ETV Bharat / city

দুর্গাপুর ইস্পাত হাসপাতালে আত্মঘাতী কোভিড আক্রান্ত বৃদ্ধ - আত্মঘাতী কোভিড আক্রান্ত প্রৌঢ়

বুধবার দুপুরে দুর্গাপুর ইস্পাত কারখানার নিজস্ব হাসপাতালে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ইস্পাত কারখানার এক অবসরপ্রাপ্ত কর্মীর ।

covid-positive-old-man-suicide-at-durgapur-steel-hospital
covid-positive-old-man-suicide-at-durgapur-steel-hospital
author img

By

Published : May 12, 2021, 9:35 PM IST

দুর্গাপুর, 12 মে : হাসপাতালে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী করোনা আক্রান্ত বৃদ্ধ । মৃতের নাম দীনেশচন্দ্র ভৌমিক (71) । ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাসপাতালে ৷

বুধবার দুপুরে দুর্গাপুর ইস্পাত কারখানার নিজস্ব হাসপাতালে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ইস্পাত কারখানার ওই অবসরপ্রাপ্ত কর্মীর । দুর্গাপুর ইস্পাত নগরির বি-জোনের এডিশন রোডের বাসিন্দা ছিলেন মৃত দীনেশচন্দ্র ভৌমিক । গত সোমবার ইস্পাত হাসপাতালে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট জানেন ওই বৃদ্ধ ৷ এরপর তিনি ভর্তি হন কোভিড বিভাগে ৷ বুধবার হাসপাতাল থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷

আরও পড়ুন: করোনায় আক্রান্ত হয়ে স্বামীর মৃত্য়ু, আত্মঘাতী স্ত্রী

দুর্গাপুর নগর নিগমের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব ঘোষ জানান, সম্ভবত আতঙ্কিত হয়ে আত্মঘাতী হয়েছেন দীনেশবাবু ।

দুর্গাপুর, 12 মে : হাসপাতালে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী করোনা আক্রান্ত বৃদ্ধ । মৃতের নাম দীনেশচন্দ্র ভৌমিক (71) । ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাসপাতালে ৷

বুধবার দুপুরে দুর্গাপুর ইস্পাত কারখানার নিজস্ব হাসপাতালে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ইস্পাত কারখানার ওই অবসরপ্রাপ্ত কর্মীর । দুর্গাপুর ইস্পাত নগরির বি-জোনের এডিশন রোডের বাসিন্দা ছিলেন মৃত দীনেশচন্দ্র ভৌমিক । গত সোমবার ইস্পাত হাসপাতালে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট জানেন ওই বৃদ্ধ ৷ এরপর তিনি ভর্তি হন কোভিড বিভাগে ৷ বুধবার হাসপাতাল থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷

আরও পড়ুন: করোনায় আক্রান্ত হয়ে স্বামীর মৃত্য়ু, আত্মঘাতী স্ত্রী

দুর্গাপুর নগর নিগমের 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব ঘোষ জানান, সম্ভবত আতঙ্কিত হয়ে আত্মঘাতী হয়েছেন দীনেশবাবু ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.