দুর্গাপুর, 21 মে : আবারও লকডাউন । আর এই লকডাউনের জেরে বহু মানুষ কর্মহারা । বাড়িতে বসে আছেন অসহায় অবস্থায় । পরিবারের মুখে দু'বেলা দু'মুঠো অন্ন তুলে দিতে অপারগ তাঁরা । দুর্গাপুর নগর নিগমের 15 নম্বর ওয়ার্ডের এমন আড়াইশো জন মানুষের মুখে মা ক্যান্টিনের মাধ্যমে তুলে দেওয়া হল দুপুরের খাবার । লকডাউন যতদিন চলবে, ততদিন এই খাবার সরবরাহ করা হবে বলে জানালেন এই ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের অসীমা চক্রবর্তী।
মা ক্যান্টিনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসির সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল, উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের দু'নম্বর বরো কমিটির চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার-সহ তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেতৃবৃন্দ।
আজ আড়াইশো জন মানুষের মুখে দুপুরের খাবার তুলে দেওয়া হল। আগামিকাল থেকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে এই খাবার । এই ওয়ার্ডের করোনা আক্রান্ত পরিবারগুলোর কাছেও পৌঁছে দেওয়া হচ্ছে বিনামূল্যে মা ক্যান্টিনের খাবার ।
আরও পড়ুন : পরিবারের সংক্রমণের আশঙ্কা, খোলা মাঠে তাঁবু খাটিয়ে দিনযাপন করোনা আক্রান্তের
রমাপ্রসাদ হালদার বলেন, ‘‘এর আগেও লকডাউনের সময় তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা ওয়ার্ডে ওয়ার্ডে দীনদরিদ্র মানুষের কাছে পুষ্টিকর খাবার, পানীয় জল, ওষুধ, স্যানিটাইজার, মাস্ক পৌঁছে দিয়েছিলেন । এবারও লকডাউনের শুরু থেকেই তৃণমূল কংগ্রেস কর্মীরা ঝাঁপিয়ে পড়েছেন । প্রায় সমস্ত ওয়ার্ডে কমবেশি মানুষের জন্য ঝাঁপিয়ে পড়েছেন কর্মীরা । সাধুবাদ জানাচ্ছি 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে, তাঁদের এই উদ্যোগকে।’’