ETV Bharat / city

পূর্ব বর্ধমানে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে 277

পূর্ব বর্ধমান জেলায় কোরোনা সংক্রমণ বাড়ছে হু হু করে ৷ এই জেলায় নতুন করে কোরোনায় আক্রান্ত 15 জন ৷

author img

By

Published : Jul 16, 2020, 1:28 AM IST

burdwan
বর্ধমান

বর্ধমান ,15 জুলাই : জেলায় নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন 15 জন ৷ পূর্ব বর্ধমান জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 277 ৷ এর মধ্যে 71 জনের চিকিৎসা চলছে ৷ 205 জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ৷ জেলায় এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে ৷

মঙ্গলবার জেলায় 15 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ এর মধ্যে বর্ধমান পৌরসভা এলাকায় 3 জন, কালনা পৌরসভা এলাকায় 1 জন, বর্ধমান 1 ব্লকের দুজন, কাটোয়া 1 ব্লকে একজন, মঙ্গলকোটে একজন, পূর্বস্থলী 2 ব্লকে দুজন, রায়না 1 ব্লকে একজন, কেতুগ্রাম 1 ব্লকে একজন, মেমারি 1 ব্লকে একজন, খণ্ডঘোষ দুজন আক্রান্ত হয়েছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কনটেনমেন্ট জো়ন গুলিতে নিয়ম কানুন মানার জন্য কড়া নজদরদারি চালাচ্ছে প্রশাসন। পরিযায়ী শ্রমিকদের নজর রাখা হচ্ছে ৷ ইতিমধ্যেই জেলা প্রশাসন পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে৷ পুলিশ যাতে মাস্ক পরার ব্যাপারে নজরদারি চালায় সেই বিষয়ে আলোচনা হয়েছে৷

গত কয়েকদিনের তুলনায় হঠাৎ করে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চিন্তা বেড়েছে জেলা প্রশাসনের। বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্তের মধ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি থাকলেও সংস্পর্শে আসা অন্য ব্যক্তিরাও আক্রান্ত হচ্ছে ৷ ফলে নতুন করে আতঙ্ক তৈরি হচ্ছে মানুষের মধ্যে৷

বর্ধমান ,15 জুলাই : জেলায় নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন 15 জন ৷ পূর্ব বর্ধমান জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 277 ৷ এর মধ্যে 71 জনের চিকিৎসা চলছে ৷ 205 জনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ৷ জেলায় এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে ৷

মঙ্গলবার জেলায় 15 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ এর মধ্যে বর্ধমান পৌরসভা এলাকায় 3 জন, কালনা পৌরসভা এলাকায় 1 জন, বর্ধমান 1 ব্লকের দুজন, কাটোয়া 1 ব্লকে একজন, মঙ্গলকোটে একজন, পূর্বস্থলী 2 ব্লকে দুজন, রায়না 1 ব্লকে একজন, কেতুগ্রাম 1 ব্লকে একজন, মেমারি 1 ব্লকে একজন, খণ্ডঘোষ দুজন আক্রান্ত হয়েছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কনটেনমেন্ট জো়ন গুলিতে নিয়ম কানুন মানার জন্য কড়া নজদরদারি চালাচ্ছে প্রশাসন। পরিযায়ী শ্রমিকদের নজর রাখা হচ্ছে ৷ ইতিমধ্যেই জেলা প্রশাসন পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে৷ পুলিশ যাতে মাস্ক পরার ব্যাপারে নজরদারি চালায় সেই বিষয়ে আলোচনা হয়েছে৷

গত কয়েকদিনের তুলনায় হঠাৎ করে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চিন্তা বেড়েছে জেলা প্রশাসনের। বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্তের মধ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি থাকলেও সংস্পর্শে আসা অন্য ব্যক্তিরাও আক্রান্ত হচ্ছে ৷ ফলে নতুন করে আতঙ্ক তৈরি হচ্ছে মানুষের মধ্যে৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.