দুর্গাপুর, 15 এপ্রিল : দুর্গাপুরের বেনাচিতি বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবার প্রচার শুরু করল পুলিশ প্রশাসন ৷ করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশ জুড়ে ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের সেই প্রকোপ পড়েছে দুর্গাপুরে ৷ যে পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে জেলা স্বাস্থ্য দফতরকে ৷ এমনকি করোনার জন্য নির্ধারিত হাসপাতালগুলির শয্যাও আর ফাঁকা নেই ৷ এই পরিস্থিতিতে এবার জন সাধারণকে সচেতন করতে রাস্তায় নামল দুর্গাপুরের পুলিশ প্রশাসন ৷
দুর্গাপুরে গত এক সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ বিশেষ করে নির্বাচনের কারণে প্রচার কর্মসূচিতে মানুষের ভীড়ের কারণে সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে ৷ সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে করোনা রোগীদের জন্য নির্ধারিত শয্যাগুলিও এখন আর ফাঁকা নেই ৷ অন্যদিকে, গত কয়েকমাস ধরে পুলিশকে ব্যস্ত থাকতে হচ্ছে নির্বাচনী দায়িত্ব পালনের কাজে ৷ সেই সুযোগে মানুষজন করোনার নিয়মবিধিকে শিকেয় তুলে বাইরে বেরতে শুরু করেছে ৷ বিনা মাস্কে সামাজিক দূরত্ব না মেনেই চলছে দোকান-বাজার ৷ এই পরিস্থিতিতে এবার বাজারে গিয়ে মানুষকে সচেতন করতে শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ ৷
আরও পড়ুন : করোনা সচেতনতা বৃদ্ধিতে তৎপরতা পুলিশের
পুলিশের তরফে মাইকিং করে সাধারণ মানুষকে মাস্ক পরার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য আবেদন জানানো হচ্ছে । পাশাপাশি যাদের মুখে মাস্ক নেই, তাদের পুলিশের তরফে মাস্ক দেওয়া হয়েছে । পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে ফের কড়া নজরদারি শুরু হবে বাজার ও জনবহুল এলাকাগুলিতে । মুখে যারা মাস্ক না পরে বাড়ির বাইরে বেরোবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ।