দুর্গাপুর, 3 জুন : ভ্যাকসিন নিয়ে চূড়ান্ত দুর্নীতি চলছে ৷ এই অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হল দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বর । বৃহস্পতিবার সকালে এই ঘটনার জেরে উত্তেজিত গ্রহীতারা হাসপাতালে ভ্যাকসিন দেওয়ার কাজ বন্ধ করে দেন ৷ একযোগে হাসপাতাল সুপার, দুর্গাপুরের এক ডেপুটি ম্যাজিস্ট্রেট ও স্থানীয় কাউন্সিলরকে ঘিরে ধরে ব্যাপক ক্ষোভ প্রকাশ করতে থাকেন । পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ । কিন্তু উত্তেজিত গ্রহীতারা কিছুতেই কোনও কথা শুনতে রাজি ছিলেন না ।
তাঁদের অভিযোগ, ভোর রাত থেকে লাইনে দাঁড়ানোর পর সকাল 10 টায় হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন সাধারণ মানুষের জন্য ভ্যাকসিন আজ দেওয়া যাবে না । এরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ৷ শুরু হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালের ভ্যাকসিন সেন্টারের সামনে গ্রহীতাদের তুমুল বিক্ষোভ৷ বন্ধ করে দেওয়া হয় ভ্যাকসিন দেওয়ার কাজ ।
গ্রহীতাদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ভ্যাকসিন নেই ৷ অথচ বৃহস্পতিবার ভ্যাকসিন নেওয়ার জন্য ভ্যাকসিন সেন্টারের সামনে কুপন নিয়ে দাঁড়িয়ে আছে বেশ কিছু মানুষ ৷ আর এতেই তৈরি হচ্ছে জটিলতা ৷ এমনটাই অভিযোগ উত্তেজিত গ্রহীতাদের ।
আরও পড়ুন : করোনা ও যশে বিপর্যস্ত মেদিনীপুরবাসীর পাশে দাঁড়ালেন জুন মালিয়া
শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে ভ্যাকসিন দেওয়ার কাজ বন্ধ করে দিয়ে তুমুল বিক্ষোভ করছেন গ্রহীতারা ৷ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কোনওভাবেই তাঁরা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করতে দেবেন না বলে সাফ জানিয়ে দেন গ্রহীতারা । ঘটনাস্থলে রয়েছে পুলিশ ।