ETV Bharat / city

Durgapur Youth Death: বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে অসুস্থ হয়ে মৃত দুর্গাপুরের যুবক, ঘনাচ্ছে রহস্য - mysterious death of youth from durgapur

দুর্গাপুরের যুবক দেবজিৎ ধরের মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য (Durgapur Youth Death) ৷ পরিবারের অভিযোগ খুন করা হয়েছে তাঁকে (mysterious death of youth from Durgapur) ৷

ETV Bharat
Durgapur Youth Death
author img

By

Published : Oct 13, 2022, 10:19 PM IST

দুর্গাপুর, 13 অক্টোবর: নবমীর রাতে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে গিয়ে প্রথমে অসুস্থ ও পরে মৃত্যু হয় দুর্গাপুরের বাসিন্দা দেবজিৎ ধর (21) নামে এক যুবকের ৷ এই ঘটনায় ক্রমশ ঘনাচ্ছে রহস্য ৷ মৃতের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে (Mysterious Death of Youth from Durgapur) ৷

জানা গিয়েছে, দশমীর দুপুরে অচৈতন্য অবস্থায় দেবজিৎকে বাড়িতে পৌঁছে দেয় তাঁর বন্ধুরা । তারপরেই আশঙ্কাজনক অবস্থায় সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । পরে শোভাপুরের বেসরকারি হাসপাতাল মৃত্যু হয় ওই যুবকের । তাঁর মৃত্যুর পরেই খুনের অভিযোগ উঠছে বন্ধুদের বিরুদ্ধে । দুর্গাপুরের নিউটাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে দেবজিৎ ধরের পরিবার (Durgapur Youth Death) ৷

আরও পড়ুন: বিপুল আগ্নেয়াস্ত্র-সহ কলকাতায় ধৃত 4, রয়েছে মুঙ্গের যোগ

মৃত যুবকের মা শ্রাবণী ধর জানিয়েছেন, নবমীর রাতে দুর্গাপুরের সিটি সেন্টারের ম্যাক্সমুলার এলাকার বাড়ি থেকে দেবজিৎ ঠাকুর দেখতে যাওয়ার নাম করে বন্ধুদের সঙ্গে বের হয় । রাত্রি দশটায় দেবজিৎর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলেও এগারোটার পর থেকে আর যোগাযোগ করা সম্ভব হয়নি । পরদিন সকালে দেবজিৎ-এর বন্ধু সায়ন ফোন করে বলে সে অচৈতন্য অবস্থায় রয়েছে, তবে তেমন কিছু হয়নি । দশমীর দুপুরে অচৈতন্য অবস্থাতেই সিটি সেন্টারের বাড়িতে দেবজিৎকে পৌঁছে দেয় তাঁর বন্ধুরা ।

বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে অসুস্থ হয়ে মৃত দুর্গাপুরের যুবক

পরে পরিবারের লোকজন সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে দেবজিৎকে ভর্তি করা হয় । সেখানে 5 দিন থাকার পর অবস্থার অবনতি ঘটলে দুর্গাপুরের ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে । সেখান থেকে শোভাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবককে । সেখানেই বুধবার মারা যায় সে । বৃহস্পতিবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করেন মৃতের পরিবারের লোকজন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (mysterious death of Durgapur Youth) ৷

দুর্গাপুর, 13 অক্টোবর: নবমীর রাতে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে গিয়ে প্রথমে অসুস্থ ও পরে মৃত্যু হয় দুর্গাপুরের বাসিন্দা দেবজিৎ ধর (21) নামে এক যুবকের ৷ এই ঘটনায় ক্রমশ ঘনাচ্ছে রহস্য ৷ মৃতের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে (Mysterious Death of Youth from Durgapur) ৷

জানা গিয়েছে, দশমীর দুপুরে অচৈতন্য অবস্থায় দেবজিৎকে বাড়িতে পৌঁছে দেয় তাঁর বন্ধুরা । তারপরেই আশঙ্কাজনক অবস্থায় সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে । পরে শোভাপুরের বেসরকারি হাসপাতাল মৃত্যু হয় ওই যুবকের । তাঁর মৃত্যুর পরেই খুনের অভিযোগ উঠছে বন্ধুদের বিরুদ্ধে । দুর্গাপুরের নিউটাউনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে দেবজিৎ ধরের পরিবার (Durgapur Youth Death) ৷

আরও পড়ুন: বিপুল আগ্নেয়াস্ত্র-সহ কলকাতায় ধৃত 4, রয়েছে মুঙ্গের যোগ

মৃত যুবকের মা শ্রাবণী ধর জানিয়েছেন, নবমীর রাতে দুর্গাপুরের সিটি সেন্টারের ম্যাক্সমুলার এলাকার বাড়ি থেকে দেবজিৎ ঠাকুর দেখতে যাওয়ার নাম করে বন্ধুদের সঙ্গে বের হয় । রাত্রি দশটায় দেবজিৎর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হলেও এগারোটার পর থেকে আর যোগাযোগ করা সম্ভব হয়নি । পরদিন সকালে দেবজিৎ-এর বন্ধু সায়ন ফোন করে বলে সে অচৈতন্য অবস্থায় রয়েছে, তবে তেমন কিছু হয়নি । দশমীর দুপুরে অচৈতন্য অবস্থাতেই সিটি সেন্টারের বাড়িতে দেবজিৎকে পৌঁছে দেয় তাঁর বন্ধুরা ।

বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে অসুস্থ হয়ে মৃত দুর্গাপুরের যুবক

পরে পরিবারের লোকজন সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতালে দেবজিৎকে ভর্তি করা হয় । সেখানে 5 দিন থাকার পর অবস্থার অবনতি ঘটলে দুর্গাপুরের ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে । সেখান থেকে শোভাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই যুবককে । সেখানেই বুধবার মারা যায় সে । বৃহস্পতিবার দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায় অভিযোগ দায়ের করেন মৃতের পরিবারের লোকজন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (mysterious death of Durgapur Youth) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.