কাঁকসা, 7 জুন : নদীঘাটে অতিরিক্ত বালি বোঝাই লরি উলটে বালি চাপা পড়ে মৃত্যু হল খালাসির । গুরুতর আহত অবস্থায় উদ্ধার লরি চালক । স্থানীয় বাসিন্দারা চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায় । এরপরই উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে । কাঁকসা থানা এলাকার দামোদর তীরবর্তী সিলামপুরের ঘটনা । অজ্ঞাত পরিচয় ওই খালাসির মৃতদেহ পুলিশকে তুলতে দেওয়া হয়নি । ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের দাবি, যতক্ষণ পর্যন্ত না ওই খালাসির পরিবারের কাউকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, ততক্ষণ দেহ তুলতে দেওয়া হবে না ।
কাঁকসা থানা এলাকার শ্রীরামপুরে দীর্ঘদিন ধরে দামোদর থেকে বালি তোলা নিয়ে বিস্তর অভিযোগ উঠে এসেছে । অতিরিক্ত বালি বোঝাই লরিগুলির বেপরোয়া যাতায়াতের কারণে এলাকার রাস্তা ভেঙে যাচ্ছে বলে অভিযোগ । নিত্যদিন ঘটছে দুর্ঘটনা । এমন অভিযোগ একাধিকবার উঠে এসেছে । আজ দুপুরে বালি বোঝাই একটি লরি নদী ঘাট থেকে উঠতে গিয়ে অতিরিক্ত বালি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । বালি চাপা পড়ে ঘটনাস্থানেই মৃত্যু হয় লরির খালাসির । স্থানীয় বাসিন্দারা লরি চালককে উদ্ধার করে তাকে নিয়ে যায় হাসপাতালে । দীর্ঘক্ষণ বালি সরানোর পর উদ্ধার হয় খালাসির মৃতদেহ ।
রবিবার দুপুরে সেই সময় বৃষ্টি হচ্ছিল । না হলে আরও বড় বিপদ ঘটতে পারত বলে এলাকার বাসিন্দা খাদিম যাদব খানের দাবি । কারণ হিসেবে তিনি বলেন ,"প্রতিদিন দুপুরে ওই সময় নদীর ঘাটে 40-50 জন স্নান করতে নামেন । আজ বৃষ্টির কারণে কেউ নদীঘাটে ছিলেন না । থাকলে আরও প্রাণহানি হতে পারত ।" খাদিম যাদব খান আরও অভিযোগ করেন, এই বালি ঘাটের পাশেই তৈরি হয়েছে বেআইনি মদের দোকান । সেখানে এই লরি চালকরা হামেশাই মদ খান । সেই থেকেও দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলেও মনে করছেন স্থানীয়রা ।