ETV Bharat / city

শিক্ষক অপহরণের ঘটনায় 6 জন গ্রেপ্তার, বাজেয়াপ্ত গাড়ি ও মোবাইল - পশ্চিম বর্ধমানের পানাগড়

পানাগড়ের শিক্ষক অপহরণে অভিযুক্ত 6 জনকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ৷ গতকাল রাতে কাঁকসা থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল । মোবাইলের সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয় ৷

kanksa-police-arrested-6-persons
শিক্ষক অপহরণের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার
author img

By

Published : Dec 17, 2019, 5:47 PM IST

Updated : Dec 17, 2019, 6:52 PM IST

কাঁকসা, 17 ডিসেম্বর : পানাগড়ের শিক্ষক অপহরণে অভিযুক্ত 6 জনকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ৷ গতকাল রাতে কাঁকসা থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল । মোবাইলের সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয় ৷

22 নভেম্বর দুপুর 12 টা নাগাদ পানাগড় রেলেস্টশন থেকে অপহরণ করা হয়েছিল এক শিক্ষককে ৷ তাঁর নাম দেব কুমার দে ৷ তিনি বাঁকুড়া জেলার সোনামুখী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অপহরণকারীরা দেবকে প্রথমে মোটরবাইকে করে বুদবুদ থানার পন্ডালি গ্রামে নিয়ে গিয়েছিল ৷ তারপর বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়ার বিভিন্ন জায়গায় তাঁকে নিয়ে যাওয়া হয় ।

23 নভেম্বর দেবের পরিবারের তরফে কাঁকসা থানায় লিখিত অভিযোগ করেছিল । দেবের পরিবারের কাছ থেকে মুক্তিপণ চেয়েছিল অপহরণকারীরা । পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ হিসাবে প্রায় 4 লাখ টাকা দেওয়া হয়েছিল ৷ 25 নভেম্বর দেবকে ইলামবাজারে রাজ্য সড়কে ছেড়ে দিয়েছিল অপহরণকারীরা । কাঁকসা থানার পুলিশ তদন্তে নামে ৷

শিক্ষক অপহরণের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার

মোবাইল ফোনের সূত্র ধরে সোমবার রাতে বুদবুদ থানা এলাকার শ্যামসুন্দরপুর থেকে 2 জন এবং বাঁকুড়া থেকে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের নাম ইন্দাদুল মিদ্দা, মোহিদুল মিদ্দা, হোসেনুর মিদ্দা, সইদ আনিসুর রহমান, রাহুল মণ্ডল ও স্বপন শেখ । তাদের গ্রেপ্তারের পাশাপাশি পুলিশ বাজেয়াপ্ত করে অপহরণে সময় ব্যবহৃত 1 টি SUV ও 2 টি মোটরবাইক সহ একাধিক মোবাইল ফোন ।

কাঁকসা, 17 ডিসেম্বর : পানাগড়ের শিক্ষক অপহরণে অভিযুক্ত 6 জনকে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়েছে ৷ গতকাল রাতে কাঁকসা থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছিল । মোবাইলের সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয় ৷

22 নভেম্বর দুপুর 12 টা নাগাদ পানাগড় রেলেস্টশন থেকে অপহরণ করা হয়েছিল এক শিক্ষককে ৷ তাঁর নাম দেব কুমার দে ৷ তিনি বাঁকুড়া জেলার সোনামুখী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অপহরণকারীরা দেবকে প্রথমে মোটরবাইকে করে বুদবুদ থানার পন্ডালি গ্রামে নিয়ে গিয়েছিল ৷ তারপর বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়ার বিভিন্ন জায়গায় তাঁকে নিয়ে যাওয়া হয় ।

23 নভেম্বর দেবের পরিবারের তরফে কাঁকসা থানায় লিখিত অভিযোগ করেছিল । দেবের পরিবারের কাছ থেকে মুক্তিপণ চেয়েছিল অপহরণকারীরা । পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ হিসাবে প্রায় 4 লাখ টাকা দেওয়া হয়েছিল ৷ 25 নভেম্বর দেবকে ইলামবাজারে রাজ্য সড়কে ছেড়ে দিয়েছিল অপহরণকারীরা । কাঁকসা থানার পুলিশ তদন্তে নামে ৷

শিক্ষক অপহরণের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার

মোবাইল ফোনের সূত্র ধরে সোমবার রাতে বুদবুদ থানা এলাকার শ্যামসুন্দরপুর থেকে 2 জন এবং বাঁকুড়া থেকে 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ । তাদের নাম ইন্দাদুল মিদ্দা, মোহিদুল মিদ্দা, হোসেনুর মিদ্দা, সইদ আনিসুর রহমান, রাহুল মণ্ডল ও স্বপন শেখ । তাদের গ্রেপ্তারের পাশাপাশি পুলিশ বাজেয়াপ্ত করে অপহরণে সময় ব্যবহৃত 1 টি SUV ও 2 টি মোটরবাইক সহ একাধিক মোবাইল ফোন ।

Intro:পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানার পুলিশ গ্রেফতার করল ৬ জন অপহরণকারীকে । গত নভেম্বর মাসে 22 তারিখে দুপুর ১২ টা নাগাদ পানাগড় রেলেস্টশন থেকে বিকাল তিনটে নাগাদ অপহরন হয় এক শিক্ষক দেব কুমার দে কে।তিনি বাঁকুড়া জেলার সোনামুখী থানার মানা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। অপহরণকারীরা প্রথমে মোটরবাইকে করে বুদবুদ থানার অন্তর্গত পন্ডালী গ্রামে নিয়ে যায় তারপর বাঁকুড়া, মেদিনীপুর, পুরুলিয়ার বিভিন্ন জায়গায় নিয়ে যায় তাকে । পরিবারের কাছে ১৪ লক্ষ টাকা মুক্তিপণ চাই তারা।পরিবারের পক্ষ থেকে মুক্তিপন হিসাবে কয়েক লক্ষ টাকা দেবার পর 25 তারিখে সেই শিক্ষক কে কাঁকসা পানাগড় ইলামবাজার রাজ্য সড়কে ছেড়ে দেয় । এই অপহরণ ঘটনায় শিক্ষকের পরিবার 23 শে নভেম্বর তারিখে কাঁকসা থানায় লিখিত অভিযোগ করে । কাঁকসা থানার পুলিশ তদন্তে নেমে মোবাইলের সুত্র ধরে বুদবুদ থানা এলাকার শ্যামসুন্দরপুর থেকে দুজন ও বাঁকুড়া থেকে তিন জন কে গ্রেফতার করে।অপহরণকারীদের নাম ইন্দাদুল মিদ্দা,মোহিদুল মিদ্দা হোসেনুর মিদ্দা,সঈদ আনিসুর ও রাহুল মন্ডল ও স্বপন সেখ। উদ্ধার করা হয়েছে অপহরণের সেই একটি স্করপিও গাড়ি ও দুটি মোটরবাইক ও একাধিক মোবাইল ফোন । আজকে সকল কে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়।ধৃতদের মধ্যে ইন্দাদুল মিদ্দা ও সঈদ আনিসুর রহমানকে ১০ দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। কাঁকসা থানার পুলিশ বাকী ৪ জনকেও দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। দুজনকে হেফাজতে নিয়ে ঘটনার আরো গভীরে পৌঁছাতে চাই পুলিশ।Body:GConclusion:H
Last Updated : Dec 17, 2019, 6:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.