ETV Bharat / city

কর্মীর হোটেলে আগুন, রাস্তা অবরোধ করে বিক্ষোভে বিজেপি - বিধানসভা নির্বাচন 2021

নিত্যানন্দ দাস হোটেল ব্যবসা করে সংসার চালান । তিনি দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী । অভিযোগ, কিছুদিন ধরেই স্থানীয় তৃণমূল নেতারা তাঁকে দল ছাড়ার জন্য চাপ সৃষ্টি করছিল । আজ সকালে দেখা যায় নিত্যানন্দের হোটেল পুড়ে গেছে ।

রাস্তা অবরোধ করে বিক্ষোভে বিজেপি
রাস্তা অবরোধ করে বিক্ষোভে বিজেপি
author img

By

Published : Mar 17, 2021, 6:30 PM IST

Updated : Mar 17, 2021, 6:52 PM IST

বর্ধমান, 17 মার্চ : বিজেপি কর্মীর হোটেলে আগুন ধরিয়ে দিয়েছে তৃণমূল, এমনই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী সমর্থকরা । অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় বর্ধমান কাটোয়া রোডে ।

বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর এলাকায় নিত্যানন্দ দাস হোটেল ব্যবসা করে সংসার চালান । তিনি দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী । অভিযোগ, কিছুদিন ধরেই স্থানীয় তৃণমূল নেতারা তাঁকে দল ছাড়ার জন্য চাপ সৃষ্টি করছিল । গতকাল সন্ধ্যে নাগাদ ওই এলাকায় বিজেপির কর্মী-সমর্থকরা মিটিং করার জন্য জমায়েত করেন । একই সময় তৃণমূল কংগ্রেস সমর্থকরাও মিটিংয়ের জন্য এলাকায় জমায়েত হয় । অশান্তির আঁচ পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ । ফলে দুই পক্ষই সেখান থেকে সরে যায় । অভিযোগ, এরপরই তৃণমূলের পক্ষ থেকে বিজেপি কর্মীকে হুঁশিয়ারি দেওয়া হয় । আজ সকালে দেখা যায় নিত্যানন্দের হোটেল পুড়ে গেছে । বিজেপির অভিযোগ, নিত্যানন্দ দাস তাঁদের দলের দীর্ঘদিনের কর্মী হওয়ায়, তাঁর উপর চাপ সৃষ্টি করছিল তৃণমূল । বিজেপি ছাড়তে রাজি না হওয়ায় রাতে তাঁর হোটেলে আগুন ধরিয়ে দেওয়া হয় ।

রাস্তা অবরোধ করে বিক্ষোভে বিজেপি

আরও পড়ুন : ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার, ফুটব্রিজের দাবি মেমারিবাসীর

এরই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিজেপি । দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয় । যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে । তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, ঘটনার সঙ্গে কোনওভাবেই তৃণমূল যুক্ত নয় ।

বর্ধমান, 17 মার্চ : বিজেপি কর্মীর হোটেলে আগুন ধরিয়ে দিয়েছে তৃণমূল, এমনই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাল বিজেপি কর্মী সমর্থকরা । অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় বর্ধমান কাটোয়া রোডে ।

বর্ধমান শহরের বাজেপ্রতাপপুর এলাকায় নিত্যানন্দ দাস হোটেল ব্যবসা করে সংসার চালান । তিনি দীর্ঘদিন ধরে বিজেপির সক্রিয় কর্মী । অভিযোগ, কিছুদিন ধরেই স্থানীয় তৃণমূল নেতারা তাঁকে দল ছাড়ার জন্য চাপ সৃষ্টি করছিল । গতকাল সন্ধ্যে নাগাদ ওই এলাকায় বিজেপির কর্মী-সমর্থকরা মিটিং করার জন্য জমায়েত করেন । একই সময় তৃণমূল কংগ্রেস সমর্থকরাও মিটিংয়ের জন্য এলাকায় জমায়েত হয় । অশান্তির আঁচ পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ । ফলে দুই পক্ষই সেখান থেকে সরে যায় । অভিযোগ, এরপরই তৃণমূলের পক্ষ থেকে বিজেপি কর্মীকে হুঁশিয়ারি দেওয়া হয় । আজ সকালে দেখা যায় নিত্যানন্দের হোটেল পুড়ে গেছে । বিজেপির অভিযোগ, নিত্যানন্দ দাস তাঁদের দলের দীর্ঘদিনের কর্মী হওয়ায়, তাঁর উপর চাপ সৃষ্টি করছিল তৃণমূল । বিজেপি ছাড়তে রাজি না হওয়ায় রাতে তাঁর হোটেলে আগুন ধরিয়ে দেওয়া হয় ।

রাস্তা অবরোধ করে বিক্ষোভে বিজেপি

আরও পড়ুন : ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার, ফুটব্রিজের দাবি মেমারিবাসীর

এরই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিজেপি । দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে বর্ধমান থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয় । যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে । তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, ঘটনার সঙ্গে কোনওভাবেই তৃণমূল যুক্ত নয় ।

Last Updated : Mar 17, 2021, 6:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.