ETV Bharat / city

ISKCON Rath Yatra 2022: ভক্তদের দেওয়া কাঁসা পিতলের তৈরি রথে মাসির বাড়ি যাত্রা জগন্নাথের

author img

By

Published : Jul 1, 2022, 9:30 PM IST

দীর্ঘ দু’বছর পর পালিত হচ্ছে রথ যাত্রা ৷ এই রথযাত্রা ঘিরে যে মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস ৷ ব্যতিক্রম নয় দুর্গাপুরের ইসকনও (ISKCON Rath Yatra 2022) ৷

ISKCON Rath Yatra 2022
কাঁসা পিতলের তৈরি রথে মাসির বাড়ি যাবেন জগন্নাথ

দুর্গাপুর, 1 জুলাই: গত দুইবছর অতিমারির জেরে রথযাত্রা উৎসব বন্ধ হয়ে গিয়েছিল । পরিস্থিতি স্বাভাবিক হতেই রাজ্যের জায়গায় পালিত হচ্ছে রথযাত্রা ৷ এবার দুর্গাপুর ইসকন মন্দিরে ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে রথযাত্রা ৷ তবে অভিনবত্ব হল রথ তৈরিতে ব্যবহৃত নব নির্মিত কাঁসা, পিতল দিয়েছেন ইসকনের ভক্তরা ৷ তা গলিয়ে তৈরি হয়েছে জগন্নাথ দেবের রথ (ISKCON Rath Yatra 2022) ৷

প্রায় 36 ফুট লম্বা ও 16 ফুট চওড়া এই রথ এবারের রথযাত্রার বিশেষ আকর্ষণ । 3 টন পিতল-কাঁসা গলিয়ে তৈরি হয়েছে এই রথ ৷ শুক্রবার দুর্গাপুর ইসকন মন্দিরের এই রথ জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে সিটিসেন্টারে চতুরঙ্গ ময়দানে নিয়ে যাবে । সেখানেই আপাতত থাকবে এই রথ ও বিগ্রহ। রথযাত্রা উপলক্ষ্যে চতুরঙ্গ ময়দানে মেলার আয়োজন হয়েছে । এই মেলাকে ঘিরে যে মানুষের ঢল নামবে তা বলাই বাহুল্য।

ভক্তদের দেওয়া কাঁসা পিতলের তৈরি রথে মাসির বাড়ি যাবেন জগন্নাথ

আরও পড়ুন: দুর্গাপুরের ইসকনে রথের রশিতে টান, উৎসবে মাতল গোটা শহর

বাংলায় বিবাহের সময় কাঁসা-পিতলের সামগ্রী দেওয়ার প্রাচীন রীতি চলে আসছে। অনেক পরিবারে সেই সমস্ত কাঁসা-পিতলের সামগ্রী অযত্নে অবহেলায় পড়ে থাকে। সেই সমস্ত সামগ্রী জগন্নাথদেবের সেবায় নিয়োজিত করতে পেরে আনন্দিত ইসকনের ভক্ত বৃন্দরা। এর আগে দুর্গাপুরের ইসকনের রথ ছিল কাঠের তৈরি। দুর্গাপুর ইসকন মন্দিরের প্রধান ঔদার্য চন্দ্র দাস জানান, এই নবনির্মিত রথ নির্মানে প্রায় 3 টন কাঁসা ও পিতল লেগেছে,যা দিয়েছেন ভক্তরা।

দুর্গাপুর, 1 জুলাই: গত দুইবছর অতিমারির জেরে রথযাত্রা উৎসব বন্ধ হয়ে গিয়েছিল । পরিস্থিতি স্বাভাবিক হতেই রাজ্যের জায়গায় পালিত হচ্ছে রথযাত্রা ৷ এবার দুর্গাপুর ইসকন মন্দিরে ধুমধামের সঙ্গে পালিত হচ্ছে রথযাত্রা ৷ তবে অভিনবত্ব হল রথ তৈরিতে ব্যবহৃত নব নির্মিত কাঁসা, পিতল দিয়েছেন ইসকনের ভক্তরা ৷ তা গলিয়ে তৈরি হয়েছে জগন্নাথ দেবের রথ (ISKCON Rath Yatra 2022) ৷

প্রায় 36 ফুট লম্বা ও 16 ফুট চওড়া এই রথ এবারের রথযাত্রার বিশেষ আকর্ষণ । 3 টন পিতল-কাঁসা গলিয়ে তৈরি হয়েছে এই রথ ৷ শুক্রবার দুর্গাপুর ইসকন মন্দিরের এই রথ জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে সিটিসেন্টারে চতুরঙ্গ ময়দানে নিয়ে যাবে । সেখানেই আপাতত থাকবে এই রথ ও বিগ্রহ। রথযাত্রা উপলক্ষ্যে চতুরঙ্গ ময়দানে মেলার আয়োজন হয়েছে । এই মেলাকে ঘিরে যে মানুষের ঢল নামবে তা বলাই বাহুল্য।

ভক্তদের দেওয়া কাঁসা পিতলের তৈরি রথে মাসির বাড়ি যাবেন জগন্নাথ

আরও পড়ুন: দুর্গাপুরের ইসকনে রথের রশিতে টান, উৎসবে মাতল গোটা শহর

বাংলায় বিবাহের সময় কাঁসা-পিতলের সামগ্রী দেওয়ার প্রাচীন রীতি চলে আসছে। অনেক পরিবারে সেই সমস্ত কাঁসা-পিতলের সামগ্রী অযত্নে অবহেলায় পড়ে থাকে। সেই সমস্ত সামগ্রী জগন্নাথদেবের সেবায় নিয়োজিত করতে পেরে আনন্দিত ইসকনের ভক্ত বৃন্দরা। এর আগে দুর্গাপুরের ইসকনের রথ ছিল কাঠের তৈরি। দুর্গাপুর ইসকন মন্দিরের প্রধান ঔদার্য চন্দ্র দাস জানান, এই নবনির্মিত রথ নির্মানে প্রায় 3 টন কাঁসা ও পিতল লেগেছে,যা দিয়েছেন ভক্তরা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.