ETV Bharat / city

আমাদের সময়ও সার্জিকাল স্ট্রাইক হয়েছে, রাজনীতি করিনি : জয়রাম রমেশ - election campaign

"মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন 5 থেকে 6 বার সার্জিকাল স্ট্রাইক হয়েছে। কিন্তু কংগ্রেস কখনও তা নিয়ে মোদি সরকারের মতো রাজনীতি করেনি । " বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রণজিত মুখার্জির সমর্থনে প্রচারে এসে এই মন্তব্য করলেন জয়রাম রমেশ । সেইসঙ্গে তিনি বলেন, "2019-নরেন্দ্র মোদি সরকার ফিনিশ ও 2021- দিদির সরকার ফিনিশ ।"

জয়রাম রমেশ
author img

By

Published : Apr 26, 2019, 11:00 PM IST

Updated : Apr 26, 2019, 11:17 PM IST

দুর্গাপুর, 26 এপ্রিল: "2019-নরেন্দ্র মোদি সরকার ফিনিশ ও 2021- দিদির সরকার ফিনিশ ।" বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রণজিত মুখার্জির সমর্থনে দুর্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ । আজ তিনি কেন্দ্রের মোদি ও রাজ্যের মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে একযোগে তোপ দাগেন ।

তিনি আরও বলেন, "এখনও পর্যন্ত 302টি আসনে নির্বাচন হয়ে গেছে । যা খবর পাচ্ছি তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর ক্ষমতায় আসছে না । সময় এসে গেছে নরেন্দ্র মোদিকে ভারতের জনতা গুডবাই বলবে । 2014 সালে মোদি যখন ক্ষমতায় এসেছিলেন তখন তিনি বলেছিলেন তিনি ভারতের 3D প্রধানমন্ত্রী । ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট এবং ডেস্টিনি । 5 বছর পর ভারতের মানুষ জানতে পেরেছেন মোদি সত্যিই 3 D প্রধানমন্ত্রী । ধোঁকা, ধমকি আর ড্রামাবাজি । "

ভিডিয়োয় দেখুন

মোদি সরকার পাকিস্তান ও সন্ত্রাসবাদ দমন প্রসঙ্গে পূর্ববর্তী কংগ্রেস সরকারকে 'সফট সরকার' বলে কাঠগোড়ায় দাঁড় করিয়েছিল । আজ তারই উত্তর দিতে গিয়ে জয়রাম রমেশ বলেন, "এর আগে পাকিস্তানকে দু'টুকরো কারা করেছিল? 1971 এর যুদ্ধে পাকিস্তানকে কারা হারিয়েছিল? মনমোহন সিং সরকারে সময়ে 5 থেকে 6 বার সার্জিকাল স্ট্রাইক হয়েছে । আসলে আমরা সার্জিকাল স্ট্রাইক নিয়ে কখনও রাজনীতি করিনি । পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সার্টিফিকেট কাকে দিয়েছেন ? ইমরান খান তো বলেছেন তাঁরা খুব খুশি হবেন যদি মোদি আবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন। তিনি রাহুল গান্ধির নাম কিন্তু বলেননি ।"

অন্যদিকে, মমতা ব্যানার্জিকে আক্রমণ করে তিনি মন্তব্য করেন, মমতা ব্যানার্জি RSS সম্পর্কে অনেক কিছু জানেন । কারণ তিনি একসময় NDA-এর জোট শরিক ছিলেন । NDA জামানায় তিনি রেলমন্ত্রীও ছিলেন । তবে তিনি এটাও উল্লেখ করতে ভোলেননি যে নির্বাচন শেষে যদি দেশে কংগ্রেসের নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ অ-BJP জোট সরকার তৈরি হয় তবে সেই সরকারে মমতা ব্যানার্জি আসতে চাইলে তাঁকে অবশ্যই স্বাগত জানানো হবে ।

দুর্গাপুর, 26 এপ্রিল: "2019-নরেন্দ্র মোদি সরকার ফিনিশ ও 2021- দিদির সরকার ফিনিশ ।" বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রণজিত মুখার্জির সমর্থনে দুর্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ । আজ তিনি কেন্দ্রের মোদি ও রাজ্যের মমতা ব্যানার্জির সরকারের বিরুদ্ধে একযোগে তোপ দাগেন ।

তিনি আরও বলেন, "এখনও পর্যন্ত 302টি আসনে নির্বাচন হয়ে গেছে । যা খবর পাচ্ছি তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর ক্ষমতায় আসছে না । সময় এসে গেছে নরেন্দ্র মোদিকে ভারতের জনতা গুডবাই বলবে । 2014 সালে মোদি যখন ক্ষমতায় এসেছিলেন তখন তিনি বলেছিলেন তিনি ভারতের 3D প্রধানমন্ত্রী । ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট এবং ডেস্টিনি । 5 বছর পর ভারতের মানুষ জানতে পেরেছেন মোদি সত্যিই 3 D প্রধানমন্ত্রী । ধোঁকা, ধমকি আর ড্রামাবাজি । "

ভিডিয়োয় দেখুন

মোদি সরকার পাকিস্তান ও সন্ত্রাসবাদ দমন প্রসঙ্গে পূর্ববর্তী কংগ্রেস সরকারকে 'সফট সরকার' বলে কাঠগোড়ায় দাঁড় করিয়েছিল । আজ তারই উত্তর দিতে গিয়ে জয়রাম রমেশ বলেন, "এর আগে পাকিস্তানকে দু'টুকরো কারা করেছিল? 1971 এর যুদ্ধে পাকিস্তানকে কারা হারিয়েছিল? মনমোহন সিং সরকারে সময়ে 5 থেকে 6 বার সার্জিকাল স্ট্রাইক হয়েছে । আসলে আমরা সার্জিকাল স্ট্রাইক নিয়ে কখনও রাজনীতি করিনি । পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সার্টিফিকেট কাকে দিয়েছেন ? ইমরান খান তো বলেছেন তাঁরা খুব খুশি হবেন যদি মোদি আবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন। তিনি রাহুল গান্ধির নাম কিন্তু বলেননি ।"

অন্যদিকে, মমতা ব্যানার্জিকে আক্রমণ করে তিনি মন্তব্য করেন, মমতা ব্যানার্জি RSS সম্পর্কে অনেক কিছু জানেন । কারণ তিনি একসময় NDA-এর জোট শরিক ছিলেন । NDA জামানায় তিনি রেলমন্ত্রীও ছিলেন । তবে তিনি এটাও উল্লেখ করতে ভোলেননি যে নির্বাচন শেষে যদি দেশে কংগ্রেসের নেতৃত্বাধীন ধর্মনিরপেক্ষ অ-BJP জোট সরকার তৈরি হয় তবে সেই সরকারে মমতা ব্যানার্জি আসতে চাইলে তাঁকে অবশ্যই স্বাগত জানানো হবে ।

Intro:""2019 -নরেন্দ্র মোদি ফিনিশ, 2021- দিদির সরকার ফিনিশ""- দুর্গাপুরে সাংবাদিক সম্মেলন করতে এসে এমন কথা দিয়েই শুরু করলেন প্রাক্তন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রনজিত মুখোপাধ্যায় এর সমর্থনে আজ প্রচারে আসেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের প্রথম সারির নেতা জয়রাম রমেশ। তিনি দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে বিমানে নামার পর দুর্গাপুরের স্টিল মার্কেটে কংগ্রেসের দলীয় কার্যালয়ে আসেন। সেখানে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রনজিত মুখোপাধ্যায় কে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করেন।প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী বলেন ""মোদি সরকার কে টাটা বাই বাই জানানোর সময় হয়ে এসেছে। এখনো পর্যন্ত সারাদেশে ৩০২টি আসনে নির্বাচন হয়ে গেছে। মানুষ যা রায় দিয়েছে যা খবর পাচ্ছি তাতে মোদি সরকার আর নয়। 2019 মোদি সরকার ফিনিশ এবং 2021 দিদির সরকার ফিনিশ।"" কেন্দ্রীয় এই মন্ত্রী বলেন," বিজেপি এবং তৃণমূল কংগ্রেস মুদ্রার এপিঠ এবং ওপীঠ।"" এরপরেই মোদি সরকার পাকিস্তান প্রসঙ্গে কংগ্রেস সরকার কে"" সফট সরকার"" বলে যে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল তার উত্তর দিতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ""এর আগে পাকিস্তানকে দু টুকরো করে ছিল কারা? ১৯৭১ এর যুদ্ধের পাকিস্তানকে হারিয়ে ছিল কারা? মনমোহন সিংয়ের সরকারের সময় কালে পাঁচ থেকে ছয় বার সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে। পাকিস্তান থেকে বাংলাদেশ কে আলাদা করেছিল কংগ্রেস আর কেন্দ্রের মোদি সরকারের কথা কি বলছেন। ইমরান খান যে সার্টিফিকেট দিয়েছে সেই সার্টিফিকেট কাকে দিয়েছে? ইমরান খান বলেছে আমরা খুব খুশি হব যদি নরেন্দ্র মোদী আবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হন। তিনি রাহুল গান্ধীর নাম বলেননি। আসলে আমরা সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে কখনো রাজনীতি করতে চাইনি।"" সাংবাদিক সম্মেলনে আগাগোড়াই নরেন্দ্র মোদিকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে তোপ দাগেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। কিন্তু শেষে তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কখনো এদিক, কখনো ওদিক করলেও যদি নির্বাচন শেষে এই দেশে কংগ্রেসের নেতৃত্বাধীন যে জোট ধর্মনিরপেক্ষ বিজেপি বিরোধী সরকার প্রতিষ্ঠা করবে তাতে মমতা বন্দোপাধ্যায় আসতে চাইলে তাকে স্বাগতম,স্বাগতম বলেন কেন্দ্রীয় এই প্রাক্তন মন্ত্রী।।।Body:কপিConclusion:কপি
Last Updated : Apr 26, 2019, 11:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.