দুর্গাপুর, 23 জুন : কোরোনা আতঙ্কের জেরে দুর্গাপুরে ইসকন মন্দিরসহ একাধিক রথযাত্রা উৎসব এই বছরের জন্য বাতিল বলে করা হয়েছে । জনশূন্য আজ দুর্গাপুরের সবচেয়ে বড় চিত্রালয় ময়দানের রথের মেলা চত্বর ।
কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ । তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ উৎসব রথযাত্রা । ওড়িশার পুরীর মতো না হলেও প্রায় ধুমধাম করেই বাংলার বিভিন্ন প্রান্তে পালিত হয় রথযাত্রা । সেই রকমই দুর্গাপুরে বি-জ়োন এলাকায় পালিত হয় জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ৷ 1983 সাল থেকে পালিত হয়ে আসছে এই উৎসব ৷ বি জ়োন এলাকা থেকে রথ যায় রাজীব গান্ধি মেলা ময়দানে । সেখানেই আয়োজন হয় রথের মেলার । সেই মেলাকে ঘিরে মেতে ওঠে দুর্গাপুর সহ আশপাশের বহু জেলার মানুষ । কিন্তু এবার সেই ছবি দেখা নেই ৷ নেই কোনও দোকান, মানুষের আনাগোনা ৷ তবে মন্দিরে প্রথা মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখেই পুজো হচ্ছে জগন্নাথদেবের ৷
সকাল থেকেই বি-জ়োনে জগন্নাথ দেবের মন্দিরে ভক্তরা পুজো দিতে যান । কিন্তু, মন্দির কমিটির পক্ষ থেকে বজায় রাখা হচ্ছে সামাজিক দূরত্ব ৷ থার্মাল স্ক্রিনিঙের পাশাপাশি স্যানিটাইজ়ার বিতরণ করা হচ্ছে ভক্তদের ৷ মাস্ক পরলেই মিলছে মন্দিরের ভিতরে প্রবেশ করার অনুমোদন । দুর্গাপুরের ইসকনের মন্দিরেও অনেকটা একই চিত্র ৷এবছর মন্দিরের ভেতরেই জগন্নাথ-সুভদ্রা-বলরাম এর বিগ্রহ রাখার ব্যবস্থা করা হয়েছে । প্রতিবার এ-জ়োন এলাকায় নেতাজি সুভাষ রোডের ইসকনের মন্দির থেকে রথটি যায় সিটিসেন্টার চতুরঙ্গ ময়দানে । সেখানে উলটো রথের দিন পর্যন্ত জগন্নাথ বলরাম ও সুভদ্রার বিগ্রহ রাখা হয় । চতুরঙ্গ ময়দানে মেলা বসে । এবার সেসব বন্ধ । মন্দিরে ভিড় না করার জন্য ভক্তবৃন্দদের কাছে ইসকনের পক্ষ থেকে আবেদন করা হয়েছে । সেই সঙ্গে এবছর জগন্নাথদেবের প্রসাদ পার্সলের মাধ্যমে দেওয়া হবে বলে জানিয়েছে ইসকন কর্তৃপক্ষ ।