কালনা, 19 ফেব্রুয়ারি : কালনা পৌরসভার দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল হয়ে ভোটে দাঁড়ানোয় প্রাক্তন কাউন্সিলর এবং এক নেতাকে বহিষ্কার করল তৃণমূল (TMC Expels Two Leader for their Independent Candidature in Kalna) ৷ বিনয়ভূষণ দত্ত কালনা পৌরসভার গত তিনবারের কাউন্সিলর ছিলেন ৷ আর অভিজিৎ দলুই নামে আরও একজন স্থানীয় তৃণমূল নেতা ৷ কিন্তু, প্রত্যাশামতো তৃণমূলের তরফে টিকিট না পেয়ে তাঁরা তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছেন ৷
বিনয়ভূষণ দত্ত 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ৷ কিন্তু, এ বার তিনি টিকিট না পেয়ে নিজের ওয়ার্ড থেকে মই চিহ্নে নির্দল হয়ে দাঁড়িয়েছেন ৷ অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতা অভিজিৎ দলুই 15 নম্বর ওয়ার্ডে সূর্য চিহ্নে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোটের ময়দানে লড়াইয়ে নেমেছেন ৷ তৃণমূলের তরফে আগেই এই নির্দল প্রার্থীদের নিজেদের মনোনয়ন প্রত্যাহার করতে বলা হয়েছিল ৷ কিন্তু, সময় পেরিয়ে যাওয়ায়, লিফলেট বিলি করে নির্বাচন (WB Civic Polls 2022) থেকে সরে আসার কথা ওয়ার্ডের বাসিন্দাদের জানাতে বলেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷
আরও পড়ুন : TMC Expels Dissidents : নির্দল প্রার্থী হওয়ায় নদীয়ায় 23 জনকে বহিষ্কার তৃণমূলের
কিন্তু, রাজ্যের পৌরসভাগুলির অধিকাংশ প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের কথা জানিয়ে লিফলেট বিলি করেননি ৷ সেই তালিকায় রয়েছে কালনা পৌরসভার 9 ও 15 নম্বর ওয়ার্ড ৷ প্রার্থীপদ প্রত্যাহার না করায় তাঁদের তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে ৷ এ নিয়ে অভিজিৎ দলুইয়ের দাবি, তৃণমূল তাঁকে বহিষ্কার করলে তাঁর কিছুই যায় আসে না ৷ কারণ তিনি নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন ৷ আর বিনয়ভূষণ দত্ত জানিয়েছেন, বহিষ্কার করা নিয়ে তাঁর কিছু বলার নেই ৷ এটা সম্পূর্ণ তৃণমূলের ব্যাপার ৷