ETV Bharat / city

করোনা মোকাবিলায় তিনদিন ব্য়বসা বন্ধ রাখার সিদ্ধান্ত দুর্গাপুরে

author img

By

Published : Apr 28, 2021, 9:03 PM IST

করোনার সংক্রমণ ঠেকাতে দুর্গাপুরে তিনদিনের ব্য়বসা বন্ধ রাখার সিদ্ধান্ত বণিকসভার ৷ আগামী 1 থেকে 3 মে ব্য়বসা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এই সিদ্ধান্ত প্রস্তাব আকারে জেলা প্রশাসনকে জানিয়েছে বণিকসভা ৷

Wb_dur_4_durgapur whole market closed for three days_7204345
করোনা মোকাবিলায় তিনদিন ব্য়বসা বন্ধ রাখার সিদ্ধান্ত দুর্গাপুরে

দুর্গাপুর, 28 এপ্রিল : কোভিডের দ্বিতীয় তরঙ্গ সুনামির মত আছড়ে পড়েছে দেশজুড়ে ৷ করোনা আতঙ্ক গ্রাস করেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহরকেও ৷ রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা ৷ সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্য়ান্ড ইন্ডাস্ট্রিজ-এর পক্ষ থেকে দুর্গাপুর পৌর নিগম ও দুর্গাপুর মহকুমা প্রশাসনের কাছে লিখিতভাবে জানানো হল আগামী 1,2 ও 3 মে দুর্গাপুরের সমস্ত বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সংক্রমণ রুখতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন বণিকসভার প্রতিনিধিরা ৷

দোকানপাট বন্ধ থাকলে কমবে সংক্রমণ, আশা বণিকসভার ৷

যেভাবে করোনা ক্রমশ ভয়াল আকার ধারণ করেছে, তাতে এই সিদ্ধান্ত নিতেই হল বলে জানিয়েছেন দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্য়ান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক ভোলা ভগৎ ৷

এদিকে, একদিকে রমজান মাস চলছে ৷ অন্যদিকে এই সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও রয়েছে ৷ সেই সবকিছুর মাঝে দাঁড়িয়ে তিনদিন বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়ে ব্যবসায়ীদের মধ্যে দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া ৷

স্থানীয় ব্যবসায়ীদের অনেকেই বললেন, করোনার প্রকোপ রুখতে তাঁরা এই সিদ্ধান্তকে স্বাগজ জানাচ্ছেন ৷ আবার কেউ কেউ মনে করছেন, গোটা দিনের বদলে অর্ধ দিবস বাজার বন্ধ রাখলে ভাল হত ৷ তাতে কিছুটা অন্তত রোজগার হত ৷ অন্যদিকে, শহরের সাধারণ মানুষ ব্য়বসা বন্ধ রাখার এই সিদ্ধান্ত সঠিক বলেই মনে করছেন ৷

আরও পড়ুন : এবার হাওড়া, 10 ঘণ্টার বেশি পড়ে রইল করোনা রোগীর দেহ

প্রসঙ্গত, চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যাবশ্যকীয় পণ্যের দোকান যেমন ওষুধ, দুধের দোকান প্রভৃতিকে ব্য়বসা বন্ধের আওতার বাইরে রাখা হচ্ছে ৷ বাকি সমস্ত দোকানপাট বন্ধ থাকবে সকাল থেকে রাত পর্যন্ত । এখন জেলা প্রশাসন বণিকসভার এই সিদ্ধান্তকে সম্মতি দেয় কি না, সেটাই দেখার।

দুর্গাপুর, 28 এপ্রিল : কোভিডের দ্বিতীয় তরঙ্গ সুনামির মত আছড়ে পড়েছে দেশজুড়ে ৷ করোনা আতঙ্ক গ্রাস করেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহরকেও ৷ রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা ৷ সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্য়ান্ড ইন্ডাস্ট্রিজ-এর পক্ষ থেকে দুর্গাপুর পৌর নিগম ও দুর্গাপুর মহকুমা প্রশাসনের কাছে লিখিতভাবে জানানো হল আগামী 1,2 ও 3 মে দুর্গাপুরের সমস্ত বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সংক্রমণ রুখতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন বণিকসভার প্রতিনিধিরা ৷

দোকানপাট বন্ধ থাকলে কমবে সংক্রমণ, আশা বণিকসভার ৷

যেভাবে করোনা ক্রমশ ভয়াল আকার ধারণ করেছে, তাতে এই সিদ্ধান্ত নিতেই হল বলে জানিয়েছেন দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্য়ান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক ভোলা ভগৎ ৷

এদিকে, একদিকে রমজান মাস চলছে ৷ অন্যদিকে এই সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও রয়েছে ৷ সেই সবকিছুর মাঝে দাঁড়িয়ে তিনদিন বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়ে ব্যবসায়ীদের মধ্যে দেখা গেল মিশ্র প্রতিক্রিয়া ৷

স্থানীয় ব্যবসায়ীদের অনেকেই বললেন, করোনার প্রকোপ রুখতে তাঁরা এই সিদ্ধান্তকে স্বাগজ জানাচ্ছেন ৷ আবার কেউ কেউ মনে করছেন, গোটা দিনের বদলে অর্ধ দিবস বাজার বন্ধ রাখলে ভাল হত ৷ তাতে কিছুটা অন্তত রোজগার হত ৷ অন্যদিকে, শহরের সাধারণ মানুষ ব্য়বসা বন্ধ রাখার এই সিদ্ধান্ত সঠিক বলেই মনে করছেন ৷

আরও পড়ুন : এবার হাওড়া, 10 ঘণ্টার বেশি পড়ে রইল করোনা রোগীর দেহ

প্রসঙ্গত, চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যাবশ্যকীয় পণ্যের দোকান যেমন ওষুধ, দুধের দোকান প্রভৃতিকে ব্য়বসা বন্ধের আওতার বাইরে রাখা হচ্ছে ৷ বাকি সমস্ত দোকানপাট বন্ধ থাকবে সকাল থেকে রাত পর্যন্ত । এখন জেলা প্রশাসন বণিকসভার এই সিদ্ধান্তকে সম্মতি দেয় কি না, সেটাই দেখার।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.