে বেরিয়ে আসা গুলি লেগে জখম নিরাপত্তাকর্মী ৷ তাঁর তলপেটে গুলি লাগে ৷ হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি ৷

Durgapur
জখম নিরাপত্তাকর্মী
author img

By

Published : Jun 24, 2020, 4:23 PM IST

Updated : Jun 25, 2020, 12:30 AM IST

দুর্গাপুর, 24 জুন : নিজের বন্দুক থেকে বেরোনা গুলিতে জখম নিরাপত্তাকর্মী । দুর্ঘটনাটি দুর্গাপুর সিটি সেন্টার এলাকার । একটি বেসরকারি ব্যাঙ্কের ATM কাউন্টারে টাকা ঢোকানোর কাজ চলছিল । সেই সময়েই নিজের বন্দুকের গুলিতে জখম হন কর্তব্যরত নিরাপত্তারকর্মী । রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় গান্ধি মোড়ের একটি বেসরকারি হাসপাতালে । তাঁর তলপেটে গুলি লেগেছে বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে । জখম ওই ব্যক্তির নাম শেখ আলাউদ্দিন ।

দুপুর তখন প্রায় দু'টো । দুর্গাপুর সিটি সেন্টার এলাকায় একটি বেসরকারি ব্যাঙ্কের ATM কাউন্টার । ATM মেশিনে তখন টাকা ঢোকানোর কাজ চলছিল । পাশেই দাঁড়িয়ে আছে ATM-মেশিনে টাকা ঢোকানোর জন্য বিশেষ গাড়ি । কাউন্টারের বাইরে একটি সিঁড়িতে বসেছিলেন নিরাপত্তারক্ষী শেখ আলাউদ্দিন । হঠাৎ বিকট এক আওয়াজ শোনা যায় । নিমেষের মধ্যে সিঁড়িতে লুটিয়ে পড়েন আলাউদ্দিন । পরনে ইউনিফর্মটা রক্তে মাখামাখি । সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত । প্রায় মিনিট 15 এভাবেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি । শেষে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশের গাড়িতে করে তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় ।

কী বলছেন প্রত্যক্ষদর্শীরা ?

ATM-এর ভিতরে তখন নিরাপত্তার দায়িত্বে ছিলেন নুরুল শেখ । বলেন, "আমরা ব্যাঙ্কের ভেতরে ছিলাম । ATM কাউন্টারের ভেতরে টাকা ঢোকানোর কাজ হচ্ছিল । বেসরকারি সংস্থার যিনি গানম্যান ছিলেন, তিনি বাইরে একাই সিঁড়িতে বসে ছিলেন । হঠাৎ আমরা আওয়াজ পেলাম । বেরিয়ে এসে দেখি ওই গানম্যান পড়ে আছে । প্রচুর রক্ত বেরোচ্ছে ।"

নুরুল শেখ ছাড়াও এই দুর্ঘটনার সাক্ষী ছিলেন স্থানীয় বাসিন্দা বাপ্পাদিত্য চৌধুরি । তিনি জানিয়েছেন, "দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় এই গান-ম্যান পড়েছিলেন । প্রায় 15 মিনিট পর পুলিশের গাড়িতে করে তাঁকে হাসপাতালে ভরতি করার ব্যবস্থা করা হয়।"

বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে, শেখ আলাউদ্দিনের রক্তক্ষরণ বন্ধ হয়েছে । আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে । দুর্ঘটনার তদন্তে শুরু করেছে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ । তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অসাবধনতাবশত এই দুর্ঘটনাটি ঘটেছে ।

দুর্গাপুর, 24 জুন : নিজের বন্দুক থেকে বেরোনা গুলিতে জখম নিরাপত্তাকর্মী । দুর্ঘটনাটি দুর্গাপুর সিটি সেন্টার এলাকার । একটি বেসরকারি ব্যাঙ্কের ATM কাউন্টারে টাকা ঢোকানোর কাজ চলছিল । সেই সময়েই নিজের বন্দুকের গুলিতে জখম হন কর্তব্যরত নিরাপত্তারকর্মী । রক্তাক্ত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় গান্ধি মোড়ের একটি বেসরকারি হাসপাতালে । তাঁর তলপেটে গুলি লেগেছে বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে । জখম ওই ব্যক্তির নাম শেখ আলাউদ্দিন ।

দুপুর তখন প্রায় দু'টো । দুর্গাপুর সিটি সেন্টার এলাকায় একটি বেসরকারি ব্যাঙ্কের ATM কাউন্টার । ATM মেশিনে তখন টাকা ঢোকানোর কাজ চলছিল । পাশেই দাঁড়িয়ে আছে ATM-মেশিনে টাকা ঢোকানোর জন্য বিশেষ গাড়ি । কাউন্টারের বাইরে একটি সিঁড়িতে বসেছিলেন নিরাপত্তারক্ষী শেখ আলাউদ্দিন । হঠাৎ বিকট এক আওয়াজ শোনা যায় । নিমেষের মধ্যে সিঁড়িতে লুটিয়ে পড়েন আলাউদ্দিন । পরনে ইউনিফর্মটা রক্তে মাখামাখি । সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ছে রক্ত । প্রায় মিনিট 15 এভাবেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তিনি । শেষে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশের গাড়িতে করে তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় ।

কী বলছেন প্রত্যক্ষদর্শীরা ?

ATM-এর ভিতরে তখন নিরাপত্তার দায়িত্বে ছিলেন নুরুল শেখ । বলেন, "আমরা ব্যাঙ্কের ভেতরে ছিলাম । ATM কাউন্টারের ভেতরে টাকা ঢোকানোর কাজ হচ্ছিল । বেসরকারি সংস্থার যিনি গানম্যান ছিলেন, তিনি বাইরে একাই সিঁড়িতে বসে ছিলেন । হঠাৎ আমরা আওয়াজ পেলাম । বেরিয়ে এসে দেখি ওই গানম্যান পড়ে আছে । প্রচুর রক্ত বেরোচ্ছে ।"

নুরুল শেখ ছাড়াও এই দুর্ঘটনার সাক্ষী ছিলেন স্থানীয় বাসিন্দা বাপ্পাদিত্য চৌধুরি । তিনি জানিয়েছেন, "দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় এই গান-ম্যান পড়েছিলেন । প্রায় 15 মিনিট পর পুলিশের গাড়িতে করে তাঁকে হাসপাতালে ভরতি করার ব্যবস্থা করা হয়।"

বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে, শেখ আলাউদ্দিনের রক্তক্ষরণ বন্ধ হয়েছে । আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে । দুর্ঘটনার তদন্তে শুরু করেছে সিটি সেন্টার ফাঁড়ির পুলিশ । তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অসাবধনতাবশত এই দুর্ঘটনাটি ঘটেছে ।

Last Updated : Jun 25, 2020, 12:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.