ETV Bharat / city

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার যুবক - Rape in Purba Bardhaman

কিশোরী যখন তার দাদাকে ডাকতে বটগ্রাম ক্যানেলপুলের কাছে যখন যাচ্ছিল, তখন বাপি মির্ধা তাকে একা পেয়ে মুখ টিপে ধরে রাস্তার ধারে একটি দরজা খোলা কামারশালায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ।

 Purba Bardhaman news
ধর্ষণের অভিযোগে ধৃত যুবক
author img

By

Published : Sep 13, 2020, 12:41 PM IST

আউশগ্রাম, 12 সেপ্টেম্বর : এক কিশোরীকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল আউশগ্রাম থানার পুলিশ । ধৃত যুবকের নাম বাপি মির্ধা । ধৃতকে এদিন পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হয় চারদিনের জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয় । ওই কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

নির্যাতিতা কিশোরীর পরিবারের পক্ষ থেকে জানা গেছে, ওই কিশোরী ষষ্ঠ শ্রেণির ছাত্রী । তারা তিন বোন এক ভাই । বাবা-মা দিনমজুরি করেন । কিশোরীর দাদা ধান ব্যবসায়ীর কাছে মুটিয়ার কাজ করেন । শুক্রবার সন্ধ্যার দিকে ওই কিশোরী যখন তার দাদাকে ডাকতে বটগ্রাম ক্যানেলপুলের কাছে যখন যাচ্ছিল, তখন বাপি মির্ধা তাকে একা পেয়ে মুখ টিপে ধরে রাস্তার ধারে একটি দরজা খোলা কামারশালায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ।

আরও পড়ুন : গণধর্ষণের অভিযোগ, বিষ খেল 2 কিশোরী ; মৃত 1

কিশোরীর চিৎকার শুনে এক প্রতিবেশীরা পৌঁছায় । তখন ওই যুবক পালিয়ে যায় । জানা গেছে ওই যুবক বিবাহিত । তার একটা সন্তানও রয়েছে ।

ওই কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাপি মির্ধাকে গ্রেপ্তার করেছে । এদিন ধৃতকে পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হলে চারদিনের জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়।

আউশগ্রাম, 12 সেপ্টেম্বর : এক কিশোরীকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল আউশগ্রাম থানার পুলিশ । ধৃত যুবকের নাম বাপি মির্ধা । ধৃতকে এদিন পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হয় চারদিনের জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয় । ওই কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

নির্যাতিতা কিশোরীর পরিবারের পক্ষ থেকে জানা গেছে, ওই কিশোরী ষষ্ঠ শ্রেণির ছাত্রী । তারা তিন বোন এক ভাই । বাবা-মা দিনমজুরি করেন । কিশোরীর দাদা ধান ব্যবসায়ীর কাছে মুটিয়ার কাজ করেন । শুক্রবার সন্ধ্যার দিকে ওই কিশোরী যখন তার দাদাকে ডাকতে বটগ্রাম ক্যানেলপুলের কাছে যখন যাচ্ছিল, তখন বাপি মির্ধা তাকে একা পেয়ে মুখ টিপে ধরে রাস্তার ধারে একটি দরজা খোলা কামারশালায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ।

আরও পড়ুন : গণধর্ষণের অভিযোগ, বিষ খেল 2 কিশোরী ; মৃত 1

কিশোরীর চিৎকার শুনে এক প্রতিবেশীরা পৌঁছায় । তখন ওই যুবক পালিয়ে যায় । জানা গেছে ওই যুবক বিবাহিত । তার একটা সন্তানও রয়েছে ।

ওই কিশোরীর মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ বাপি মির্ধাকে গ্রেপ্তার করেছে । এদিন ধৃতকে পূর্ব বর্ধমান জেলা আদালতে তোলা হলে চারদিনের জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয়।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.