ETV Bharat / city

"ঘরের ছেলে ঘরে ফিরেছে", প্রার্থী হয়ে বললেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া - loksabha election

পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাসিন্দা সুরিন্দর এবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী।  প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর দিল্লি থেকে ETV ভারতকে বলেন, "ঘরের ছেলে ঘরে ফিরে আসছে।"

সুরিন্দর সিং আলুওয়ালিয়া
author img

By

Published : Apr 7, 2019, 6:02 PM IST

দুর্গাপুর, ৭ এপ্রিল : "ঘরের ছেলে ঘরে ফিরে আসছে।" বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর দিল্লি থেকে ETV ভারতকে প্রথম ফোনে প্রতিক্রিয়া দিতে গিয়ে এ কথা বলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। ২০১৪ সালে দার্জিলিং থেকে জিতেছিলেন তিনি। পরে কেন্দ্রে প্রতিমন্ত্রী হন। আদতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাসিন্দা সুরিন্দর এবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী।

সুরিন্দর বলেন, "আমার জন্ম ওখানে (পশ্চিম বর্ধমান)। বর্ণপরিচয় থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয় সবটাই বর্ধমান জেলায়। আমায় যারা চেনে তারা জানেন আমি সব কিছু শিখেছি ওই জেলা থেকেই। এমনকি আমার স্ত্রী মণিকা ব্যানার্জির বাড়িও দুর্গাপুরে।"

সাংসদ হলে দুর্গাপুরের বন্ধ কারখানা নিয়ে সংসদে সরব হবেন কি না, প্রশ্নের উত্তরে তিনি বলেন, "নির্বাচনের আগে নরেন্দ্র মোদি দুর্গাপুরে গেছিলেন। সেখানে গিয়ে তিনি দুর্গাপুরের সমস্ত কিছুই জেনে এসেছেন। তিনি যখন যেখানে যান সেই অঞ্চলের খবর নিয়ে ফেরেন। আর সেই ভেবেই তো তিনি আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। তবে আমার লোকসভা কেন্দ্রে শুধু দুর্গাপুর নয়, বর্ধমানও আছে। সেখানকার মন্তেশ্বর, ভাতার, গলসি এইসব এলাকাও আছে। তাই আমার কেন্দ্রে কৃষি প্রধান, গ্রামীণ, স্মার্ট সিটি দুর্গাপুর এবং শিল্পাঞ্চল সব আছে। তাই আমি চাইব সমস্ত কিছু নিয়ে, লেটেস্ট টেকনোলজি দিয়ে উন্নয়ন করতে।"

আপাতত দিল্লিতে আছেন সুরিন্দর। জানালেন রাজ্যে ফিরে আগামীকাল থেকেই প্রচার শুরু করবেন।

দুর্গাপুর, ৭ এপ্রিল : "ঘরের ছেলে ঘরে ফিরে আসছে।" বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর দিল্লি থেকে ETV ভারতকে প্রথম ফোনে প্রতিক্রিয়া দিতে গিয়ে এ কথা বলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। ২০১৪ সালে দার্জিলিং থেকে জিতেছিলেন তিনি। পরে কেন্দ্রে প্রতিমন্ত্রী হন। আদতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাসিন্দা সুরিন্দর এবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী।

সুরিন্দর বলেন, "আমার জন্ম ওখানে (পশ্চিম বর্ধমান)। বর্ণপরিচয় থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয় সবটাই বর্ধমান জেলায়। আমায় যারা চেনে তারা জানেন আমি সব কিছু শিখেছি ওই জেলা থেকেই। এমনকি আমার স্ত্রী মণিকা ব্যানার্জির বাড়িও দুর্গাপুরে।"

সাংসদ হলে দুর্গাপুরের বন্ধ কারখানা নিয়ে সংসদে সরব হবেন কি না, প্রশ্নের উত্তরে তিনি বলেন, "নির্বাচনের আগে নরেন্দ্র মোদি দুর্গাপুরে গেছিলেন। সেখানে গিয়ে তিনি দুর্গাপুরের সমস্ত কিছুই জেনে এসেছেন। তিনি যখন যেখানে যান সেই অঞ্চলের খবর নিয়ে ফেরেন। আর সেই ভেবেই তো তিনি আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। তবে আমার লোকসভা কেন্দ্রে শুধু দুর্গাপুর নয়, বর্ধমানও আছে। সেখানকার মন্তেশ্বর, ভাতার, গলসি এইসব এলাকাও আছে। তাই আমার কেন্দ্রে কৃষি প্রধান, গ্রামীণ, স্মার্ট সিটি দুর্গাপুর এবং শিল্পাঞ্চল সব আছে। তাই আমি চাইব সমস্ত কিছু নিয়ে, লেটেস্ট টেকনোলজি দিয়ে উন্নয়ন করতে।"

আপাতত দিল্লিতে আছেন সুরিন্দর। জানালেন রাজ্যে ফিরে আগামীকাল থেকেই প্রচার শুরু করবেন।

Intro:""ঘরের ছেলে ঘরে ফিরে আসছে""- বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে সুরিন্দর সিং আলুওয়ালিয়া নাম ঘোষণার পর এই মুহূর্তে দিল্লি থেকে ইটিভি ভারতকে প্রথম ফোনে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমন কথাই জানালেন।

2014 সালের দার্জিলিং থেকে জয়লাভ করেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া।কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হন তিনি। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এর বাসিন্দা সুরিন্দর সিং আলুওয়ালিয়া এবার বর্ধমান দুর্গাপুর-লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। আর প্রার্থী হওয়ার পর তার সাথে ফোনে যোগাযোগ করি আমরা।
প্রশ্ন ঃ আপনি বর্ধমান_দুর্গাপুর লোকসভা কেন্দ্রের ভোটারদের কি বার্তা দেবেন??

সুরিন্দির সিং আলুওয়ালিয়াঃ

আমার জন্ম ওখানে। বর্ণপরিচয় থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয় সবটাই বর্ধমান জেলায়। যা কিছু আজ এস এস আলুওয়ালিয়ার, যারা আমার সবকিছু জানে, আমায় চেনে। তারা জানেন আমি সব কিছু শিখেছি ওই জেলা থেকেই। এমনকি আমার স্ত্রী মনিকা ব্যানার্জি তার বাড়ি ও দুর্গাপুরে।

প্রশ্ন ঃ আপনি যদি সাংসদ হন তাহলে দুর্গাপুরের বন্ধ কারখানা এবং রুগ্ন কারখানা নিয়ে কি লোকসভায় প্রশ্ন তুলবেন?

উত্তরঃ- নির্বাচনের আগে নরেন্দ্র মোদী দুর্গাপুরে গিয়েছিলেন এবং তিনি সেখানে গিয়ে দুর্গাপুরের সমস্ত কিছুই জেনে এসেছেন। তিনি যখন যেখানে যান সেই অঞ্চলের খবর নিয়ে ফেরেন। আর সেই ভেবেই তো তিনি আমাকে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। তবে আমার লোকসভা কেন্দ্রে শুধু দুর্গাপুর তো নয়, বর্ধমান ও আছে। সেখানকার মন্তেশ্বর, ভাতার, গলসি এইসব এলাকাও আছে। তাই আমার কেন্দ্রে কৃষি প্রধান, গ্রামীণ, স্মার্ট সিটি দুর্গাপুর এবং শিল্পাঞ্চল সব আছে। তাই আমি চাইব সমস্ত কিছুকে নিয়ে লেটেস্ট টেকনোলজি দিয়ে উন্নয়ন করতে।

প্রশ্ন ঃ- দিল্লি থেকে কবে ফিরবেন এবং কবে প্রচার শুরু করবেন?

উত্তরঃ আগামীকালই আমি দিল্লি থেকে আমার লোকসভা কেন্দ্র বর্ধমান-দুর্গাপুর ফিরব এবং কাল থেকেই আমি প্রচার শুরু করব।।Body:কপিConclusion:কপি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.