ETV Bharat / city

Child Body Recovered in Durgapur: অণ্ডালে 5 দিন পর বাড়ির পাশেই মিলল নিখোঁজ শিশুর ক্ষতবিক্ষত দেহ

author img

By

Published : Jul 10, 2022, 3:02 PM IST

নিখোঁজ থাকার 5দিন পর উদ্ধার হল 7 বছরের শিশুর দেহ (Child Body Recovered After Five Days of Missing in Durgapur) ৷ অণ্ডালের মাধবপুর কয়লাখনি অঞ্চলের ঘটনায় এ দিন সকালে সাড়ে এগারোটা নাগাদ শিশুটির দেহ উদ্ধার হয় ৷ পুলিশ কুকুর নামিয়ে তদন্ত শুরু করেছে ৷

Child Body Recovered After Five Days of Missing in Durgapur
Child Body Recovered After Five Days of Missing in Durgapur

দুর্গাপুর, 10 জুলাই: 5 দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশেই জঙ্গল থেকে উদ্ধার হল শিশুর ক্ষতবিক্ষত দেহ (Child Body Recovered After Five Days of Missing in Durgapur) ৷ মৃত শিশুর নাম সৌরভ বাউড়ি (7) ৷ দুর্গাপুরের অণ্ডালের মাধবপুর কয়লাখনি অঞ্চলের ঘটনায় এ দিন সকালে শিশুটির দেহ উদ্ধার হতেই এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে, তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ স্নিফার ডগ নামিয়ে তদন্ত শুরু করেছে অণ্ডাল থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার থেকে নিখোঁজ ছিল বছর সাতেকের সৌরভ বাউড়ি ৷ নিখোঁজ হওয়ার পরের দিন অর্থাৎ, গত বৃহস্পতিবার অণ্ডাল থানায় পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ দায়ের করানো হয় ৷ কিন্তু, পুলিশ তাকে উদ্ধার করতে না পারায়, গাফিলতির অভিযোগ করেছেন পরিবারের লোকেরা ৷ এর পর এ দিন সকাল সাড়ে এগারোটা নাগাদ সৌরভের বাড়ির পাশের জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয় ৷

পরিবারের তরফে পুলিশে যে অভিযোগ জানানো হয়েছিল, সেখানে উল্লেখ করা হয় - রবিবার বিকেল 3টের সময় খেলতে বেরিয়েছিল সৌরভ ৷ সন্ধ্যা গড়িয়ে গেলেও সে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন ৷ রাতভর খোঁজ করেও তাকে না পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশের দ্বারস্থ হয় পরিবার ৷ কিন্তু, পুলিশ কোনও সহযোগিতা করেনি বলে অভিযোগ করেছে সৌরভের পরিবার ৷ এরই মাঝে বৃহস্পতিবার সন্ধ্যায় অণ্ডালের কেসি পাল এলাকায় এক মহিলা পরিবারের সদস্যদের জানান, সৌরভকে পাচার করে দেওয়া হয়েছে ৷ সন্দেহ হওয়ায় ওই মহিলাকে পুলিশের হাতে তুলে দেন তাঁরা ৷ কিন্তু, সেখানেও পুলিশের বিরুদ্ধে মহিলাকে ছেড়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে ৷ যার পরেই শুক্রবার অণ্ডাল থানায় সৌরভের পরিবার এবং প্রতিবেশীরা বিক্ষোভ দেখান ৷ তবে, থানার এক আধিকারিক সেই অভিযোগ অস্বীকার করেছেন ৷

আরও পড়ুন: Hanging Body Recovered: দাসপুরে হাই মাদ্রাসার অস্থায়ী শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার

আর এ দিন সকালে সৌরভ বাউড়ির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে, তাঁদের ঘিরে বিক্ষোভ শুরু হয় ৷ শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ জঙ্গলের ভিতরে পুলিশ তল্লাশি চালাচ্ছে ৷ পুলিশ কুকুরও নামানো হয়েছে ৷ এই ঘটনায় যে বা যারা জড়িত, তাদের কঠোর শাস্তির দাবি করেছে পরিবার ৷

দুর্গাপুর, 10 জুলাই: 5 দিন নিখোঁজ থাকার পর বাড়ির পাশেই জঙ্গল থেকে উদ্ধার হল শিশুর ক্ষতবিক্ষত দেহ (Child Body Recovered After Five Days of Missing in Durgapur) ৷ মৃত শিশুর নাম সৌরভ বাউড়ি (7) ৷ দুর্গাপুরের অণ্ডালের মাধবপুর কয়লাখনি অঞ্চলের ঘটনায় এ দিন সকালে শিশুটির দেহ উদ্ধার হতেই এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে, তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ স্নিফার ডগ নামিয়ে তদন্ত শুরু করেছে অণ্ডাল থানার পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার থেকে নিখোঁজ ছিল বছর সাতেকের সৌরভ বাউড়ি ৷ নিখোঁজ হওয়ার পরের দিন অর্থাৎ, গত বৃহস্পতিবার অণ্ডাল থানায় পরিবারের তরফে নিখোঁজের অভিযোগ দায়ের করানো হয় ৷ কিন্তু, পুলিশ তাকে উদ্ধার করতে না পারায়, গাফিলতির অভিযোগ করেছেন পরিবারের লোকেরা ৷ এর পর এ দিন সকাল সাড়ে এগারোটা নাগাদ সৌরভের বাড়ির পাশের জঙ্গল থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয় ৷

পরিবারের তরফে পুলিশে যে অভিযোগ জানানো হয়েছিল, সেখানে উল্লেখ করা হয় - রবিবার বিকেল 3টের সময় খেলতে বেরিয়েছিল সৌরভ ৷ সন্ধ্যা গড়িয়ে গেলেও সে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন ৷ রাতভর খোঁজ করেও তাকে না পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশের দ্বারস্থ হয় পরিবার ৷ কিন্তু, পুলিশ কোনও সহযোগিতা করেনি বলে অভিযোগ করেছে সৌরভের পরিবার ৷ এরই মাঝে বৃহস্পতিবার সন্ধ্যায় অণ্ডালের কেসি পাল এলাকায় এক মহিলা পরিবারের সদস্যদের জানান, সৌরভকে পাচার করে দেওয়া হয়েছে ৷ সন্দেহ হওয়ায় ওই মহিলাকে পুলিশের হাতে তুলে দেন তাঁরা ৷ কিন্তু, সেখানেও পুলিশের বিরুদ্ধে মহিলাকে ছেড়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে ৷ যার পরেই শুক্রবার অণ্ডাল থানায় সৌরভের পরিবার এবং প্রতিবেশীরা বিক্ষোভ দেখান ৷ তবে, থানার এক আধিকারিক সেই অভিযোগ অস্বীকার করেছেন ৷

আরও পড়ুন: Hanging Body Recovered: দাসপুরে হাই মাদ্রাসার অস্থায়ী শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার

আর এ দিন সকালে সৌরভ বাউড়ির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে, তাঁদের ঘিরে বিক্ষোভ শুরু হয় ৷ শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ জঙ্গলের ভিতরে পুলিশ তল্লাশি চালাচ্ছে ৷ পুলিশ কুকুরও নামানো হয়েছে ৷ এই ঘটনায় যে বা যারা জড়িত, তাদের কঠোর শাস্তির দাবি করেছে পরিবার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.