দুর্গাপুর, 5মে : দুর্গাপুরে কাঁকসা তিন নম্বর কলোনিতে বাড়ি ছাড়া কুড়িটি বিজেপি পরিবার । নির্বাচনের ফলপ্রকাশের পর থেকেই নানান ভাবে এলাকায় বিজেপির সমর্থকদের বাড়িতে হামলা ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । এই পরিস্থিতিতে বাড়ি ছেড়ে কাঁকসা থানায় গিয়ে আশ্রয় নিয়েছে পরিবারগুলি ৷
আরও পড়ুন : রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে ধরনা বিজেপির
বিজেপি সমর্থকদের অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় বাড়ি বাড়ি ঢুকে অত্যাচার করছে ৷ নানাভাবে বিজেপি কর্মীদের বাড়ির সদস্যদের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকি বাড়ির মহিলাদেরকেও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা । এলাকা জুড়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে কাঁকসার কুড়িটি বিজেপি সদস্যের পরিবার ৷ বাধ্য হয়ে বুধবার কাঁকসা থানার দারস্থ হয়েছেন তাঁরা ৷ সেখানে পরিবারের সদস্যদের নিয়ে ভিড় করেন তাঁরা ৷ পুলিশের কাছে সহযোগিতা চেয়েছেন বিজেপি কর্মীরা ৷ তাঁদের দাবি, পুলিশ প্রশাসন বিজেপি কর্মীদের পরিবারগুলিকে নিরাপত্তা দিক ৷ কয়েকজন বিজেপি কর্মী প্রাণ সংশয়ের অভিযোগও করেছেন ৷