দুর্গাপুর, 30 অক্টোবর : ভ্রমণ শেষ করে বাড়ি ফেরার ছিল আজ । কিন্তু ফিরল কফিনবন্দী 5টি দেহ । গোটাদিন মৃতদের পরিবারের পাশে ছিলেন মন্ত্রী মলয় ঘটক ৷
আরও পড়ুন : উত্তরাখণ্ডে মৃত আসানসোলের পর্যটক, জম্মুর মতো ক্ষতিপূরণ চেয়ে প্রধানমন্ত্রীকে টুইট বাবুলের
আসানসোলের পর্যটকদের সঙ্গে উত্তরাখণ্ডে যান দুর্গাপুরের রবীন্দ্রপল্লির বাসিন্দা সুব্রত ভট্টাচার্য এবং তাঁর স্ত্রী রুনা ভট্টাচার্য । আসানসোলের 30 জন পর্যটকের জন্য বেশ কয়েকটি গাড়ি বুক করা হয় মুন্সিয়ারি থেকে কৌশানি যাওয়ার জন্য । বাগেশ্বরের কাপকোট থেকে 10 কিলোমিটার দূরে একটি 100 ফুট খাদে পড়ে যায় একটি পর্যটক বোঝাই গাড়ি । ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচ জনের এবং সাতজন গুরুতর আহত হন । দুর্গাপুরের ভট্টাচার্য্য দম্পতি এবং আসানসোলের তিনজনের দেহ শনিবার দুপুরে বাড়িতে নিয়ে আসা হয় । দুর্গাপুর থেকে ভট্টাচার্য্য দম্পতির দেহ নিয়ে যাওয়া হয় বীরভানপুর মহাশ্মশানে । এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
মন্ত্রী মলয় ঘটক রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদেহ কলকাতা থেকে আসার পরে দুর্গাপুরে আসেন । তিনি জানান, "রাজ্য সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার পর থেকেই উত্তরাখণ্ডে মৃতদের পরিবারগুলির সঙ্গে যোগাযোগ রাখছিলাম । ওদের পাশে থাকার আশ্বাস দিয়েছি ।"