বর্ধমান, 20 সেপ্টেম্বর : 30 টাকা পাওনা নিয়ে বচসার জেরে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল । পূর্ব বর্ধমানের ঘটনা । মৃত যুবকের নাম শেখ বাদশা (35) । পুলিশ অভিযুক্ত ইসরাফিল শেখকে গ্রেপ্তার করেছে ।
বর্ধমানের হাটুদেওয়ান এলাকায় বাড়ি বাদশা ও ইসরাফিলের । শনিবার ওই দুই যুবক একসঙ্গে বসে মদ্যপান করে । এরপর 30 টাকা পাওনা নিয়ে দু'জনের মধ্যে বচসা বাঁধে । অভিযোগ, সেই সময় বাদশাকে মাটিতে ফেলে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করে ইসরাফিল । বাদশাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হলে সেখানে তাঁর মৃত্যু হয় । পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ।
মৃতের ভাই শেখ কালো বলেন, "ওদের মধ্যে কোনও শত্রুতা ছিল না । গতকাল দু'জনে একসঙ্গে মদ্যপান করে । সেই সময় বাদশার কাছে পাওনা 30 টাকা চায় ইসরাফিল । কিন্তু বাদশার কাছে টাকা না থাকায় সে দিতে পারেনি । এরপর ইসরাফিল ওকে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করে ।"