ETV Bharat / city

অপুষ্ট পায়ে তালগাছের মাথায়, অক্ষম নন বিশেষ চাহিদা সম্পন্ন সাগরম - দুর্গাপুর

দুর্গাপুর রক্ষিতপুরের আসিবাসী পাড়ার বাসিন্দা যুবক সাগরম হাঁসদা সোজা হয়ে দাঁড়াতে পারেন না ৷ দুই পা পোলিয়োতে অপুষ্ট ছেলেবেলা থেকে ৷ তাতে কী ! বছর তিরিশের সাগরম নিজের কাজ নিজে করেন ৷ এমনকী সাধ্যমতো গরিব পরিবারে পাশে দাঁড়ান ৷

sagarm-hansda-of-durgapur-is-physical-challenged-but-not-disabled-on-his-job
sagarm-hansda-of-durgapur-is-physical-challenged-but-not-disabled-on-his-job
author img

By

Published : May 31, 2021, 8:56 PM IST

দুর্গাপুর, 31 মে : অক্ষম কে ? যিনি শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন তিনি ? নাকি তিনি, যাঁর হাত-পা আছে, অথচ কোনও কম্মের না ! এই প্রশ্নের মুখে পড়তে হবে, সাগরমকে দেখলে ৷

দুর্গাপুর রক্ষিতপুরের আসিবাসী পাড়ার বাসিন্দা যুবক সাগরম হাঁসদা সোজা হয়ে দাঁড়াতে পারেন না ৷ পঞ্চাশ শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন ৷ দুই পা পোলিয়োতে অপুষ্ট ছেলেবেলা থেকে ৷ তাতে কী ! বছর তিরিশের সাগরম নিজের কাজ নিজে করেন ৷ এমনকী সাধ্য মতো গরিব পরিবারে পাশে দাঁড়ান ৷ শালপাতার কাজে হাত লাগান ৷ গাছে চড়াতেও পারদর্শী ৷ মরসুমের সময় মাঠে চাষের কাজও করেন । সাগরমের বাবা-মা মারা গিয়েছেন বহুদিন আগে ৷ এখন পরিবার বলতে দাদা-বৌদি, ভাইপো-ভাইঝি । সরকারি সাহায্য পেলে দিন আনি-দিন খাই পরিবারের পাশে আরও বেশি করে দাঁড়াতে চান যুবক ৷

অক্ষম নন প্রতিবন্ধী সাগরম হাঁসদা

আরও পড়ুন: একাধিক দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে রওনা তুফান-তপনদের

বিশেষ চাহিদা সম্পন্ন কর্মঠ যুবক সরকারি সাহায্য চান ৷ যাতে আরও বেশি করে অভাবের সংসারে কাজে আসতে পারেন ৷ অভিমানের সুরে বলেন, "বিশেষ চাহিদা সম্পন্নদের সাইকেল পেলে ভাল হয় । কিন্তু সরকার আমার দিকে তাকায়নি ৷"

সরকারি সাহায্যের আশ্বাস দিচ্ছেন মলানদিঘির পঞ্চায়েত প্রধান পীযূষ মুখোপাধ্যায় । বলেন, "সরকারি পেনশন পান সাগরম হাঁসদা । তিনি যাতে করে বিশেষ চাহিদা সম্পন্নদের সাইকেল ও অন্য সরকারি সাহায্যও পান, তার ব্যবস্থা করব ৷"

দুর্গাপুর, 31 মে : অক্ষম কে ? যিনি শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন তিনি ? নাকি তিনি, যাঁর হাত-পা আছে, অথচ কোনও কম্মের না ! এই প্রশ্নের মুখে পড়তে হবে, সাগরমকে দেখলে ৷

দুর্গাপুর রক্ষিতপুরের আসিবাসী পাড়ার বাসিন্দা যুবক সাগরম হাঁসদা সোজা হয়ে দাঁড়াতে পারেন না ৷ পঞ্চাশ শতাংশ বিশেষ চাহিদা সম্পন্ন ৷ দুই পা পোলিয়োতে অপুষ্ট ছেলেবেলা থেকে ৷ তাতে কী ! বছর তিরিশের সাগরম নিজের কাজ নিজে করেন ৷ এমনকী সাধ্য মতো গরিব পরিবারে পাশে দাঁড়ান ৷ শালপাতার কাজে হাত লাগান ৷ গাছে চড়াতেও পারদর্শী ৷ মরসুমের সময় মাঠে চাষের কাজও করেন । সাগরমের বাবা-মা মারা গিয়েছেন বহুদিন আগে ৷ এখন পরিবার বলতে দাদা-বৌদি, ভাইপো-ভাইঝি । সরকারি সাহায্য পেলে দিন আনি-দিন খাই পরিবারের পাশে আরও বেশি করে দাঁড়াতে চান যুবক ৷

অক্ষম নন প্রতিবন্ধী সাগরম হাঁসদা

আরও পড়ুন: একাধিক দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে রওনা তুফান-তপনদের

বিশেষ চাহিদা সম্পন্ন কর্মঠ যুবক সরকারি সাহায্য চান ৷ যাতে আরও বেশি করে অভাবের সংসারে কাজে আসতে পারেন ৷ অভিমানের সুরে বলেন, "বিশেষ চাহিদা সম্পন্নদের সাইকেল পেলে ভাল হয় । কিন্তু সরকার আমার দিকে তাকায়নি ৷"

সরকারি সাহায্যের আশ্বাস দিচ্ছেন মলানদিঘির পঞ্চায়েত প্রধান পীযূষ মুখোপাধ্যায় । বলেন, "সরকারি পেনশন পান সাগরম হাঁসদা । তিনি যাতে করে বিশেষ চাহিদা সম্পন্নদের সাইকেল ও অন্য সরকারি সাহায্যও পান, তার ব্যবস্থা করব ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.