ETV Bharat / city

বুধবারের ডাকা ধর্মঘটের প্রতিবাদে দুর্গাপুরে BMS - BMS in Durgapur

আগামী বুধবার কেন্দ্রীয় বামপন্থী শ্রমিক সংগঠন, INTUC, HMS এবং আরও কয়েকটি শ্রমিক সংগঠন মিলে ভারতে ধর্মঘটের ডাক দিয়েছে । এই ধর্মঘটে 12 দফা দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারের শিল্পনীতির বিরুদ্ধাচারণের প্রতিবাদ করবে । ওই ধর্মঘটকে প্রতিহত করতে আজ দুর্গাপুরে ভারতীয় মজদুর সংঘের (BMS) পক্ষ থেকে সভার আয়োজন করা হয় ।

BMS in Durgapur
ধর্মঘটের প্রতিবাদে দুর্গাপুরে BMS
author img

By

Published : Jan 6, 2020, 5:48 PM IST

দুর্গাপুর, 6 জানুয়ারি: আগামী 8 জানুয়ারি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে । ওই ধর্মঘটকে প্রতিহত করতে আজ দুর্গাপুরে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে সভার আয়োজন করা হয় । দুর্গাপুরের ইস্পাত কারখানার সামনে শ্রমিকদের আহ্বান জানানো হয় । সেখানে প্রায় শ'খানেক শ্রমিক জমা হয়েছিলেন ।

আগামী বুধবার কেন্দ্রীয় বামপন্থী শ্রমিক সংগঠন, INTUC, HMS এবং আরও কয়েকটি শ্রমিক সংগঠন মিলে ভারত ধর্মঘটের ডাক দিয়েছে । এই ধর্মঘটে 12 দফা দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারের শিল্পনীতির বিরুদ্ধাচারণের প্রতিবাদ করবে ।

ধর্মঘটের প্রতিবাদে দুর্গাপুরে BMS

আজকের পথসভায় শ্রমিকরা একত্রিত হয়ে জানান, 8 জানুয়ারি কারখানায় সময় মতো এসে কাজ করব । উৎপাদনে কোনও ত্রুটি রাখব না । এছাড়া দুর্গাপুর স্টিল প্ল্যান্টের BMS সাধারণ সম্পাদক অরূপকুমার রায় এই ধর্মঘটের প্রতিবাদে বলেন, "এই ধর্মঘট কেবল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ডাক দেওয়া হয়েছে । শ্রমিকদের উন্নতির জন্য নয় ।"

দুর্গাপুর, 6 জানুয়ারি: আগামী 8 জানুয়ারি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে । ওই ধর্মঘটকে প্রতিহত করতে আজ দুর্গাপুরে ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে সভার আয়োজন করা হয় । দুর্গাপুরের ইস্পাত কারখানার সামনে শ্রমিকদের আহ্বান জানানো হয় । সেখানে প্রায় শ'খানেক শ্রমিক জমা হয়েছিলেন ।

আগামী বুধবার কেন্দ্রীয় বামপন্থী শ্রমিক সংগঠন, INTUC, HMS এবং আরও কয়েকটি শ্রমিক সংগঠন মিলে ভারত ধর্মঘটের ডাক দিয়েছে । এই ধর্মঘটে 12 দফা দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারের শিল্পনীতির বিরুদ্ধাচারণের প্রতিবাদ করবে ।

ধর্মঘটের প্রতিবাদে দুর্গাপুরে BMS

আজকের পথসভায় শ্রমিকরা একত্রিত হয়ে জানান, 8 জানুয়ারি কারখানায় সময় মতো এসে কাজ করব । উৎপাদনে কোনও ত্রুটি রাখব না । এছাড়া দুর্গাপুর স্টিল প্ল্যান্টের BMS সাধারণ সম্পাদক অরূপকুমার রায় এই ধর্মঘটের প্রতিবাদে বলেন, "এই ধর্মঘট কেবল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ডাক দেওয়া হয়েছে । শ্রমিকদের উন্নতির জন্য নয় ।"

Intro:আগামী 28 জানুয়ারি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো ডাকে সারা ভারত ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তা প্রতিহত করতে আজ দুর্গাপুর ইস্পাত কারখানার সামনে ইস্পাত শ্রমিকদের আহ্বান জানানো হলো বিজেপির শ্রমিক সংগঠন বি এম এস এর পক্ষ থেকে। কেন্দ্রীয় বামপন্থী শ্রমিক সংগঠন গুলির সহ আইএনটিটিইউসি, এইচ এম এস এবং আরো বেশ কয়েকটি শ্রমিক সংগঠন 12 দফা দাবির ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের শিল্পনীতির বিরুদ্ধাচারণ করে 8 ই জানুয়ারি সারা ভারত ধর্মঘটের ডাক দেয়। এই ধর্মঘট ব্যর্থ করতে বিএমএস এর এর পক্ষ থেকে দুর্গাপুর ইস্পাত কারখানার শ্রমিকদের কে আহ্বান জানানো হয়। সোমবার সকালেই রাষ্ট্রায়াত্ত এই কারখানার মূল গেটের সামনে ধর্মঘটের কুপ্রভাব সম্পর্কে বিস্তারিত জানান নেতারা।এই ধর্মঘটে দেশের ও শ্রমিকদের ক্ষতি সম্পর্কে জানান বিএমএস নেতারা।Body:গConclusion:হ
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.