ETV Bharat / city

স্পর্শহীন ওয়াশ বেসিন মাউন্ট তৈরি করল CMERI - Durgapur news

এই যন্ত্রে যে সেন্সর লাগানো আছে তার সামনে হাত নিয়ে গেলে প্রথমে আপনার হাতে কয়েক ফোঁটা তরল সাবান বেরিয়ে আসবে । এর ঠিক 30 সেকেন্ড পরে নল বাহিত জল বেরিয়ে আসবে ।

upgraded wash basin mount
ওয়াশ বেসিন মাউন্টের ছবি
author img

By

Published : Aug 21, 2020, 6:59 PM IST

দুর্গাপুর, 21 অগাস্ট : কোরোনা সংক্রমণ বাড়ছে । কারখানা থেকে অফিস, বড় বড় শপিংমল, রেস্তরাঁ, হোটেল, দোকানপাট সব খুলে গেছে আনলক পর্বে । বেশিরভাগ জায়গায় প্রবেশের আগে নিরাপত্তাকর্মীরা দাঁড়িয়ে থাকেন স্যানিটাইজ়ারের বোতল নিয়ে । আগত সকলের হাতে ঢেলে দেওয়া হচ্ছে স্যানিটাইজ়ার । তাই তাঁদেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে । আর তাঁদের কথা মাথায় রেখে দুর্গাপুরের CMERI-এর বিশেষজ্ঞরা তৈরি করলেন ওয়াশ বেসিন মাউন্ট । ওয়াশ বেশিনে রয়েছে একটি সেন্সর । এতে রাখা যাবে পাঁচ লিটার পর্যন্ত তরল সাবান অথবা স্যানিটাইজ়ার । হাত ধোয়ার 30 সেকেন্ড পর স্বয়ংক্রিয়ভাবে জল বেরোবে এখান থেকে । ফলে, অযথা জল নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই নেই । একইসঙ্গে, বাইরে থেকে আগতদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংস্পর্শও কমবে ।

এই যন্ত্রটি অফিস, দোকানপাট, বিভিন্ন রেস্তরাঁ, হোটেল, শপিংমলগুলির ওয়াশ বেসিনে বসানো যাবে । এরমধ্যে রাখা যাবে 5 লিটার পর্যন্ত তরল সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজ়ার । স্পর্শহীন এই ছোট্ট যন্ত্রে বসানো আছে একটি সেন্সর । বহু মানুষের সমাগম হয় যে সকল স্থানগুলিতে সেই সব জায়গায় ওয়াশ বেসিনে বিদ্যুৎচালিত এই ছোট্ট যন্ত্র বেসিনের পাশে বসানো যেতে পারে । বিদ্যুৎ না থাকলেও এই বেসিনে বসানো যন্ত্রে একটি ছোট্ট বাটন আছে, যা ঘুরিয়ে দিলে এই তরল সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজ়ার বেরিয়ে আসবে ।

upgraded wash basin mount
30 সেকেন্ড পর স্বয়ংক্রিয়ভাবে জল বেরিয়ে আসে এই যন্ত্রের মাধ্যমে

আরও পড়ুন : স্য়ানিটাইজ়ার রাখি, বোতামে চাপ দিলেই হাত জীবাণুমুক্ত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী 20 সেকেন্ড পর্যন্ত তরল সাবান জল অথবা হ্যান্ড স্যানিটাইজ়ার দিয়ে আপনার হাত পরিষ্কার করার পর জল দিয়ে ধুয়ে ফেলতে বলা হচ্ছে । এই যন্ত্রে যে সেন্সর লাগানো আছে তার সামনে হাত নিয়ে গেলে প্রথমে আপনার হাতে কয়েক ফোঁটা তরল সাবান বেরিয়ে আসবে । এর ঠিক 30 সেকেন্ড পরে নল বাহিত জল বেরিয়ে আসবে । হাত ধোয়ার জন্য যতটুকু জল প্রয়োজন ততটুকু জল বেরিয়ে আসবে নল দিয়ে । অকারনে প্রচুর জল নষ্ট হওয়ার সম্ভাবনাও বন্ধ হয়ে যাচ্ছে এই যন্ত্র বসানোর কারণে ।

আরও পড়ুন : হারবাল স্যানিটাইজ়ার কী কার্যকরী ?

CMERI-এর ডিরেক্টর চিকিৎসক হরিশ হিরানি জানান, " নিরাপত্তাকর্মীদের বিপদ বাড়ছে । তাঁরা কোরোনাতে সংক্রমিত হয়ে পড়ছেন বহু মানুষের সংস্পর্শে আসার কারণে । তাঁদের কথা মাথায় রেখেই এই ওয়াশ বেসিন মাউন্ট যন্ত্র তৈরি করা হয়েছে । এর দ্বারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী শুধু হাত জীবাণুমুক্ত হবে তা নয়, জলও বাঁচানো যাবে ।"

পাঁচ লিটার পর্যন্ত তরল সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজ়ার রাখা যাবে এই যন্ত্রে

আরও পড়ুন : রুখবে কোরোনা, ছাতা খুললেই স্যানিটাইজ়ার !

দেশজুড়ে কোরোনার সংক্রমণ বাড়ছে । এখন সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে অফিস-আদালত সমস্ত কিছুই খুলে গেছে । বহু মানুষের ভিড় বাড়ছে বিভিন্ন জায়গায় । তাই ভাইরাস সংক্রমণ ঠেকাতে গেলে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে । আর সেই কারণেই এই ছোট্ট যন্ত্র অত্যন্ত কার্যকরী ভূমিকা নিতে পারে বলে দাবি CMERI-এর বিশেষজ্ঞদের ।

আরও পড়ুন : সাবধান ! উপকরণ দেখে তবেই কিনুন খোলাবাজারে বিক্রি হওয়া হ্যান্ড স্যানিটাইজ়ার

দুর্গাপুর, 21 অগাস্ট : কোরোনা সংক্রমণ বাড়ছে । কারখানা থেকে অফিস, বড় বড় শপিংমল, রেস্তরাঁ, হোটেল, দোকানপাট সব খুলে গেছে আনলক পর্বে । বেশিরভাগ জায়গায় প্রবেশের আগে নিরাপত্তাকর্মীরা দাঁড়িয়ে থাকেন স্যানিটাইজ়ারের বোতল নিয়ে । আগত সকলের হাতে ঢেলে দেওয়া হচ্ছে স্যানিটাইজ়ার । তাই তাঁদেরও সংক্রমিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে । আর তাঁদের কথা মাথায় রেখে দুর্গাপুরের CMERI-এর বিশেষজ্ঞরা তৈরি করলেন ওয়াশ বেসিন মাউন্ট । ওয়াশ বেশিনে রয়েছে একটি সেন্সর । এতে রাখা যাবে পাঁচ লিটার পর্যন্ত তরল সাবান অথবা স্যানিটাইজ়ার । হাত ধোয়ার 30 সেকেন্ড পর স্বয়ংক্রিয়ভাবে জল বেরোবে এখান থেকে । ফলে, অযথা জল নষ্ট হওয়ার সম্ভাবনা একেবারেই নেই । একইসঙ্গে, বাইরে থেকে আগতদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংস্পর্শও কমবে ।

এই যন্ত্রটি অফিস, দোকানপাট, বিভিন্ন রেস্তরাঁ, হোটেল, শপিংমলগুলির ওয়াশ বেসিনে বসানো যাবে । এরমধ্যে রাখা যাবে 5 লিটার পর্যন্ত তরল সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজ়ার । স্পর্শহীন এই ছোট্ট যন্ত্রে বসানো আছে একটি সেন্সর । বহু মানুষের সমাগম হয় যে সকল স্থানগুলিতে সেই সব জায়গায় ওয়াশ বেসিনে বিদ্যুৎচালিত এই ছোট্ট যন্ত্র বেসিনের পাশে বসানো যেতে পারে । বিদ্যুৎ না থাকলেও এই বেসিনে বসানো যন্ত্রে একটি ছোট্ট বাটন আছে, যা ঘুরিয়ে দিলে এই তরল সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজ়ার বেরিয়ে আসবে ।

upgraded wash basin mount
30 সেকেন্ড পর স্বয়ংক্রিয়ভাবে জল বেরিয়ে আসে এই যন্ত্রের মাধ্যমে

আরও পড়ুন : স্য়ানিটাইজ়ার রাখি, বোতামে চাপ দিলেই হাত জীবাণুমুক্ত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী 20 সেকেন্ড পর্যন্ত তরল সাবান জল অথবা হ্যান্ড স্যানিটাইজ়ার দিয়ে আপনার হাত পরিষ্কার করার পর জল দিয়ে ধুয়ে ফেলতে বলা হচ্ছে । এই যন্ত্রে যে সেন্সর লাগানো আছে তার সামনে হাত নিয়ে গেলে প্রথমে আপনার হাতে কয়েক ফোঁটা তরল সাবান বেরিয়ে আসবে । এর ঠিক 30 সেকেন্ড পরে নল বাহিত জল বেরিয়ে আসবে । হাত ধোয়ার জন্য যতটুকু জল প্রয়োজন ততটুকু জল বেরিয়ে আসবে নল দিয়ে । অকারনে প্রচুর জল নষ্ট হওয়ার সম্ভাবনাও বন্ধ হয়ে যাচ্ছে এই যন্ত্র বসানোর কারণে ।

আরও পড়ুন : হারবাল স্যানিটাইজ়ার কী কার্যকরী ?

CMERI-এর ডিরেক্টর চিকিৎসক হরিশ হিরানি জানান, " নিরাপত্তাকর্মীদের বিপদ বাড়ছে । তাঁরা কোরোনাতে সংক্রমিত হয়ে পড়ছেন বহু মানুষের সংস্পর্শে আসার কারণে । তাঁদের কথা মাথায় রেখেই এই ওয়াশ বেসিন মাউন্ট যন্ত্র তৈরি করা হয়েছে । এর দ্বারা বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী শুধু হাত জীবাণুমুক্ত হবে তা নয়, জলও বাঁচানো যাবে ।"

পাঁচ লিটার পর্যন্ত তরল সাবান অথবা হ্যান্ড স্যানিটাইজ়ার রাখা যাবে এই যন্ত্রে

আরও পড়ুন : রুখবে কোরোনা, ছাতা খুললেই স্যানিটাইজ়ার !

দেশজুড়ে কোরোনার সংক্রমণ বাড়ছে । এখন সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে অফিস-আদালত সমস্ত কিছুই খুলে গেছে । বহু মানুষের ভিড় বাড়ছে বিভিন্ন জায়গায় । তাই ভাইরাস সংক্রমণ ঠেকাতে গেলে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে । আর সেই কারণেই এই ছোট্ট যন্ত্র অত্যন্ত কার্যকরী ভূমিকা নিতে পারে বলে দাবি CMERI-এর বিশেষজ্ঞদের ।

আরও পড়ুন : সাবধান ! উপকরণ দেখে তবেই কিনুন খোলাবাজারে বিক্রি হওয়া হ্যান্ড স্যানিটাইজ়ার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.