দুর্গাপুর, 7 নভেম্বর : ফের কি একই ঘটনার পুনরাবৃত্তি হল দুর্গাপুর ব্যারেজে ? এক সপ্তাহ আগে যে লকগেটটি ভেঙে পড়েছিল, আজ দুপুরে তার পাশের লকগেটটি দিয়ে হুড়হুড় করে জল বেরোতে দেখা গেল । আর এনিয়েই ফের চিন্তা বাড়ছে দুর্গাপুরে ।
গত শনিবার সকালে দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লকগেট ভেঙে পড়েছিল । যার জেরে জলশূন্য হয়ে পড়েছিল দুর্গাপুর ব্যারেজ । ওই গেট সারাই করতে বৃহস্পতিবার পর্যন্ত লেগে গেছিল । দীর্ঘ 8 দিন পর আজ নলবাহিত পানীয় জল পেলেন দুর্গাপুর পৌরনিগমের সিংহভাগ ওয়ার্ডের মানুষ ।
এদিকে আজ দুপুরে সারাই হওয়া ওই লকগেটের পাশেরটি অর্থাৎ, 30 নম্বর লকগেটের তলদেশ দিয়ে হুড়হুড় করে ব্যারেজের জমা জল বেরোতে দেখা যায় । ফের কি তাহলে একই ঘটনার পুনরাবৃত্তি ? দুর্গাপুরের সেচ দপ্তরের SDO গৌতম বন্দ্যোপাধ্যায় জানান, "বিষয়টি শুনেছি । তবে এটি তেমন বিপর্যয় নয় বলেই মনে হচ্ছে । ইঞ্জিনিয়ারদের ঘটনাস্থানে যেতে বলেছি ।"