ETV Bharat / city

WB Civic Polls 2022 : নির্দলে দাঁড়ানোয় কালনায় 2 জনকে বহিষ্কার তৃণমূলের - TMC Expels Two Leader for Their Independent Candidature in Kalna

কালনা পৌরসভায় গোঁজ প্রার্থী হওয়ায় দুই নেতাকে বহিষ্কার করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব (TMC Expels Two Leader for Their Independent Candidature in Kalna) ৷ তাঁদের মধ্যে একজন 9নং ওয়ার্ডের গত তিনবারের কাউন্সিলর ছিলেন ৷ যদিও, তৃণমূল থেকে তাঁদের বহিষ্কার করায় কিছুই যায় আসে না বলে জানিয়েছেন ওই নির্দল দুই প্রার্থী ৷

WB Civic Polls 2022 TMC Expels Two Leader for Their Independent Candidature in Kalna
WB Civic Polls 2022 TMC Expels Two Leader for Their Independent Candidature in Kalna
author img

By

Published : Feb 19, 2022, 7:04 PM IST

কালনা, 19 ফেব্রুয়ারি : কালনা পৌরসভার দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল হয়ে ভোটে দাঁড়ানোয় প্রাক্তন কাউন্সিলর এবং এক নেতাকে বহিষ্কার করল তৃণমূল (TMC Expels Two Leader for their Independent Candidature in Kalna) ৷ বিনয়ভূষণ দত্ত কালনা পৌরসভার গত তিনবারের কাউন্সিলর ছিলেন ৷ আর অভিজিৎ দলুই নামে আরও একজন স্থানীয় তৃণমূল নেতা ৷ কিন্তু, প্রত্যাশামতো তৃণমূলের তরফে টিকিট না পেয়ে তাঁরা তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছেন ৷

বিনয়ভূষণ দত্ত 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ৷ কিন্তু, এ বার তিনি টিকিট না পেয়ে নিজের ওয়ার্ড থেকে মই চিহ্নে নির্দল হয়ে দাঁড়িয়েছেন ৷ অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতা অভিজিৎ দলুই 15 নম্বর ওয়ার্ডে সূর্য চিহ্নে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোটের ময়দানে লড়াইয়ে নেমেছেন ৷ তৃণমূলের তরফে আগেই এই নির্দল প্রার্থীদের নিজেদের মনোনয়ন প্রত্যাহার করতে বলা হয়েছিল ৷ কিন্তু, সময় পেরিয়ে যাওয়ায়, লিফলেট বিলি করে নির্বাচন (WB Civic Polls 2022) থেকে সরে আসার কথা ওয়ার্ডের বাসিন্দাদের জানাতে বলেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷

নির্দলে দাঁড়ানোয় কালনায় 2 জনকে বহিষ্কার করল তৃণমূল

আরও পড়ুন : TMC Expels Dissidents : নির্দল প্রার্থী হওয়ায় নদীয়ায় 23 জনকে বহিষ্কার তৃণমূলের

কিন্তু, রাজ্যের পৌরসভাগুলির অধিকাংশ প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের কথা জানিয়ে লিফলেট বিলি করেননি ৷ সেই তালিকায় রয়েছে কালনা পৌরসভার 9 ও 15 নম্বর ওয়ার্ড ৷ প্রার্থীপদ প্রত্যাহার না করায় তাঁদের তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে ৷ এ নিয়ে অভিজিৎ দলুইয়ের দাবি, তৃণমূল তাঁকে বহিষ্কার করলে তাঁর কিছুই যায় আসে না ৷ কারণ তিনি নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন ৷ আর বিনয়ভূষণ দত্ত জানিয়েছেন, বহিষ্কার করা নিয়ে তাঁর কিছু বলার নেই ৷ এটা সম্পূর্ণ তৃণমূলের ব্যাপার ৷

কালনা, 19 ফেব্রুয়ারি : কালনা পৌরসভার দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল হয়ে ভোটে দাঁড়ানোয় প্রাক্তন কাউন্সিলর এবং এক নেতাকে বহিষ্কার করল তৃণমূল (TMC Expels Two Leader for their Independent Candidature in Kalna) ৷ বিনয়ভূষণ দত্ত কালনা পৌরসভার গত তিনবারের কাউন্সিলর ছিলেন ৷ আর অভিজিৎ দলুই নামে আরও একজন স্থানীয় তৃণমূল নেতা ৷ কিন্তু, প্রত্যাশামতো তৃণমূলের তরফে টিকিট না পেয়ে তাঁরা তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে নির্দল হয়ে ভোটে দাঁড়িয়েছেন ৷

বিনয়ভূষণ দত্ত 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর ৷ কিন্তু, এ বার তিনি টিকিট না পেয়ে নিজের ওয়ার্ড থেকে মই চিহ্নে নির্দল হয়ে দাঁড়িয়েছেন ৷ অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতা অভিজিৎ দলুই 15 নম্বর ওয়ার্ডে সূর্য চিহ্নে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ভোটের ময়দানে লড়াইয়ে নেমেছেন ৷ তৃণমূলের তরফে আগেই এই নির্দল প্রার্থীদের নিজেদের মনোনয়ন প্রত্যাহার করতে বলা হয়েছিল ৷ কিন্তু, সময় পেরিয়ে যাওয়ায়, লিফলেট বিলি করে নির্বাচন (WB Civic Polls 2022) থেকে সরে আসার কথা ওয়ার্ডের বাসিন্দাদের জানাতে বলেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ৷

নির্দলে দাঁড়ানোয় কালনায় 2 জনকে বহিষ্কার করল তৃণমূল

আরও পড়ুন : TMC Expels Dissidents : নির্দল প্রার্থী হওয়ায় নদীয়ায় 23 জনকে বহিষ্কার তৃণমূলের

কিন্তু, রাজ্যের পৌরসভাগুলির অধিকাংশ প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের কথা জানিয়ে লিফলেট বিলি করেননি ৷ সেই তালিকায় রয়েছে কালনা পৌরসভার 9 ও 15 নম্বর ওয়ার্ড ৷ প্রার্থীপদ প্রত্যাহার না করায় তাঁদের তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে ৷ এ নিয়ে অভিজিৎ দলুইয়ের দাবি, তৃণমূল তাঁকে বহিষ্কার করলে তাঁর কিছুই যায় আসে না ৷ কারণ তিনি নির্দল প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছেন ৷ আর বিনয়ভূষণ দত্ত জানিয়েছেন, বহিষ্কার করা নিয়ে তাঁর কিছু বলার নেই ৷ এটা সম্পূর্ণ তৃণমূলের ব্যাপার ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.