ETV Bharat / city

বর্ধমান স্টেশন ভেঙে মৃত 1, রেলের ভূমিকায় ক্ষোভ মন্ত্রীর - বর্ধমান স্টেশন

বর্ধমান স্টেশন ভেঙে পড়ায় একজনের মৃত্যু হল ৷ আহত আরও একজন ৷ ঘটনায় রেলদপ্তরের গাফিলতির কথা বলছেন রাজ্যের মন্ত্রী ৷

image
বর্ধমান স্টেশন
author img

By

Published : Jan 5, 2020, 12:44 PM IST

বর্ধমান, 5 জানুয়ারি : গতকাল রাতে বর্ধমান স্টেশনের সামনের অংশ ভেঙে পড়ে ৷ ঘটনায় মৃত্যু হল একজনের । যদিও তাঁর পরিচয় জানা যায়নি । এই ঘটনায় রেলের গাফিলতিকেই দায়ি করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ৷ তাঁর মত, রেলদপ্তরের উদ্ধারকার্যে গতি আনার উচিত ছিল ৷


বর্ধমান স্টেশনের সৌন্দর্যায়নের কাজ চলছিল । এরইমধ্যে ভেঙে পড়ে অনুসন্ধান কেন্দ্রের সামনে উপরের অংশ । খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে যান পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা । বর্ধমান স্টেশনে আসেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ । তিনি অভিযোগ করেন ঘটনার পরে তিন ঘণ্টা কেটে গেলেও রেলের কোনও আধিকারিকের দেখা মেলেনি ।

বর্ধমান স্টেশন ভেঙে পড়ে একজনের মৃত্যুতে মন্ত্রী স্বপন দেবনাথের প্রতিক্রিয়া

রাতের দিকে রেলের এক আধিকারিক ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন । রেল সূত্রে জানা গেছে ঘটনাতর তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে । স্টেশন চত্বরে সারারাত ধরে বসে থেকে কাজ নিরীক্ষণ করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ । তিনি বলেন, ''ঘটনায় একজনের মৃত্যু হয়েছে । কিন্তু তার পরিচয় জানা যায়নি । রেলের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে । রেল সৌন্দর্যায়নের কাজ করলেও ভবনের কী অবস্থা ছিল সে দিকে রেল গুরুত্ব দেয়নি । যার ফলে ঘটনা । ঘটনার পরে যেভাবে দ্রুত গতিতে কাজ করা উচিত ছিল সেই কাজও করেনি রেল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সারারাত বসে সাধারণ মানুষকে পরিষেবা দিয়েছি । সকাল থেকে যাতে সাধারণ যাত্রীরা ঠিকভাবে স্টেশন যেতে পারেন তা দেখভাল করেছি আমরা ।’’

বর্ধমান, 5 জানুয়ারি : গতকাল রাতে বর্ধমান স্টেশনের সামনের অংশ ভেঙে পড়ে ৷ ঘটনায় মৃত্যু হল একজনের । যদিও তাঁর পরিচয় জানা যায়নি । এই ঘটনায় রেলের গাফিলতিকেই দায়ি করলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ৷ তাঁর মত, রেলদপ্তরের উদ্ধারকার্যে গতি আনার উচিত ছিল ৷


বর্ধমান স্টেশনের সৌন্দর্যায়নের কাজ চলছিল । এরইমধ্যে ভেঙে পড়ে অনুসন্ধান কেন্দ্রের সামনে উপরের অংশ । খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে যান পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা । বর্ধমান স্টেশনে আসেন রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ । তিনি অভিযোগ করেন ঘটনার পরে তিন ঘণ্টা কেটে গেলেও রেলের কোনও আধিকারিকের দেখা মেলেনি ।

বর্ধমান স্টেশন ভেঙে পড়ে একজনের মৃত্যুতে মন্ত্রী স্বপন দেবনাথের প্রতিক্রিয়া

রাতের দিকে রেলের এক আধিকারিক ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন । রেল সূত্রে জানা গেছে ঘটনাতর তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে । স্টেশন চত্বরে সারারাত ধরে বসে থেকে কাজ নিরীক্ষণ করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ । তিনি বলেন, ''ঘটনায় একজনের মৃত্যু হয়েছে । কিন্তু তার পরিচয় জানা যায়নি । রেলের গাফিলতির কারণেই এই ঘটনা ঘটেছে । রেল সৌন্দর্যায়নের কাজ করলেও ভবনের কী অবস্থা ছিল সে দিকে রেল গুরুত্ব দেয়নি । যার ফলে ঘটনা । ঘটনার পরে যেভাবে দ্রুত গতিতে কাজ করা উচিত ছিল সেই কাজও করেনি রেল । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সারারাত বসে সাধারণ মানুষকে পরিষেবা দিয়েছি । সকাল থেকে যাতে সাধারণ যাত্রীরা ঠিকভাবে স্টেশন যেতে পারেন তা দেখভাল করেছি আমরা ।’’

Intro:রেলের ভবন ড্যামেজ অবস্থায় ছিল বলছে জেলা প্রশাসন

পুলক যশ, বর্ধমান


বর্ধমান রেলওয়ে স্টেশনের সামনের অংশ দীর্ঘদিন ধরেই রক্ষনাবেক্ষনের অভাবে ড্যামেজ হয়ে যাচ্ছিল এমনটাই মনে করছেন প্রশাসনিক আধিকারিকেরা খবর পেয়ে ঘটনাস্থলে পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক বিজয় ভারতী, অতিরিক্ত জেলাশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা পরিষদের সহ সভাধিপতি সহ অন্যান্য আধিকারিকেরা।


প্রশাসনের আধিকারিকেরা বলেন, রেল স্টেশনের সামনের অংশ দেখে বোঝা যাচ্ছে দীর্ঘদিন ধরেই রেলের এই অংশ ড্যামেজ হয়ে ছিল। স্বভাবতই প্রশ্ন উঠছে। রেলের আধিকারিকেরা কি বিষয়টি আঁচ করতে পারেননি।। যদিও এখনো পর্যন্ত দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। কেউ চাপা পড়ে আছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসনBody:রেলের ভবন ড্যামেজ অবস্থায় ছিল বলছে জেলা প্রশাসনConclusion:রেলের ভবন ড্যামেজ অবস্থায় ছিল বলছে জেলা প্রশাসন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.