ETV Bharat / city

Poisonous Alcohol: বর্ধমানে বিষমদ প্রাণ কাড়ল 3 জনের

বিষ মদ খেয়ে বর্ধমানে মৃত 3 ৷ আশঙ্কাজনক অবস্থায় বেসরকারি নার্সিংহোমে ভর্তি আরও 2 ৷ মৃতদের পরিবারের দাবি মদ খাওয়ার পরে বিষক্রিয়ার কারণেই মৃত্যু (Poisonous alcohol)।

Poisonous Alcohol
বিষমদ খেয়ে বর্ধমানে মৃত 3
author img

By

Published : Jul 8, 2022, 1:08 PM IST

Updated : Jul 8, 2022, 2:13 PM IST

বর্ধমান, 8 জুলাই: বিষ মদ খেয়ে বর্ধমানে মৃত 3। বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা এলাকায় ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাহির সর্বমঙ্গলা পাড়া এলাকায় 5 জন মদ্যপানের পরেই অসুস্থ হয়ে পড়েন ৷ তাদের মধ্যে দু’জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে (Several died in Burdwan due to poisonous alcohol) । মৃতদের নাম শেখ সুবরতি (34) ও শেখ হালিম (43)। অপরজনের নাম এখনও জানা যায়নি ৷ বাকি দু’জনকে বর্ধমান শহরের একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।

মৃতদের পরিবারের আত্মীয়দের দাবি, মদ খাওয়ার পরে বিষক্রিয়া শুরু হয় । তাদের মুখ থেকে ফেনা বেরোতে শুরু করে । এরপরেই তাদের মৃত্যু হয় । এক মৃতের আত্মীয় হাবিবুর শেখ বলেন, "সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যে সবসময় তারা নেশা করে থাকত । তবে কী মদ খেতে জানিনা । বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ তারা বাড়ি থেকে বেরিয়ে যায় । রাতের দিকে খবর পাই তারা অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। মদে বিষক্রিয়া হয়েছে বলেই ফেনা বের হচ্ছিল।’’

বর্ধমানে বিষমদ প্রাণ কাড়ল 3 জনের

আরও পড়ুন: নেশার ঘোরে জলের পরিবর্তে ফর্মালিন ! বারুইপুরে মদের আসরে মৃত্যু 4 জনের

মৃত হালিম শেখের স্ত্রী পূর্ণিমা মণ্ডল বলেন, "সন্ধে নাগাদ মদ খেতে গিয়ে খিচুনি শুরু হয়। মুখ দিয়ে ফেনা বেরোতে শুরু করে। সেখানে আমার স্বামীও ছিল ৷ মদ খেয়েই তারা মারা গেছে। মদে বিষাক্ত কিছু মেশানো ছিল তাই সেই মদ খাওয়ার পরে মুখ দিয়ে ফেনা বেরোতে শুরু করে।’’ পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহ রায় বলেন কী ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু বলা সম্ভব নয়।

বর্ধমান, 8 জুলাই: বিষ মদ খেয়ে বর্ধমানে মৃত 3। বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা এলাকায় ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বাহির সর্বমঙ্গলা পাড়া এলাকায় 5 জন মদ্যপানের পরেই অসুস্থ হয়ে পড়েন ৷ তাদের মধ্যে দু’জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে (Several died in Burdwan due to poisonous alcohol) । মৃতদের নাম শেখ সুবরতি (34) ও শেখ হালিম (43)। অপরজনের নাম এখনও জানা যায়নি ৷ বাকি দু’জনকে বর্ধমান শহরের একটা বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।

মৃতদের পরিবারের আত্মীয়দের দাবি, মদ খাওয়ার পরে বিষক্রিয়া শুরু হয় । তাদের মুখ থেকে ফেনা বেরোতে শুরু করে । এরপরেই তাদের মৃত্যু হয় । এক মৃতের আত্মীয় হাবিবুর শেখ বলেন, "সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যে সবসময় তারা নেশা করে থাকত । তবে কী মদ খেতে জানিনা । বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ তারা বাড়ি থেকে বেরিয়ে যায় । রাতের দিকে খবর পাই তারা অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। মদে বিষক্রিয়া হয়েছে বলেই ফেনা বের হচ্ছিল।’’

বর্ধমানে বিষমদ প্রাণ কাড়ল 3 জনের

আরও পড়ুন: নেশার ঘোরে জলের পরিবর্তে ফর্মালিন ! বারুইপুরে মদের আসরে মৃত্যু 4 জনের

মৃত হালিম শেখের স্ত্রী পূর্ণিমা মণ্ডল বলেন, "সন্ধে নাগাদ মদ খেতে গিয়ে খিচুনি শুরু হয়। মুখ দিয়ে ফেনা বেরোতে শুরু করে। সেখানে আমার স্বামীও ছিল ৷ মদ খেয়েই তারা মারা গেছে। মদে বিষাক্ত কিছু মেশানো ছিল তাই সেই মদ খাওয়ার পরে মুখ দিয়ে ফেনা বেরোতে শুরু করে।’’ পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যান সিংহ রায় বলেন কী ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু বলা সম্ভব নয়।

Last Updated : Jul 8, 2022, 2:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.