ETV Bharat / city

মানসিক অবসাদেই কি মেয়েকে খুন করে আত্মঘাতী ব্যক্তি ! দুর্গাপুরের ঘটনা

পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখতে পায় ফ্যানের সঙ্গে ঝুলছে নৃপেন্দুবাবুর দেহ ৷ আর বাথরুমের ভেতর থেকে উদ্ধার হয় নেহার দেহ ।

durgapur
durgapur
author img

By

Published : Jul 23, 2020, 4:45 AM IST

দুর্গাপুর, 23 জুলাই : বন্ধ ঘর থেকে উদ্ধার বাব-মেয়ের দেহ । পুলিশের অনুমান মানসিক অবসাদে মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি । ঘটনাস্থান থেকে পাওয়া গিয়েছে সুইসাইড নোট । দুর্গাপুরের কাঁকসা থানার বামুনাড়া সি-ব্লকের বিবেকানন্দ পার্ক এলাকার ঘটনা ৷ ঘটনাস্থানে যায় ACP(কাঁকসা) শাশ্বতীশ্বেতা সামন্ত সহ মলানদিঘী ফাঁড়ির পুলিশ ।

বিবেকানন্দ পার্কেও বাড়িতে বিশেষভাবে সক্ষম 15 বছরের মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকতেন বছর 49-এর নৃপেন্দু চক্রবর্তী ৷ প্রতিবেশীরা জানিয়েছে পেশায় ব্যাবসায়ী নৃপেন্দুবাবু তাঁর একমাত্র মেয়ে নেহার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ছিলেন৷ সাম্প্রতি অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী রিনা চক্রবর্তীও ৷ স্ত্রীর অসুস্থ মেয়ের এই অবস্থার তার উপর লকডাউন এই সমস্ত কারণে দিন দিন অবসাদগ্রস্ত হয়ে পড়েন নৃপেন্দুবাবু । মুচিপাড়ায় তার দশকর্মার একটি দোকান রয়েছে । সম্প্রতি অসুস্থতার কারণে স্ত্রী রিনা চক্রবর্তী কয়েকদিন ধরেই দুর্গাপুর থানা এলাকার গল্ফনগরে বাপের বাড়িতে ছিলেন ।

পুলিশের অনুমান মঙ্গলবার দোকান থেকে ফিরে নৃপেন্দুবাবু নেহাকে বাথরুমে নিয়ে গিয়ে খুন করেন তারপরই নিজে আত্মঘাতী হন । প্রতিবেশীরা গতকাল সারাদিন দরজা বন্ধ দেখেন । অন্যদিকে রিনা বাপের বাড়ি থেকেও ফোন করতে থাকে কিন্তু ফোনের উত্তর না পাওয়ায় গতকাল বিকেলেই বাড়িতে আসেন রিনা । বাড়ি ফিরে দেখেন ভেতর থেকে বন্ধ দরজা ৷ অথচা ডাকাডাকির পরও কোনও সারা শব্দ নেয় ৷ পুলিশে খবর দেওয়া হয় ৷ ঘটনাস্থানে পৌঁছায় মলানদিঘী ফাঁড়ির পুলিশ । পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখতে পায় ফ্যানের সঙ্গে ঝুলছে নৃপেন্দুবাবুর দেহ ৷ আর বাথরুমের ভেতর থেকে উদ্ধার হয় নেহার দেহ । ওই ঘর থেকেই মিলেছে একটি সুইসাইড নোটও ।

ACP(কাঁকসা) শাশ্বতীশ্বেতা সামন্ত বলেন, "সুইসাইড নোটের লেখা মিলিয়ে দেখার পর আমাদের প্রাথমিক অনুমান মানসিক অবসাদে নৃপেন্দু চক্রবর্তী তাঁর মেয়েকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন । তবে ময়না তদন্তের রিপোর্টে বিষয়টি পরিষ্কার জানা যাবে । আমরা তদন্ত করছি।"

দুর্গাপুর, 23 জুলাই : বন্ধ ঘর থেকে উদ্ধার বাব-মেয়ের দেহ । পুলিশের অনুমান মানসিক অবসাদে মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি । ঘটনাস্থান থেকে পাওয়া গিয়েছে সুইসাইড নোট । দুর্গাপুরের কাঁকসা থানার বামুনাড়া সি-ব্লকের বিবেকানন্দ পার্ক এলাকার ঘটনা ৷ ঘটনাস্থানে যায় ACP(কাঁকসা) শাশ্বতীশ্বেতা সামন্ত সহ মলানদিঘী ফাঁড়ির পুলিশ ।

বিবেকানন্দ পার্কেও বাড়িতে বিশেষভাবে সক্ষম 15 বছরের মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকতেন বছর 49-এর নৃপেন্দু চক্রবর্তী ৷ প্রতিবেশীরা জানিয়েছে পেশায় ব্যাবসায়ী নৃপেন্দুবাবু তাঁর একমাত্র মেয়ে নেহার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ছিলেন৷ সাম্প্রতি অসুস্থ হয়ে পড়েন তাঁর স্ত্রী রিনা চক্রবর্তীও ৷ স্ত্রীর অসুস্থ মেয়ের এই অবস্থার তার উপর লকডাউন এই সমস্ত কারণে দিন দিন অবসাদগ্রস্ত হয়ে পড়েন নৃপেন্দুবাবু । মুচিপাড়ায় তার দশকর্মার একটি দোকান রয়েছে । সম্প্রতি অসুস্থতার কারণে স্ত্রী রিনা চক্রবর্তী কয়েকদিন ধরেই দুর্গাপুর থানা এলাকার গল্ফনগরে বাপের বাড়িতে ছিলেন ।

পুলিশের অনুমান মঙ্গলবার দোকান থেকে ফিরে নৃপেন্দুবাবু নেহাকে বাথরুমে নিয়ে গিয়ে খুন করেন তারপরই নিজে আত্মঘাতী হন । প্রতিবেশীরা গতকাল সারাদিন দরজা বন্ধ দেখেন । অন্যদিকে রিনা বাপের বাড়ি থেকেও ফোন করতে থাকে কিন্তু ফোনের উত্তর না পাওয়ায় গতকাল বিকেলেই বাড়িতে আসেন রিনা । বাড়ি ফিরে দেখেন ভেতর থেকে বন্ধ দরজা ৷ অথচা ডাকাডাকির পরও কোনও সারা শব্দ নেয় ৷ পুলিশে খবর দেওয়া হয় ৷ ঘটনাস্থানে পৌঁছায় মলানদিঘী ফাঁড়ির পুলিশ । পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকতেই দেখতে পায় ফ্যানের সঙ্গে ঝুলছে নৃপেন্দুবাবুর দেহ ৷ আর বাথরুমের ভেতর থেকে উদ্ধার হয় নেহার দেহ । ওই ঘর থেকেই মিলেছে একটি সুইসাইড নোটও ।

ACP(কাঁকসা) শাশ্বতীশ্বেতা সামন্ত বলেন, "সুইসাইড নোটের লেখা মিলিয়ে দেখার পর আমাদের প্রাথমিক অনুমান মানসিক অবসাদে নৃপেন্দু চক্রবর্তী তাঁর মেয়েকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছেন । তবে ময়না তদন্তের রিপোর্টে বিষয়টি পরিষ্কার জানা যাবে । আমরা তদন্ত করছি।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.