দুর্গাপুর ,19 নভেম্বর: গোরু পাচার চক্র জড়িত থাকার অভিযোগে BSF কর্তা সতীশ কুমারকে বুধবার আসানসোল CBI আদালতে তোলা হয় ।সেই প্রসঙ্গে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে BJP-র রাজ্য কমিটির সহ-সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় বলেন," গোরু পাচার চক্রের তদন্ত শুরু হয়েছে । এবার দেখবেন, তৃণমূলের প্রথম সারির অনেক নেতার নাম উঠে আসবে গোরু পাচার কাণ্ডে। শুধু তাই নয় বেআইনি কয়লা, বালিতেও তৃণমূল নেতাদের নাম আসবে ।" এর পরেই রাজু বন্দ্যোপাধ্যায় আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারিকে কটাক্ষ করে বলেন," তিনি এখনও জেলে যাননি? তার তো জেলে থাকার কথা। অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক মাফিয়াদের নিয়ে এতদিন পর্যন্ত চলাফেরা করত। এদের গ্রহণযোগ্যতা একেবারে শেষ হয়ে গেছে।"
ভারত-বাংলাদেশ সীমান্তে গোরু পাচারের মামলায় তদন্তে অসহযোগিতার অভিযোগে গ্রেপ্তার করা হয় BSF কমান্ডান্ট সতীশ কুমারকে ৷ তাঁকে 14 দিনের CBI হেপাজতের নির্দেশ দেয় আসানসোল CBI আদালত। বুধবার তাঁকে আসানসোল CBI কোর্টে তোলা হয়। দীর্ঘ শুনানির পর বিচারক জয়শ্রী বন্দ্যোপাধ্যায় অভিযুক্তকে CBI হেপাজতের নির্দেশ দেন। সতীশ কুমার যখন মালদাতে 2015-17 সাল পর্যন্ত BSF কমান্ডান্ট হিসেবে দায়িত্বে থাকার সময় তিনি গোরু পাচারকারীদের সঙ্গে জড়িয়ে যান বলে অভিযোগ ৷ সেই সময় তাঁর শ্বশুর তথা রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট ট্রেজ়ারার বাদলকৃষ্ণ স্যানালের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 12.8 কোটি টাকা জমা পড়ে বলে জানা যায়। এই টাকার উৎস বিযয়ে সতীশ কুমার কিছু জানাতে পারেননি ৷ গোরু পাচারকারী এনামূল হক গ্রেপ্তার হওয়ার পরেই পাচার চক্রের সঙ্গে সতীশ কুমারের যোগসূত্র সামনে আসে। রাজ্যের সীমান্ত দিয়ে গোরু পাচারের ঘটনা বাড়ছে ৷ এই বিষয়ে রাজ্য পুলিশের বিযয়েও নানা অভিযোগ উঠেছে ৷ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গাড়িতে করে গোরু নিয়ে যাবার সময় পুলিশ টাকার বিনিময়ে পাচারকারীদের ছেড়ে দেয় বলে অভিযোগ ৷
ওয়াকিবহাল মহলের দাবি, এই বিযয়ে তদন্ত আরও এগোলে অনেক রাঘব বোয়ালের নাম বেড়িয়ে আসবে ৷এই বিযয়ে কিছুদিন আগে রাজ্যের শাসক দলকে সমালোচনা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা লোকসভার কংগ্রেস দলনেতা অধীর চৌধুরি ৷ তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার গোরু, কয়লা ও বালি পাচারে জড়িত বলে অভিযোগ করেন। বুধবার উত্তর 24 পরগনার বাদুড়িয়ার দলীয় জনসভার শেষে এই অভিযোগ করেন অধীর। আজ BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ও গোরু, কয়লা ও বালি পাচার চক্রের সঙ্গে তৃণমূলের যোগের কথা অভিযোগ করেন ৷