ETV Bharat / city

ইভটিজ়িং রুখতে পুলিশের পাতা ফাঁদে ধৃত ৫ 'স্ট্রিট রোমিও'

পরনে টি-শার্ট ও জিন্স ৷ চুল খোলা ৷ দেখলে বোঝার কোনও উপায় নেই যে তাঁরা মহিলা পুলিশ কনস্টেবল ৷ তাঁদের পাতা ফাঁদে পা দিতেই গ্রেপ্তার পাঁচ রোমিও ৷

street Romeo
স্ট্রীট রোমিও
author img

By

Published : Feb 18, 2020, 12:04 AM IST

কাঁকসা, 17 ফেব্রুয়ারি : পুলিশের পাতা ফাঁদে পা-দিয়ে কাঁকসাতে পাঁচ 'স্ট্রিট রোমিও' ধরা পড়ল পুলিশের জালে । কাঁকসা থানার পানাগড় বাজার হিন্দি হাইস্কুল ও কাঁকসা উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে ছাত্রীদের প্রতিদান নানারকম কটূক্তি করার অভিযোগ দীর্ঘদিনের । পুলিশ সেখানে কয়েকবার গিয়েও কোনও ফল হয়নি । পুলিশের গাড়ি দেখলেই 'রোমিও'-রা পগারপার । 'স্ট্রিট রোমিওদের' হাতেনাতে ধরতে পাতা হয় ফাঁদ ।

সোমবার কাঁকসা থানার কয়েকজন মহিলা কনস্টেবল মেক-আপ নিয়ে স্কুলের রাস্তায় হাঁটতে থাকেন । তাঁদের দেখেই আনন্দে আপ্লুত রোমিওরা শুরু করে শিস দেওয়া । ওই মহিলাদের উদ্দেশ্যে উড়ে আসে কটূক্তি । বাইক নিয়ে তাঁদের পাশে এসে দাঁড়াতেই স্কুলের সামনে হাতে নাতে পাঁচজন 'স্ট্রিট রোমিও'-কে পাকড়াও করে মহিলা পুলিশকর্মীরা । দীর্ঘদিন ধরে এরাই ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছে । আজ এদের বিরুদ্ধে পুলিশ কড়া ব্যাবস্থা নেওয়ার কারণে খুশি কাঁকসা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা থেকে ছাত্রীরা ।

আজ কাঁকসা থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয় এবার থেকে ধারাবাহিক ভাবে মেয়েদের বিভিন্ন স্কুলে এই ধরনের অভিযান চলবে পুলিশ । কাল থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা । স্কুলগুলির সামনে আরও বেশি করে পুলিশি নিরাপত্তা দেওয়ার কথাও জানানো হয় পুলিশের তরফে । আপাতত পুলিশি খাঁচায় আটক ওই পাঁচ স্ট্রিট রোমিও । তাদের অভিভাবকদের ডাকা হবে বলেও জানিয়েছে পুলিশ । তবে ছাত্রীদের উদ্দেশ্যে ইভটিজ়িং রুখতে কাঁকসা থানার পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ।

কাঁকসা, 17 ফেব্রুয়ারি : পুলিশের পাতা ফাঁদে পা-দিয়ে কাঁকসাতে পাঁচ 'স্ট্রিট রোমিও' ধরা পড়ল পুলিশের জালে । কাঁকসা থানার পানাগড় বাজার হিন্দি হাইস্কুল ও কাঁকসা উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে ছাত্রীদের প্রতিদান নানারকম কটূক্তি করার অভিযোগ দীর্ঘদিনের । পুলিশ সেখানে কয়েকবার গিয়েও কোনও ফল হয়নি । পুলিশের গাড়ি দেখলেই 'রোমিও'-রা পগারপার । 'স্ট্রিট রোমিওদের' হাতেনাতে ধরতে পাতা হয় ফাঁদ ।

সোমবার কাঁকসা থানার কয়েকজন মহিলা কনস্টেবল মেক-আপ নিয়ে স্কুলের রাস্তায় হাঁটতে থাকেন । তাঁদের দেখেই আনন্দে আপ্লুত রোমিওরা শুরু করে শিস দেওয়া । ওই মহিলাদের উদ্দেশ্যে উড়ে আসে কটূক্তি । বাইক নিয়ে তাঁদের পাশে এসে দাঁড়াতেই স্কুলের সামনে হাতে নাতে পাঁচজন 'স্ট্রিট রোমিও'-কে পাকড়াও করে মহিলা পুলিশকর্মীরা । দীর্ঘদিন ধরে এরাই ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছে । আজ এদের বিরুদ্ধে পুলিশ কড়া ব্যাবস্থা নেওয়ার কারণে খুশি কাঁকসা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা থেকে ছাত্রীরা ।

আজ কাঁকসা থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয় এবার থেকে ধারাবাহিক ভাবে মেয়েদের বিভিন্ন স্কুলে এই ধরনের অভিযান চলবে পুলিশ । কাল থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা । স্কুলগুলির সামনে আরও বেশি করে পুলিশি নিরাপত্তা দেওয়ার কথাও জানানো হয় পুলিশের তরফে । আপাতত পুলিশি খাঁচায় আটক ওই পাঁচ স্ট্রিট রোমিও । তাদের অভিভাবকদের ডাকা হবে বলেও জানিয়েছে পুলিশ । তবে ছাত্রীদের উদ্দেশ্যে ইভটিজ়িং রুখতে কাঁকসা থানার পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.