দুর্গাপুর, 16 ফেব্রুয়ারি: সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যুর খবর প্রায়ই সামনে আসে ৷ এবার বাইক চালাতে চালাতে মোবাইল ফোনে ফেসবুক লাইভ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের ৷ নাম চঞ্চল ধীবর । দুর্গাপুরের অন্ডাল থানার উখড়ার বিশ্বেশ্বরী কোলিয়ারি ও বাইপাসের সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে ৷
চঞ্চল একটি বেসরকারি হাসপাতালের কর্মী ছিল ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল বিকেলে বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় মোবাইলে ফেসবুক লাইভ করছিল সে। হেলমেটও পরে ছিল না ৷ সেই সময়, নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে চঞ্চল। মাথায় চোট পায় । আশপাশের কয়েকজন এসে প্রথমে তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় ৷ পরে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
মৃত যুবকের বাবা শংকর ধীবর ক্যামেরার সামনে জোড়হাতে আবেদন করেন, "আমার যা ক্ষতি হওয়ার হল ৷ আর কারও সন্তান যেন মোবাইল ফোন নিয়ে এভাবে গাড়ি না চালায় । "
রবিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ওই যুবকের ময়নাতদন্ত করা হয়।