ETV Bharat / city

Murder : বচসা থেকে হাতাহাতির জেরে দুর্গাপুরে খুন, পলাতক অভিযুক্ত

রবিবার রাতে ঘটনাটি ঘটে দুর্গাপুরের সেন মার্কেটে ৷ ঘটনায় মৃত্যু হয়েছে বিহারের বকতিয়ারপুরের বাসিন্দা ওই মুটিয়ার নাম যোগেন্দর রাম ৷

murder in durgapur sen market
বচসা থেকে হাতাহাতির জেরে দুর্গাপুরে খুন, পলাতক অভিযুক্ত
author img

By

Published : Aug 23, 2021, 5:04 PM IST

দুর্গাপুর, 23 অগস্ট : কাজে দেরিতে আসার প্রতিবাদ করায় দুই মুটিয়ার মধ্যে বচসার জেরে মৃত্যু হল একজনের । বিহারের বকতিয়ারপুরের বাসিন্দা ওই মুটিয়ার নাম যোগেন্দর রাম ৷ অভিযুক্ত কাজু রাম পলাতক । দুর্গাপুরের সেন মার্কেটে এই ঘটনা ঘটে ৷ পুলিশ অভিযুক্তকে খুঁজছে ।

ঘটনার সূত্রপাত রবিবার রাতে । অভিযোগ, প্রায়শই মদ খেয়ে কাজে দেরিতে আসত কাজু রাম ৷ রবিবারও দেরিতে আসে ৷ তার প্রতিবাদ করেছিল বছর পঁয়ত্রিশের যোগেন্দর রাম ৷ দু-চার কথা হতে হতে যোগেন্দরের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় কাজু রামের ৷ সেন মার্কেটের পাইকারি বাজারের সবজির আড়তদার সাগর সাহার দোকানের সামনেই দু‘জনের হাতাহাতি হতে হতে বস্তা কাটার ধারালো ছুরি চালিয়ে দেয় কাজু ৷

বচসা থেকে হাতাহাতির জেরে দুর্গাপুরে খুন, পলাতক অভিযুক্ত

আরও পড়ুন : Saayoni Ghosh : 2024-এও খেলা হবে, সংবর্ধনা সভায় সায়নী

সেই ছুরি এসে লাগে যোগেন্দরের পেটে । আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় যোগেন্দরকে ৷ অবস্থার অবনতি হওয়ায় সোমবার সকালে তাঁকে বিধাননগরে একটি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর ।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে কোকওভেন থানার পুলিশ ৷ ছুটে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি পূর্ব ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় । এখন পুলিশ এক সবজি আড়তদারের দোকানে বসানো সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে ।

আরও পড়ুন : Duare Sarkar : বিরোধিতা ভুলে দুয়ারে সরকার প্রকল্পে সাহায্যের হাত বাড়ালেন সিপিআইএম নেতা

আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি পূর্ব ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় জানিয়েছেন, অভিযুক্ত পালিয়ে গিয়েছে ৷ ঘটনার তদন্তের সঙ্গে সঙ্গে অভিযুক্তের খোঁজ চালাচ্ছেন তাঁরা । যোগেন্দরের ভাই ভীম রাম অভিযুক্তের শাস্তি দাবি জানিয়েছেন । বিহারের একই গ্রামে থাকতেন যোগেন্দর ও কাজু রাম ৷ কাজুকে বিহার থেকে কাজে দুর্গাপুরে নিয়ে এসেছিলেন যোগেন্দর । তাই সেখানে তাঁদের মধ্যে কোনও পুরনো বিবাদ ছিল কি না খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন : Pandabeshwar : পাণ্ডবেশ্বরে অত্যাধুনিক কার্বাইন-সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত 1

দুর্গাপুর, 23 অগস্ট : কাজে দেরিতে আসার প্রতিবাদ করায় দুই মুটিয়ার মধ্যে বচসার জেরে মৃত্যু হল একজনের । বিহারের বকতিয়ারপুরের বাসিন্দা ওই মুটিয়ার নাম যোগেন্দর রাম ৷ অভিযুক্ত কাজু রাম পলাতক । দুর্গাপুরের সেন মার্কেটে এই ঘটনা ঘটে ৷ পুলিশ অভিযুক্তকে খুঁজছে ।

ঘটনার সূত্রপাত রবিবার রাতে । অভিযোগ, প্রায়শই মদ খেয়ে কাজে দেরিতে আসত কাজু রাম ৷ রবিবারও দেরিতে আসে ৷ তার প্রতিবাদ করেছিল বছর পঁয়ত্রিশের যোগেন্দর রাম ৷ দু-চার কথা হতে হতে যোগেন্দরের সঙ্গে হাতাহাতি শুরু হয়ে যায় কাজু রামের ৷ সেন মার্কেটের পাইকারি বাজারের সবজির আড়তদার সাগর সাহার দোকানের সামনেই দু‘জনের হাতাহাতি হতে হতে বস্তা কাটার ধারালো ছুরি চালিয়ে দেয় কাজু ৷

বচসা থেকে হাতাহাতির জেরে দুর্গাপুরে খুন, পলাতক অভিযুক্ত

আরও পড়ুন : Saayoni Ghosh : 2024-এও খেলা হবে, সংবর্ধনা সভায় সায়নী

সেই ছুরি এসে লাগে যোগেন্দরের পেটে । আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় যোগেন্দরকে ৷ অবস্থার অবনতি হওয়ায় সোমবার সকালে তাঁকে বিধাননগরে একটি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর ।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে কোকওভেন থানার পুলিশ ৷ ছুটে আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি পূর্ব ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় । এখন পুলিশ এক সবজি আড়তদারের দোকানে বসানো সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে ।

আরও পড়ুন : Duare Sarkar : বিরোধিতা ভুলে দুয়ারে সরকার প্রকল্পে সাহায্যের হাত বাড়ালেন সিপিআইএম নেতা

আসানসোল দুর্গাপুর পুলিশের এসিপি পূর্ব ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় জানিয়েছেন, অভিযুক্ত পালিয়ে গিয়েছে ৷ ঘটনার তদন্তের সঙ্গে সঙ্গে অভিযুক্তের খোঁজ চালাচ্ছেন তাঁরা । যোগেন্দরের ভাই ভীম রাম অভিযুক্তের শাস্তি দাবি জানিয়েছেন । বিহারের একই গ্রামে থাকতেন যোগেন্দর ও কাজু রাম ৷ কাজুকে বিহার থেকে কাজে দুর্গাপুরে নিয়ে এসেছিলেন যোগেন্দর । তাই সেখানে তাঁদের মধ্যে কোনও পুরনো বিবাদ ছিল কি না খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন : Pandabeshwar : পাণ্ডবেশ্বরে অত্যাধুনিক কার্বাইন-সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত 1

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.