ETV Bharat / city

আধার কার্ড সংশোধনের ভুয়ো খবরে ভোগান্তিতে - Fake news of rectification on aadhaar card in Kanksha Durgapur

আধার কার্ড সংশোধনের ভুয়ো খবরে ভোগান্তিতে কাঁকসা ব্লকের বাসিন্দারা ৷ আজ সকাল থেকে দুর্গাপুরের কাঁকসা BDO অফিসে ভিড় জমান সাধারণ মানুষ ৷ কিন্তু BDO অফিসের কর্মীদের বক্তব্য, তাদের পক্ষ থেকে এমন কোনও প্রচার করা হয়নি ৷ শেষমেশ পরিস্থিতি সামাল দিতে ব্লক প্রশাসনের তরফে মাইকে প্রচার চালানো হয় ৷

আধার কার্ড সংশোধনের ভুয়ো খবরে ভোগান্তিতে
author img

By

Published : Aug 29, 2019, 3:22 PM IST

দুর্গাপুর, 29 অগাস্ট: আধার কার্ডে কারও কোনও সমস্যা থাকলে তা সংশোধন করা হবে ৷ সোশাল মিডিয়ায় সপ্তাহ খানেক ধরে এই প্রচার করা হয় ৷ সেইমত আজ সকাল থেকে দুর্গাপুরের কাঁকসা BDO অফিসে বহু মানুষ ৷ কিন্তু BDO অফিস কর্মীদের বক্তব্য, তাদের পক্ষ থেকে এমন কোনও প্রচার চালানো হয়নি ৷

ন'পাড়ার বাসিন্দা ত্রিশূল পণ্ডিত বলেন, "আমরা শুনেছিলাম তিনদিন আধার কার্ড সংশোধনের কাজ হবে ৷ তাই আজ এসেছিলাম ৷ কিন্তু আসার পর শুনলাম আজ কোনও কাজ হবে না ৷" ব্লকের তরফে মাইকে প্রচার করা হয়, "আধার কার্ড সংক্রান্ত কোনও কাজ শুরু হলে তা জানিয়ে দেওয়া হবে ৷" কিন্তু প্রশ্ন কে বা কারা এই ভুয়ো খবর সোশাল মিডিয়ায় ছড়াল ৷

দুর্গাপুর, 29 অগাস্ট: আধার কার্ডে কারও কোনও সমস্যা থাকলে তা সংশোধন করা হবে ৷ সোশাল মিডিয়ায় সপ্তাহ খানেক ধরে এই প্রচার করা হয় ৷ সেইমত আজ সকাল থেকে দুর্গাপুরের কাঁকসা BDO অফিসে বহু মানুষ ৷ কিন্তু BDO অফিস কর্মীদের বক্তব্য, তাদের পক্ষ থেকে এমন কোনও প্রচার চালানো হয়নি ৷

ন'পাড়ার বাসিন্দা ত্রিশূল পণ্ডিত বলেন, "আমরা শুনেছিলাম তিনদিন আধার কার্ড সংশোধনের কাজ হবে ৷ তাই আজ এসেছিলাম ৷ কিন্তু আসার পর শুনলাম আজ কোনও কাজ হবে না ৷" ব্লকের তরফে মাইকে প্রচার করা হয়, "আধার কার্ড সংক্রান্ত কোনও কাজ শুরু হলে তা জানিয়ে দেওয়া হবে ৷" কিন্তু প্রশ্ন কে বা কারা এই ভুয়ো খবর সোশাল মিডিয়ায় ছড়াল ৷

Intro:বেশ কয়েকদিন যাবত দুর্গাপুরের অন্ডাল ও কাঁকসা ব্লক অফিসে আধার কার্ড সংক্রান্ত কারো সমস্যা থাকলে যোগাযোগ করার ভুয়ো প্রচারে ভরেছে সোশ্যাল মিডিয়া।সেখানে নির্দিষ্ট তারিখ লেখা ছিল। কয়েকদিন আগে এরকম সোশ্যাল মিডিয়াতে দেখে অন্ডাল ব্লকে বহু মানুষ আধার কার্ডের সমস্যা মেটাতে পৌছালে তারা জানতে পারেন এরকম কোনও নির্দেশিকা ব্লক অফিসে আসেনি।এবার ভুয়ো খবরের জন্য কাঁকসা বিডিও অফিসে আধারকার্ড সংশোধনের জন্য বৃহস্পতিবার সকাল থেকেই ভীড় করছেন ওই ব্লকের বহু দূর থেকে আসা সাধারন মানুষ। যা সামলাতে অস্থির হতে হল কাঁকসা ব্লক প্রশাসনকে। গত কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় খবর ছাড়ায় যে চলতি মাসের 27 -30 পযর্ন্ত আধার কার্ড সংশোধনের কাজ হবে বিডিও অফিসে। সেই খবর মত কাঁকসার বিভিন্ন প্রান্ত থেকে ব্লক অফিসে ভীড় জমাচ্ছেন বহু মানুষ। শেষমেশ ব্লক প্রশাসন মাইক লাগিয়ে প্রচার করে যে এই খবর গুজব। কাঁকসা ব্লকের পক্ষ থেকে আমজনতার উদ্দেশ্যে জানানো হয় কে বা কারা বিভ্রান্তি ছড়াতেই এমন প্রচার করছে।কিন্তু প্রশ্ন উঠছে যে যারা এই ধরনের অপপ্রচার করে বিভ্রান্তি ছড়াছে তাদের বিরুদ্ধে কোনও প্রশাসনিক ব্যাবস্থা কেনও গ্রহন করছে না ব্লক,মহকুমা বা জেলা প্রশাসন? এতে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন।Body:হConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.