কাটোয়া, 17 ডিসেম্বর : কাটোয়ায় প্রেমিককে গুলি করে খুনের চেষ্টা করেছিল তার কিশোরী প্রেমিকা । সেই অভিযোগে ওই কিশোরীকে গ্রেফতার করেছে পুলিশ । এবার কিশোরীর পরিবারের অভিযোগে প্রেমিক লালচাঁদকে গ্রেফতার করল পুলিশ (Lover arrested in Katwa firing incident) ।
যার উপর গুলি চালানো হয়েছিল তাকেই কেন গ্রেফতার করল পুলিশ ? জানা গিয়েছে, কাটোয়ার বাগানপাড়া এলাকার বাসিন্দা বছর সতেরোর ওই কিশোরীর পরিবারে রয়েছেন শুধু মা । প্রথমে সংসার চালাতে একটা দোকানে কাজ করত ওই কিশোরী । সেখানে লালচাঁদের সঙ্গে আলাপ ৷ তা থেকেই বাড়ে ঘনিষ্ঠতা ৷ পরে তাদের বিয়ে ঠিক হয় । কিন্তু লালচাঁদের পরিবার অনেক টাকা পণ দাবি করায় বিয়ে ভেঙে যায় । কিন্তু ওই কিশোরীর সঙ্গে লালচাঁদ যোগাযোগ রেখেই চলে । এরই মধ্যে তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে । কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে । একই সময়ে সে জানতে পারে, লালচাঁদ অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছে । তাই তার সঙ্গে আর সম্পর্ক রাখতে চায় না ।
এরপরেই সে লালচাঁদকে খুন করার পরিকল্পনা করে । সেই মতো বুধবার সন্ধ্যা নাগাদ সে লালচাঁদকে ডেকে পাঠায় । গল্প করতে করতে লালচাঁদের সঙ্গে ঘনিষ্ঠ হয় । তারপরই হঠাৎ নিজের ওড়নায় লুকোনো রিভলবার থেকে লালচাঁদকে লক্ষ্য করে গুলি ছোড়ে । সেই গুলি অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় । ঘটনার পর পুলিশ কিশোরীকে গ্রেফতার করে ।
তবে ঘটনা এখানেই থেমে থাকে না ৷ মেয়ের গ্রেফতারির পর কিশোরীর মা পুলিশে লালচাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ লালচাঁদকে গ্রেফতার করেছে ।
আরও পড়ুন : Bidhannagar Molestation Case : শ্লীলতাহানি কাণ্ডে অভিযুক্ত এএসআই ও সিভিক ভলেন্টিয়ারের পুলিশি হেফাজত