ETV Bharat / city

টিকা নিয়ে দুর্গাপুরে অসুস্থ 3 স্বাস্থ্যকর্মী, বন্ধ টিকাকরণ

author img

By

Published : Jan 21, 2021, 8:43 PM IST

31 জন স্বাস্থ্যকর্মীকে কোরোনা টিকা দেওয়া হয় বৃহস্পতিবার । যদিও টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন 3 জন ৷ তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।

3-health-workers-sick-at-durgapur-after-taking-corona-vaccine
3-health-workers-sick-at-durgapur-after-taking-corona-vaccine

দুর্গাপুর, 21 জানুয়ারি: দুর্গাপুরে টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়লেন 3 জন স্বাস্থ্যকর্মী ৷ দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে দুর্গাপুর নগরনিগমের স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া চলছিল ৷ সেখানে টিকা নেওয়া পরেই অসুস্থ হন 3 জন স্বাস্থ্যকর্মী ৷ তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । এরপর ওই কেন্দ্রে বন্ধ করা হল প্রতিষেধক দেওয়ার কাজ । ঘটনার পর দুর্গাপুর নগরনিগমের স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ সদস্য রাখি তিওয়ারি জানান, আপাতত বন্ধ থাকছে টিকাকরণ ৷ জেলা স্বাস্থ্য দপ্তরের অনুমোদন পেলে ফের শুরু হবে ।

দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে 16 জানুয়ারি থেকেই কোরোনার টিকা দেওয়া শুরু হয়েছে । 31 জন স্বাস্থ্যকর্মীকে কোরোনা টিকা দেওয়া হয় বৃহস্পতিবার সকালে । যদিও টিকা নেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন 3 জন স্বাস্থকর্মী ৷ দ্রুত তাঁদের অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ।

আরও পড়ুন: দ্বিতীয় পর্বে কোরোনার টিকা নেবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা : সূত্র

টিকাকরণের দায়িত্বে থাকা দুর্গাপুর নগরনিগমের স্বাস্থ্য অধিকারিক জানান, অসুস্থ 3 জন স্বাস্থকর্মীর মাথা ঘুরছিল ৷ শারীরিক সম্যসা দেখা দেওয়ায় তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়া এক স্বাস্থ্যকর্মীর ছেলে ধনঞ্জয় দাস কোরোনার টিকাকরণের দায়িত্বে থাকা চিকিৎসকদের উপর ক্ষোভ উগরে দেন ৷ ধনঞ্জয় দাস অভিযোগ করেন, "টিকা দেওয়ার সময় গাফিলতির কারণে এই ধরনের ঘটনা ঘটেছে ৷"

টিকা নিয়ে অসুস্থ স্বাস্থ্যকর্মীর মা, ক্ষোভ উগরে দিল ছেলে ৷

গোটা ঘটনায় স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । যার জেরে আপাতত প্রতিষেধক দেওয়ার কাজ ৷

দুর্গাপুর, 21 জানুয়ারি: দুর্গাপুরে টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়লেন 3 জন স্বাস্থ্যকর্মী ৷ দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে দুর্গাপুর নগরনিগমের স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া চলছিল ৷ সেখানে টিকা নেওয়া পরেই অসুস্থ হন 3 জন স্বাস্থ্যকর্মী ৷ তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । এরপর ওই কেন্দ্রে বন্ধ করা হল প্রতিষেধক দেওয়ার কাজ । ঘটনার পর দুর্গাপুর নগরনিগমের স্বাস্থ্য দপ্তরের মেয়র পারিষদ সদস্য রাখি তিওয়ারি জানান, আপাতত বন্ধ থাকছে টিকাকরণ ৷ জেলা স্বাস্থ্য দপ্তরের অনুমোদন পেলে ফের শুরু হবে ।

দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে 16 জানুয়ারি থেকেই কোরোনার টিকা দেওয়া শুরু হয়েছে । 31 জন স্বাস্থ্যকর্মীকে কোরোনা টিকা দেওয়া হয় বৃহস্পতিবার সকালে । যদিও টিকা নেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েন 3 জন স্বাস্থকর্মী ৷ দ্রুত তাঁদের অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ।

আরও পড়ুন: দ্বিতীয় পর্বে কোরোনার টিকা নেবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা : সূত্র

টিকাকরণের দায়িত্বে থাকা দুর্গাপুর নগরনিগমের স্বাস্থ্য অধিকারিক জানান, অসুস্থ 3 জন স্বাস্থকর্মীর মাথা ঘুরছিল ৷ শারীরিক সম্যসা দেখা দেওয়ায় তাঁদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়া এক স্বাস্থ্যকর্মীর ছেলে ধনঞ্জয় দাস কোরোনার টিকাকরণের দায়িত্বে থাকা চিকিৎসকদের উপর ক্ষোভ উগরে দেন ৷ ধনঞ্জয় দাস অভিযোগ করেন, "টিকা দেওয়ার সময় গাফিলতির কারণে এই ধরনের ঘটনা ঘটেছে ৷"

টিকা নিয়ে অসুস্থ স্বাস্থ্যকর্মীর মা, ক্ষোভ উগরে দিল ছেলে ৷

গোটা ঘটনায় স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে । যার জেরে আপাতত প্রতিষেধক দেওয়ার কাজ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.