ETV Bharat / city

Mother Daughter Missing: 35 বছর পর গ্রামের বাড়ি বাঁকুড়ায় দুর্গাপুজো দেখতে এসে নিঁখোজ মা-মেয়ে - Durga Puja

মুম্বইয়ে (Mumbai) থাকেন মিনু দেবী ও তাঁর মেয়ে বিজয়লক্ষ্মী ৷ তাঁদের আদি বাড়ি বাঁকুড়ার খাতড়ায় ৷ সেখানে পুজো দেখতে এসে নিখোঁজ ওই দু’জন (Mother Daughter Missing from Durgapur) ৷ তাঁদের সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

mother and daughter went missing after they came to celebrate Durga Puja in Bankura after 35 years
Mother Daughter Missing: 35 বছর পর গ্রামের বাড়ি বাঁকুড়ায় দুর্গাপুজো দেখতে এসে নিঁখোজ মা-মেয়ে
author img

By

Published : Oct 11, 2022, 2:55 PM IST

দুর্গাপুর, 11 অক্টোবর : গ্রামের বাড়ির দুর্গাপুজো (Durga Puja 2022) দেখতে এসে নিখোঁজ মা-মেয়ে ৷ নিখোঁজ ওই দু’জনের নাম - মিনু দেবী (70 বছর) ও তাঁর মেয়ে বিজয়লক্ষ্মী (40 বছর) । তাঁরা গত 14 সেপ্টেম্বর বাণিজ্য নগরী মুম্বই (Mumbai) থেকে রওনা দিয়েছিলেন ৷ গন্তব্য ছিল বাঁকুড়া জেলার খাতড়ার কাছে কালাপাহাড় গ্রাম ৷ সেখানেই তাঁদের আদি বাড়ি ৷ কিন্তু গত একমাস ধরে তাঁদের কোনও সন্ধানই মিলছে না ৷

প্রায় 35 বছর পরে তাঁরা এখানে আসার জন্য মুম্বই থেকে বেরোন । বিজয়লক্ষ্মী মুম্বইয়ে তাঁর আত্মীয় ভবেশ কুমারের একটি বেসরকারি সংস্থার কর্মী । ভবেশ জানান, গত 15 সেপ্টেম্বর বিজয়লক্ষ্মী তাঁকে ফোনে দুর্গাপুর স্টেশনে নামার কথা জানানোর পরে আর তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি । মা ও মেয়ের ফোন বন্ধ (Mother Daughter Missing from Durgapur) ৷

এরপরে ভবেশ কুমার মুম্বই পুলিশের দ্বারস্থ হন । সেখানে মিসিং ডায়েরি করার পরে ভবেশ কুমার দুর্গাপুরে আসেন । কথা বলেন এসিপি (দুর্গাপুর) তথাগত পান্ডের সঙ্গে । ভবেশ কুমারের দাবি, মুম্বই পুলিশ বিজয়লক্ষ্মীর ফোনের টাওয়ার লোকেশন দেখে জানিয়েছেন তাদের শেষ টাওয়ার লোকেশন দুর্গাপুরের বেনাচিতি বাজারের ভিড়িঙ্গী কালীবাড়ি এলাকায় ছিল ।

5 বছর পর গ্রামের বাড়ি বাঁকুড়ায় দুর্গাপুজো দেখতে এসে নিঁখোজ মা-মেয়ে

কিন্তু কোথায় গেলেন মা ও মেয়ে ? তাঁদের এই রহস্যজনকভাবে নিঁখোজ হওয়ার ঘটনার তদন্তে নেমেছে দুর্গাপুর পুলিশ (Durgapur Police) ৷ ভবেশ কুমার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী । তিনি মুম্বই বণিকসভার সঙ্গেও যুক্ত । তিনি বাঁকুড়াতেও গিয়েছিলেন । কিন্তু যে গ্রামে মিনু দেবী ও বিজয়লক্ষ্মীর যাওয়ার কথা ছিল, সেখানে তাঁরা যাননি বলেও জানান তাঁদের আত্মীয়রা । ভবেশ যোগাযোগ করেন বাঁকুড়ার পুলিশ সুপার-সহ খাতড়ার বিডিওর সঙ্গে ।

এখন ভবেশ কুমার মা ও মেয়েকে হন্যে হয়ে খুঁজছেন । মা ও মেয়ের এই রহস্যজনক উধাও-এর ঘটনার তদন্তে নেমে পুলিশের কাছে হাতিয়ার তাঁদের কল লিস্ট । সেই কল লিস্টে ভবেশ কুমারকেই বেশ কয়েকবার ফোন করা ছাড়া আরও একটি ফোন নম্বর পাওয়া গিয়েছে । ওই নম্বরটি কার ? পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে ।

আরও পড়ুন : পরকীয়া ! স্বামীকে অন্য মহিলার ঘর থেকে হাতেনাতে পাকড়াও স্ত্রী'র

দুর্গাপুর, 11 অক্টোবর : গ্রামের বাড়ির দুর্গাপুজো (Durga Puja 2022) দেখতে এসে নিখোঁজ মা-মেয়ে ৷ নিখোঁজ ওই দু’জনের নাম - মিনু দেবী (70 বছর) ও তাঁর মেয়ে বিজয়লক্ষ্মী (40 বছর) । তাঁরা গত 14 সেপ্টেম্বর বাণিজ্য নগরী মুম্বই (Mumbai) থেকে রওনা দিয়েছিলেন ৷ গন্তব্য ছিল বাঁকুড়া জেলার খাতড়ার কাছে কালাপাহাড় গ্রাম ৷ সেখানেই তাঁদের আদি বাড়ি ৷ কিন্তু গত একমাস ধরে তাঁদের কোনও সন্ধানই মিলছে না ৷

প্রায় 35 বছর পরে তাঁরা এখানে আসার জন্য মুম্বই থেকে বেরোন । বিজয়লক্ষ্মী মুম্বইয়ে তাঁর আত্মীয় ভবেশ কুমারের একটি বেসরকারি সংস্থার কর্মী । ভবেশ জানান, গত 15 সেপ্টেম্বর বিজয়লক্ষ্মী তাঁকে ফোনে দুর্গাপুর স্টেশনে নামার কথা জানানোর পরে আর তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি । মা ও মেয়ের ফোন বন্ধ (Mother Daughter Missing from Durgapur) ৷

এরপরে ভবেশ কুমার মুম্বই পুলিশের দ্বারস্থ হন । সেখানে মিসিং ডায়েরি করার পরে ভবেশ কুমার দুর্গাপুরে আসেন । কথা বলেন এসিপি (দুর্গাপুর) তথাগত পান্ডের সঙ্গে । ভবেশ কুমারের দাবি, মুম্বই পুলিশ বিজয়লক্ষ্মীর ফোনের টাওয়ার লোকেশন দেখে জানিয়েছেন তাদের শেষ টাওয়ার লোকেশন দুর্গাপুরের বেনাচিতি বাজারের ভিড়িঙ্গী কালীবাড়ি এলাকায় ছিল ।

5 বছর পর গ্রামের বাড়ি বাঁকুড়ায় দুর্গাপুজো দেখতে এসে নিঁখোজ মা-মেয়ে

কিন্তু কোথায় গেলেন মা ও মেয়ে ? তাঁদের এই রহস্যজনকভাবে নিঁখোজ হওয়ার ঘটনার তদন্তে নেমেছে দুর্গাপুর পুলিশ (Durgapur Police) ৷ ভবেশ কুমার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী । তিনি মুম্বই বণিকসভার সঙ্গেও যুক্ত । তিনি বাঁকুড়াতেও গিয়েছিলেন । কিন্তু যে গ্রামে মিনু দেবী ও বিজয়লক্ষ্মীর যাওয়ার কথা ছিল, সেখানে তাঁরা যাননি বলেও জানান তাঁদের আত্মীয়রা । ভবেশ যোগাযোগ করেন বাঁকুড়ার পুলিশ সুপার-সহ খাতড়ার বিডিওর সঙ্গে ।

এখন ভবেশ কুমার মা ও মেয়েকে হন্যে হয়ে খুঁজছেন । মা ও মেয়ের এই রহস্যজনক উধাও-এর ঘটনার তদন্তে নেমে পুলিশের কাছে হাতিয়ার তাঁদের কল লিস্ট । সেই কল লিস্টে ভবেশ কুমারকেই বেশ কয়েকবার ফোন করা ছাড়া আরও একটি ফোন নম্বর পাওয়া গিয়েছে । ওই নম্বরটি কার ? পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে ।

আরও পড়ুন : পরকীয়া ! স্বামীকে অন্য মহিলার ঘর থেকে হাতেনাতে পাকড়াও স্ত্রী'র

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.