ETV Bharat / city

দুর্গাপুরে কাঁসর বাজিয়ে মমতার পদযাত্রা - CAA ও NRC- র বিরুদ্ধে প্রতিবাদ যাত্রায় মমতা

দীর্ঘ সাড়ে চার কিলোমিটার রাস্তা কাঁসর ঘণ্টা বাজিয়ে হাঁটলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরের ভিড়িঙ্গি থেকে স্টিল মার্কেট পাঁচমাথা মোড় পর্যন্ত NPR, CAA ও NRC- র বিরুদ্ধে পদযাত্রায় সামিল হন তৃণমূল সুপ্রিমো। গোটা রাস্তায় হাতে কাঁসর নিয়ে বাজাতে বাজাতে হাঁটতে দেখা গেল তাঁকে । রাজনৈতিক মহলের প্রশ্ন, এই জনসমুদ্রের ভোট কি আগামী বিধানসভা ভোটে ঘাসফুল শিবিরের দিকে ফিরবে?

mamta ralley
কাসর বাজিয়ে মমতার পদযাত্রা
author img

By

Published : Feb 12, 2020, 8:42 PM IST

দুর্গাপুর,12 ফেব্রুয়ারি : কাঁসর ঘণ্টা নিয়ে দীর্ঘ সাড়ে চার কিলোমিটার রাস্তায় হাঁটলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় । NPR, CAA ও NRC-র বিরুদ্ধে প্রতিবাদ যাত্রায় আজ দুর্গাপুরের ভিড়িঙ্গি থেকে স্টিল মার্কেট পাঁচমাথা মোড় পর্যন্ত কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ যাত্রায় তিনি সামিল হন । গোটা রাস্তা হাতে কাঁসর নিয়ে বাজাতে বাজাতে হাঁটতে দেখা গেল তাঁকে । কখনও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রতিবন্ধী যুবক কখনও বা মহিলাদের সাথে করমর্দন করলেন তিনি ।

কিন্তু দুর্গাপুরের উপস্থিত হাজার হাজার মানুষের মন কি ফেরানো গেল? দুর্গাপুরে জনসমুদ্রে আবারও ভাসলেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় । কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন, এই জনসমুদ্রের ভোট কি ঘাসফুল শিবিরের দিকে ফিরবে?

কাঁসর বাজিয়ে মমতার পদযাত্রা

এই রাস্তায় লোকসভা নির্বাচনের আগেও পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী । কিন্তু হাজার হাজার মানুষের ভিড় সেই পদযাত্রায় দেখা গেলেও তা ভোটবাক্সে প্রতিফলন হয়নি তৃণমূলের পক্ষে । উলটে দুর্গাপুরে লোকসভায় 78 হাজার ভোটে লিড পায় BJP-র প্রার্থী এস এস আলুওয়ালিয়া । মুখ্যমন্ত্রী আবারও দুর্গাপুরে এলেন, হাঁটলেন সেই একই রাস্তায় । রাজনৈতিক মহলের প্রশ্ন, 2021- এ কি দুর্গাপুরের দুটি আসনে জয় পাবেন ঘাসফুল প্রার্থীরা? মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জনপ্রিয়তা কি ভোট বাক্সে প্রতিফলিত হবে শিল্পশহরে? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে । মিশন 2021- এর জন্য মুখ্যমন্ত্রীর পদযাত্রায় সামিল এই জনসমুদ্র এর ভোট কে নিজেদের পক্ষে আনতে পারাটায় এখন চ্যালেঞ্জ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতাদের কাছে । আজ এই পদযাত্রায় সামিল হন মন্ত্রী মলয় ঘটক ও ইন্দ্রনীল সেন ।

দুর্গাপুর,12 ফেব্রুয়ারি : কাঁসর ঘণ্টা নিয়ে দীর্ঘ সাড়ে চার কিলোমিটার রাস্তায় হাঁটলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় । NPR, CAA ও NRC-র বিরুদ্ধে প্রতিবাদ যাত্রায় আজ দুর্গাপুরের ভিড়িঙ্গি থেকে স্টিল মার্কেট পাঁচমাথা মোড় পর্যন্ত কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ যাত্রায় তিনি সামিল হন । গোটা রাস্তা হাতে কাঁসর নিয়ে বাজাতে বাজাতে হাঁটতে দেখা গেল তাঁকে । কখনও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা প্রতিবন্ধী যুবক কখনও বা মহিলাদের সাথে করমর্দন করলেন তিনি ।

কিন্তু দুর্গাপুরের উপস্থিত হাজার হাজার মানুষের মন কি ফেরানো গেল? দুর্গাপুরে জনসমুদ্রে আবারও ভাসলেন তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় । কিন্তু রাজনৈতিক মহলের প্রশ্ন, এই জনসমুদ্রের ভোট কি ঘাসফুল শিবিরের দিকে ফিরবে?

কাঁসর বাজিয়ে মমতার পদযাত্রা

এই রাস্তায় লোকসভা নির্বাচনের আগেও পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী । কিন্তু হাজার হাজার মানুষের ভিড় সেই পদযাত্রায় দেখা গেলেও তা ভোটবাক্সে প্রতিফলন হয়নি তৃণমূলের পক্ষে । উলটে দুর্গাপুরে লোকসভায় 78 হাজার ভোটে লিড পায় BJP-র প্রার্থী এস এস আলুওয়ালিয়া । মুখ্যমন্ত্রী আবারও দুর্গাপুরে এলেন, হাঁটলেন সেই একই রাস্তায় । রাজনৈতিক মহলের প্রশ্ন, 2021- এ কি দুর্গাপুরের দুটি আসনে জয় পাবেন ঘাসফুল প্রার্থীরা? মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের জনপ্রিয়তা কি ভোট বাক্সে প্রতিফলিত হবে শিল্পশহরে? উত্তরের জন্য অপেক্ষা করতে হবে । মিশন 2021- এর জন্য মুখ্যমন্ত্রীর পদযাত্রায় সামিল এই জনসমুদ্র এর ভোট কে নিজেদের পক্ষে আনতে পারাটায় এখন চ্যালেঞ্জ পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতাদের কাছে । আজ এই পদযাত্রায় সামিল হন মন্ত্রী মলয় ঘটক ও ইন্দ্রনীল সেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.