ETV Bharat / city

মানবাধিকার সংগঠনের অবজ়ারভার পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার 2 - বর্ধমানে মানবাধিকার সংগঠনের অবজ়ারভার পরিচয়ে প্রতারণা

ভুয়ো পরিচয় দিয়ে প্রতরণার অভিযোগে গ্রেপ্তার দুই ৷ বর্ধমান স্টেশন চত্বর থেকে গ্রেপ্তার করা হয় প্রতারকদের ৷

two are arrested from Burdwan for fraud case
ধৃত ব্যক্তি
author img

By

Published : Dec 6, 2019, 11:59 PM IST

বর্ধমান, 6 ডিসেম্বর : ভুয়ো পরিচয় দিয়ে প্রতরণার অভিযোগে গ্রেপ্তার দুই ৷ বর্ধমান স্টেশন চত্বর থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের ৷ ধৃতদের নাম রত্নেশ্বর চক্রবর্তী ও রাজেশ মজুমদার ৷ দু'জনেরই বাড়ি হুগলির চন্দননগরে ৷ পুলিশ সূত্রে খবর, গতকাল দুপুরে বর্ধমান স্টেশনের কাছে একটি চারচাকা গাড়ির গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের ৷ পুলিশ গাড়িটিকে আটক করে ৷ ভিতরে থাকা আরোহীদের নাম, পরিচয় জানতে চায় ৷ এরপরই পুলিশ তাদের গ্রেপ্তার করে ৷


পুলিশ সূত্রে খবর, একটি মানবাধিকার সংগঠনের অবজ়ারভারের পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত তারা ৷ গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ গাড়িটিতে সংশ্লিষ্ট মানবাধিকার সংগঠনের বোর্ড ও অবজ়ারভারের স্টিকার সাঁটানো ছিল ৷ এদের মধ্যে রাজেশ গাড়িচালক ৷ রাজেশ বলে, "আমি গাড়ির ড্রাইভার ৷ বর্ধমান স্টেশনের দিকে যাচ্ছিলাম ৷" গাড়িতে অবজ়ারভার লেখা স্টিকার সাঁটানো ছিল কেন জানতে চাওয়া হলে সে জানায়, তার জানা নেই ৷ সেটা রত্নেশ্বর বলতে পারবে ৷ আজ ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয় ৷আজ ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয় ৷

মানবাধিকার সংগঠনের অবজ়ারভার পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার 2

বর্ধমান, 6 ডিসেম্বর : ভুয়ো পরিচয় দিয়ে প্রতরণার অভিযোগে গ্রেপ্তার দুই ৷ বর্ধমান স্টেশন চত্বর থেকে গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের ৷ ধৃতদের নাম রত্নেশ্বর চক্রবর্তী ও রাজেশ মজুমদার ৷ দু'জনেরই বাড়ি হুগলির চন্দননগরে ৷ পুলিশ সূত্রে খবর, গতকাল দুপুরে বর্ধমান স্টেশনের কাছে একটি চারচাকা গাড়ির গতিবিধি দেখে সন্দেহ হয় পুলিশের ৷ পুলিশ গাড়িটিকে আটক করে ৷ ভিতরে থাকা আরোহীদের নাম, পরিচয় জানতে চায় ৷ এরপরই পুলিশ তাদের গ্রেপ্তার করে ৷


পুলিশ সূত্রে খবর, একটি মানবাধিকার সংগঠনের অবজ়ারভারের পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করত তারা ৷ গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ গাড়িটিতে সংশ্লিষ্ট মানবাধিকার সংগঠনের বোর্ড ও অবজ়ারভারের স্টিকার সাঁটানো ছিল ৷ এদের মধ্যে রাজেশ গাড়িচালক ৷ রাজেশ বলে, "আমি গাড়ির ড্রাইভার ৷ বর্ধমান স্টেশনের দিকে যাচ্ছিলাম ৷" গাড়িতে অবজ়ারভার লেখা স্টিকার সাঁটানো ছিল কেন জানতে চাওয়া হলে সে জানায়, তার জানা নেই ৷ সেটা রত্নেশ্বর বলতে পারবে ৷ আজ ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয় ৷আজ ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয় ৷

Intro:ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেফতার দুই

সন্তোষ দাস, বর্ধমান

ভুয়ো পরিচয় দিয়ে গাড়িতে স্টিকার সাঁটানো ও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ । পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তিদের নাম ধৃত ব্যক্তিদের নাম রত্নেশ্বর চক্রবর্তী ও রাজেশ মজুমদার। পুলিশ
ওই ব্যক্তিদের সঙ্গে থাকা একটি টাটা সাফারি গাড়িকেও বাজেয়াপ্ত করেছে । এদের দুজনেরই বাড়ি হুগলি জেলার চন্দননগর এলাকায়।


পুলিশ সূত্রে জানা গেছে রত্নেশ্বর চক্রবর্তী নিজেকে অবজার্ভর বলে পরিচয় দেন। তিনি যে গাড়িটিতে চেপে এসেছিলেন সেটিতে একটি মানবাধিকার সংগঠনের বোর্ডও লাগানো ছিল। আর রাজেশ মজুমদার নিজেকে গাড়ির চালক বলে পরিচয় দিয়েছিলেন ।
ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে পেশ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে বর্ধমান স্টেশন এলাকায় একটি চার চাকা গাড়ির গতিবিধি এবং সেটিতে লাগানো বোর্ড দেখে সন্দেহ হওয়ায় পুলিশ গাড়িটিকে আটক করে। গাড়ির ভিতরে থাকা যাত্রীদের পরিচয় এবং বর্ধমানে আসার কারণ জানতে চাওয়ার পর পুলিশের সন্দেহ হয়। আর তারপরেই রত্নেস্বর চক্রবর্তী ও রাজেশ মজুমদার কে গ্রেফতার করে পুলিশ।Body:ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেফতার দুই Conclusion:ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা, গ্রেফতার দুই
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.