খণ্ডঘোষ, 27 ডিসেম্বর : চিকিৎসা চলাকালীন বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন মানসিক ভারসাম্যহীন এক প্রবীণ মহিলা । নাম ইন্দু পাত্র । পরে খণ্ডঘোষ থানা এলাকা থেকে তাঁকে উদ্ধার করে পুলিশ । এরপর তাঁকে পৌঁছে দেওয়া হয় পরিবারের কাছে ।
সগড়াই গ্রাম পঞ্চায়েতের বাহিরি গ্রামে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন ইন্দু । সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দারা তাঁকে আটকে রেখে খণ্ডঘোষ থানায় খবর দেন । এরপর পুলিশ ঘটনাস্থানে পৌঁছে শীতবস্ত্র ও খাবার তুলে দেন ইন্দুর হাতে । তারপর ধীরে ধীরে নিজের পরিচয় পুলিশকে জানান তিনি । পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইন্দুর বাড়ি পশ্চিম মেদিনীপুরের দাঁতনে । বর্ধমানে তাঁর চিকিৎসা চলছিল । সেখান থেকেই কোনওভাবে বেরিয়ে বাহিরি গ্রামে পৌঁছান তিনি ।
বর্ধমান সদর দক্ষিণ এসডিপিও আমিনুল ইসলাম জানান, পরিচয় জানার পর মানসিক ভারসাম্যহীন ওই প্রবীণ মহিলাকে তাঁর পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে । অন্যদিকে মানসিক ভারসাম্যহীন মাকে খুঁজে পাওয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ছেলে অনন্ত পাত্র ।