দুর্গাপুর, 12 ডিসেম্বর : একগুচ্ছ দাবি দাওয়াকে সামনে রেখে দুর্গাপুর নগরনিগম ঘেরাও করলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ । তাঁদের অভিযোগ বিভিন্ন কাজ থেকে বঞ্চিত করা হয় তাঁদের ৷ পাশাপাশি পুলিশি নির্যাতনেরও তীব্র প্রতিবাদ জানিয়েছেন তাঁরা ।
এছাড়াও তাঁদের রয়েছে একাধিক দাবি ৷ তার মধ্যে দুর্গাপুর নগরনিগমের অধীন এলাকার আধিবাসীদের অবিলম্বে জমির পাট্টা দিতে হবে, আদিবাসী বিধবাদের ভাতা দিতে হবে, বিভিন্ন রকমের কমিউনিটি হল তৈরি করতে হবে আদিবাসী অধ্যুষিত এলাকায়, তাঁদের জন্য পৃথকভাবে শ্মশান তৈরি করতে হবে ৷ এছাড়াও আরও একাধিক দাবি-দাওয়া নিয়ে তুমুল বিক্ষোভ দেখায় আদিবাসী সম্প্রদায়ের মানুষরা ।
এই বিষয়ে আদিবাসী গাঁওতার নেতা সুনীল সোরেন জানান, "ভোটের আগে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয় ৷ বাস্তবে সেই প্রতিশ্রুতি কোনও কার্যকর হয় না ।"