ETV Bharat / city

দুর্গাপুরে স্টোনম্যান ? - সেলুন

ইস্পাত নগরীর বি-জোনে রয়েছে চণ্ডীদাস বাজার ৷ সেই বাজারেই একটি । গরমের কারণে রাতে দোকানের বাইরে শুয়ে ছিলেন তিনি । প্রায় দেড়টা নাগাদ ঘুমন্ত অবস্থায় কর্পুরী ঠাকুরের মাথায় ভারি পাথর দিয়ে আঘাত করা হয় । ব্যাথা পেয়ে উঠে বসেন তিনি ৷ দেখেন মাথা থেকে গড়াচ্ছে রক্ত ৷ বিষয়টি নিয়ে কর্পুরী ঠাকুর থানায় অভিযোগ দায়ের করেন ৷ তদন্তে পুলিশ ।

durgapur
দুর্গাপুর
author img

By

Published : Apr 13, 2020, 5:23 PM IST

দুর্গাপুর, 13 এপ্রিল: গরমের কারণে দোকানের বাইরে ঘুমাচ্ছিলেন চণ্ডীদাস বাজারের এক সেলুন মালিক । গভীর রাতে আচমকা মাথায় জোরালো আঘাত পেয়ে উঠে পড়েন । দেখেন রক্ত গড়াচ্ছে মাথা দিয়ে । আশপাশে শুয়ে থাকা দু-চারজনকে ডেকে নিয়ে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে যান ৷ ঘটনার পর প্রশ্ন উঠেছে এটা কোনও মদ্যপের কাজ ? অথবা কোনও পরিচিতর ষড়ষন্ত্র ? নাকি কোনও স্টোন ম্যান ? তদন্তে পুলিশ ।

ইস্পাত নগরীর বি-জোনে রয়েছে চণ্ডীদাস বাজার ৷ সেই বাজারেই একটি সেলুন আছে কর্পুরী ঠাকুর নামে এক ব্যক্তির । গরম পড়েছে বলে গতরাতে দোকানের বাইরে শুয়েছিলেন তিনি । প্রায় দেড়টা নাগাদ ঘুমন্ত কর্পূরীর মাথায় ভারি পাথর দিয়ে আঘাত করা হয় । ব্যথা পেয়ে উঠে বসেন তিনি ৷ দেখেন মাথা থেকে গড়াচ্ছে রক্ত ৷ ভালো করে আশপাশটা দেখেন যে কেউ আছে নাকি ৷ তবে কাউকে দেখতে পাননি । আশপাশের লোককে ডাকেন ৷ তাঁরা রক্তাক্ত কর্পুরী ঠাকুরকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে গেলে তাঁর মাথায় 10টি সেলাই পড়ে । বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়৷

তদন্তে নামে পুলিশ ৷ পাশের দোকানে থাকা CCTV তে একজন ব্যাক্তিকে হাতে বড় পাথর নিয়ে আসতে দেখা যায় ৷ তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তিকে চিহ্নিত করা যায়নি ৷ এই বিষয়ে DC (পূর্ব) অভিষেক গুপ্তা জানান,"তদন্ত শুরু হয়েছে । ওই ব্যক্তির কোনও শত্রু নেই । মদ্যপদের কাজ হতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে ।" যদিও বিষয়টি নিয়ে কর্পুরী বাবু বলছেন ,"আমি দীর্ঘদিন আছি এই বাজারে । আমার কোনও শত্রু নেই । কে করল কিছুই বুঝতে পারছি না ৷ আতঙ্কিত আমি ।

ঘটনার পর থেকে উঠে আসছে অনেক প্রশ্ন ৷ কে ওই স্টোনম্যান ? ভারি পাথর দিয়ে কি তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল ? নাকি কোনও মদ্যপের কাজ ? নাকি পরিচিত কেউ ? সবচেয়ে বড় প্রশ্ন, দুর্গাপুরে স্টোনম্যান এল ? পুলিশ তদন্ত করছে ৷ খতিয়ে দেখা হচ্ছে CCTV ফুটেজ ।

দুর্গাপুর, 13 এপ্রিল: গরমের কারণে দোকানের বাইরে ঘুমাচ্ছিলেন চণ্ডীদাস বাজারের এক সেলুন মালিক । গভীর রাতে আচমকা মাথায় জোরালো আঘাত পেয়ে উঠে পড়েন । দেখেন রক্ত গড়াচ্ছে মাথা দিয়ে । আশপাশে শুয়ে থাকা দু-চারজনকে ডেকে নিয়ে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে যান ৷ ঘটনার পর প্রশ্ন উঠেছে এটা কোনও মদ্যপের কাজ ? অথবা কোনও পরিচিতর ষড়ষন্ত্র ? নাকি কোনও স্টোন ম্যান ? তদন্তে পুলিশ ।

ইস্পাত নগরীর বি-জোনে রয়েছে চণ্ডীদাস বাজার ৷ সেই বাজারেই একটি সেলুন আছে কর্পুরী ঠাকুর নামে এক ব্যক্তির । গরম পড়েছে বলে গতরাতে দোকানের বাইরে শুয়েছিলেন তিনি । প্রায় দেড়টা নাগাদ ঘুমন্ত কর্পূরীর মাথায় ভারি পাথর দিয়ে আঘাত করা হয় । ব্যথা পেয়ে উঠে বসেন তিনি ৷ দেখেন মাথা থেকে গড়াচ্ছে রক্ত ৷ ভালো করে আশপাশটা দেখেন যে কেউ আছে নাকি ৷ তবে কাউকে দেখতে পাননি । আশপাশের লোককে ডাকেন ৷ তাঁরা রক্তাক্ত কর্পুরী ঠাকুরকে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে গেলে তাঁর মাথায় 10টি সেলাই পড়ে । বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়৷

তদন্তে নামে পুলিশ ৷ পাশের দোকানে থাকা CCTV তে একজন ব্যাক্তিকে হাতে বড় পাথর নিয়ে আসতে দেখা যায় ৷ তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তিকে চিহ্নিত করা যায়নি ৷ এই বিষয়ে DC (পূর্ব) অভিষেক গুপ্তা জানান,"তদন্ত শুরু হয়েছে । ওই ব্যক্তির কোনও শত্রু নেই । মদ্যপদের কাজ হতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে ।" যদিও বিষয়টি নিয়ে কর্পুরী বাবু বলছেন ,"আমি দীর্ঘদিন আছি এই বাজারে । আমার কোনও শত্রু নেই । কে করল কিছুই বুঝতে পারছি না ৷ আতঙ্কিত আমি ।

ঘটনার পর থেকে উঠে আসছে অনেক প্রশ্ন ৷ কে ওই স্টোনম্যান ? ভারি পাথর দিয়ে কি তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল ? নাকি কোনও মদ্যপের কাজ ? নাকি পরিচিত কেউ ? সবচেয়ে বড় প্রশ্ন, দুর্গাপুরে স্টোনম্যান এল ? পুলিশ তদন্ত করছে ৷ খতিয়ে দেখা হচ্ছে CCTV ফুটেজ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.