ETV Bharat / city

কিশোরীর নলি কাটা দেহ উদ্ধার, প্রেমের প্রস্তাব না মানায় খুন ? - কিশোরীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

কিশোরীর পাশ থেকেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় এক যুবক। অনুমান, সে-ই কিশোরীকে খুন করে নিজে আত্মহত্যার চেষ্টা করে।

killing a teenage girl suicide attempt by youth
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 4, 2020, 9:27 PM IST

Updated : Feb 4, 2020, 11:42 PM IST

দুর্গাপুর, 4 ফেব্রুয়ারি : নিজের বাড়ি থেকে এক কিশোরীর নলি কাটা দেহ উদ্ধার হল। দুর্গাপুরের নিউটাউনশিপের গণতন্ত্র কলোনি এলাকার ঘটনা। মৃতার নাম মিতা কুণ্ডু(১৭)। ওই কিশোরীর দেহের কাছেই অপর এক যুবক পড়েছিল । তারও শরীর থেকে রক্তক্ষরণ হয়। জখম অবস্থায় তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । প্রেমের প্রস্তাব না মানায় তাদের মেয়েক খুন করে ওই যুবক আত্মহত্য়ার চেষ্টা করেছে বলে অভিযোগ পরিবারের।

স্থানীয় বাসিন্দা সিদ্ধেশ্বর দাস জানান, ওদের বাড়িতে কেউ ছিল না ৷ বাড়ির ভিতর থেকে রক্ত গড়িয়ে বাইরে আসছিল ৷ বিষয়টি দেখা মাত্রই পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ ঘটনাস্থানে আসে। ঘরের দরজা খোলাই ছিল ৷ ভিতরে ঢুকে দেখা যায়, ওই কিশোরী এবং যুবক দু'জনেই মেঝেতে পড়ে রয়েছে ৷ কিশোরীর নলি কাটা ৷ পাশে পড়েছিল যুবক ৷ কাছেই ছিল একটি ধারালো কাস্তে ৷ স্থানীয়দের বক্তব্য, ছেলেটিকে তাঁরা চেনেন না ৷

দুর্গাপুরে উদ্ধার কিশোরীর নলি কাটা দেহ ৷

পুলিশ সূত্রে জানা গেছে, মেদিনীপুরের বাসিন্দা অমর শিট নামের ওই যুবকের সঙ্গে সোশাল মিডিয়ায় পরিচয় হয়েছিল মিতার। মঙ্গলবার সে বাড়িতে একাই ছিল। সেইসময় অমর বাড়িতে ঢোকে। এরপর মিতার নালি কেটে তাকে খুন করে বলে অভিযোগ। পরে নিজের হাতে ও পেটে ধারালো কাস্তে দিয়ে আঘাত করে ওই যুবক।

পুলিশ এসে মিতা ও ওই যুবককে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিতাকে মৃত ঘোষণা করেন। ওই যুবক চিকিৎসাধীন।

দুর্গাপুর, 4 ফেব্রুয়ারি : নিজের বাড়ি থেকে এক কিশোরীর নলি কাটা দেহ উদ্ধার হল। দুর্গাপুরের নিউটাউনশিপের গণতন্ত্র কলোনি এলাকার ঘটনা। মৃতার নাম মিতা কুণ্ডু(১৭)। ওই কিশোরীর দেহের কাছেই অপর এক যুবক পড়েছিল । তারও শরীর থেকে রক্তক্ষরণ হয়। জখম অবস্থায় তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । প্রেমের প্রস্তাব না মানায় তাদের মেয়েক খুন করে ওই যুবক আত্মহত্য়ার চেষ্টা করেছে বলে অভিযোগ পরিবারের।

স্থানীয় বাসিন্দা সিদ্ধেশ্বর দাস জানান, ওদের বাড়িতে কেউ ছিল না ৷ বাড়ির ভিতর থেকে রক্ত গড়িয়ে বাইরে আসছিল ৷ বিষয়টি দেখা মাত্রই পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ ঘটনাস্থানে আসে। ঘরের দরজা খোলাই ছিল ৷ ভিতরে ঢুকে দেখা যায়, ওই কিশোরী এবং যুবক দু'জনেই মেঝেতে পড়ে রয়েছে ৷ কিশোরীর নলি কাটা ৷ পাশে পড়েছিল যুবক ৷ কাছেই ছিল একটি ধারালো কাস্তে ৷ স্থানীয়দের বক্তব্য, ছেলেটিকে তাঁরা চেনেন না ৷

দুর্গাপুরে উদ্ধার কিশোরীর নলি কাটা দেহ ৷

পুলিশ সূত্রে জানা গেছে, মেদিনীপুরের বাসিন্দা অমর শিট নামের ওই যুবকের সঙ্গে সোশাল মিডিয়ায় পরিচয় হয়েছিল মিতার। মঙ্গলবার সে বাড়িতে একাই ছিল। সেইসময় অমর বাড়িতে ঢোকে। এরপর মিতার নালি কেটে তাকে খুন করে বলে অভিযোগ। পরে নিজের হাতে ও পেটে ধারালো কাস্তে দিয়ে আঘাত করে ওই যুবক।

পুলিশ এসে মিতা ও ওই যুবককে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মিতাকে মৃত ঘোষণা করেন। ওই যুবক চিকিৎসাধীন।

Intro:প্রেমের প্রস্তাব না মানায় কিশোরীকে খুন করে নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা মেদিনীপুর এর বাসিন্দা এক যুবকের বলে পুলিশ সুত্রে খবর। এই ঘটনায় দুর্গাপুরের নিউটাউনশীপ থানার গনতন্ত্রপল্লীর এলাকায় চাঞ্চল্য।

দুর্গাপুরের নিউটাউনশীপ থানা এলাকার গণতন্ত্র কলোনি এলাকায় মিতা কুণ্ডু(17 বছর)নামে এক মাধ্যমিক উত্তীর্ন ছাত্রীর বাড়িতে ঢুকে তাকে গলার নালি কেটে খুন করে বলে অনুমান। পরে নিজের হাতে ও পেটে ধারালো কাস্তে দিয়ে আঘাত করে ওই যুবক। মিতা ঘটনাস্থলেই মারা যায়। ওই যুবককে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।পুলিশ সুত্রে পাওয়া খবর অনুযায়ী মেদিনীপুরের বাসিন্দা অমর শীট নামের এই যুবকের সাথে মিতার পরিচয় সোশ্যাল মিডিয়া মারফত। এই কিশোরী দুর্গাপুরে এবিএল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করে। এই কিশোরী বাড়িতে মঙ্গলবার একাই ছিল।সেইসময় এই অমর নামের যুবক বাড়িতে ঢোকে।বাড়ির বাইরে রক্ত গড়িয়ে এলে ওই কিশোরীর এক আত্মীয় বাড়িতে ঢুকে দেখে কিশোরীর গলার নলি কাটা অবস্থায় সে বাড়ির মেঝেতে পড়ে আর কাছেই ওই যুবক উপুড় হয়ে পড়ে আছে।দুজনের শরীর থেকেই প্রচুর রক্তক্ষরণ হতে দেখা যায়।তাদের পাশেই একটি ধারালো কাস্তে পড়ে ছিল।খবর পেয়ে পুলিশ এসে মিতা ও ওই যুবককে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রা মিতাকে মৃত বলে ঘোষনা করে এবং অমর শীট নামের ওই যুবক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।ওই যুবক কে এই কিশোরীর প্রেমে পড়েছিল?সেই প্রস্তাব মেনে নেওয়ার কারনেই কি খুন?,এমন তথ্যই উঠে এসেছে পুলিশের প্রাথমিক তদন্তে।।Body:হConclusion:
Last Updated : Feb 4, 2020, 11:42 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.