খন্ডঘোষ, 17 নভেম্বর : জেলাপরিষদের সভাধিপতির পাশের গ্রামের রাস্তা নির্মাণেই দুর্নীতির অভিযোগ উঠল। পূর্ব বর্ধমান জেলার শ্যামাডাঙা কাপসিট গ্রামে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় রাস্তা তৈরি হচ্ছিল। ওই রাস্তা দিয়েই জেলা সভাধিপতিকে নিজের গ্রামে ফিরতে হয়। নিম্নমানের সামগ্রী দিয়ে সেই রাস্তা তৈরি করা হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। মোট ছয় থেকে সাত কিলোমিটার রাস্তা নির্মাণের কথা ছিল ৷ কিন্তু মাত্র দেড় কিলোমিটার রাস্তা তৈরি হওয়ার পর সেই তার পিচ উঠতে শুরু করে বলে অভিয়োগ ৷ সেজন্য গ্রামবাসীরা বাকি রাস্তা তৈরির কাজ বন্ধ করে দেন ৷
গ্রামবাসীদের অভিযোগ, অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে সেখানে রাস্তা তৈরি করা হয়েছে । এর ফলে রাস্তা থেকে পিচ উঠে যাচ্ছে । তাই সেই রাস্তা ফের নতুন করে তৈরির দাবি জানিয়েছেন বাসিন্দারা । তাই তাঁরা এলাকায় রাস্তা তৈরির কাজ বন্ধ করে দিয়েছেন । তাঁরা বলেন, তাঁদের দীর্ঘদিনের আশা ছিল গ্রামে পাকা রাস্তা তৈরি হবে। সেই রাস্তায় যখন কাজ শুরু হয় তখন তাঁরা আশা করেছিলেন খুব ভালো করে কাজ হবে। কারণ পাশের গ্রামে জেলাপরিষদের সভাধিপতির বাড়ি। জেলা সভাধিপতিকে বাড়ি ফিরতে গেলে ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরতে হয়। ফলে সেই রাস্তা ভালো হবে এটাই গ্রামবাসীরা আশা করেছিলেন। কিন্তু তাঁদের অভিযোগ, অতি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে ফলে এর মধ্যেই পিচ উঠতে শুরু করেছে।
মহম্মদ বরদয়াল নামে এক বাসিন্দা বলেন, "সভাধিপতির উদ্দেশে আমরা বলতে চাই, আপনার গ্রামের রাস্তারই যদি এই অবস্থা হয় তাহলে রাজ্যের অন্য গ্রামের রাস্তার হাল কী হবে সেটা সহজেই অনুমান করা যাচ্ছে। নতুন করে যাতে রাস্তা করা হয় সেই দাবি জানাচ্ছি । রাস্তা তৈরির ক্ষেত্রে যেসব নিয়ম মানা উচিত তা মেনে রাস্তা তৈরি করতে হবে । মোট ছয় থেকে সাত কিলোমিটার রাস্তা তৈরির কথা আছে। এখনও পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। সেই কাজ আমরা বন্ধ করে দিয়েছি।"