ETV Bharat / city

Adhir Ranjan Chowdhury : আফগান নাগরিকদের পাশে দাঁড়াক ভারত সরকার, আর্জি অধীরের - Afghanistan

বর্তমান পরিস্থিতিতে ভারত সরকারের আফগানিস্তানের (Afghanistan) নাগরিকদের পাশে থাকা উচিত বলে জানালেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷ এদিন সাংবাদিক সম্মেলনে তিনি একথা জানান ৷

আফগান নাগরিকদের পাশে দাঁড়াক ভারত সরকার, আর্জি অধীরের
আফগান নাগরিকদের পাশে দাঁড়াক ভারত সরকার, আর্জি অধীরের
author img

By

Published : Aug 29, 2021, 6:29 PM IST

বহরমপুর, 29 অগস্ট : কেন্দ্রীয় সরকারের কাছে অগ্নিগর্ভ আফগানিস্তান (Afghanistan) থেকে সহযোগী ইচ্ছুক আফগান নাগরিকদের ভারতে ফিরিয়ে আনার আর্জি জানালেন লোকসভার কংগ্রেস দলের নেতা অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। এদিন বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে অধীর বলেন, "এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের সতর্কতার সঙ্গে দেশে ফিরিয়ে আনা উচিত । সেই সঙ্গে আমি সরকারের কাছে আর্জি জানাব, যেসমস্ত আফগান নাগরিক ভারত সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁরা চাইলে তাঁদের যেন নিরাপদে ফিরিয়ে আনা হয় । আমাদের যাঁরা সমর্থন করেছেন তাঁদের কোনভাবেই যেন বিপদের মুখে ফেলে না আসি ।"

সাংবাদিক বৈঠকে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েই সওয়াল করলেন বহরমপুরের সাংসদ ৷ বলেন, "আফগানিস্তান নিয়ে ভারত সরকারের গভীরভাবে ভাবা উচিত । আফগানিস্তান থেকে ভারতবর্ষ যেন সরে না যায় সেটা মাথায় রাখতে হবে । আফগানিস্তানের সঙ্গে আমাদের শতাব্দী প্রাচীন সম্পর্ক । ওখানকার মানুষ ভারতবর্ষকে ভীষণভাবে সমর্থন করেন । সেখানকার 64 শতাংশ মানুষ ভারতের পক্ষে । মাত্র 4 শতাংশ মানুষ পাকিস্তানকে সমর্থন করেন । ওই দেশের উন্নয়নের জন্য ভারত 3 বিলিয়ন ডলার খরচ করেছে । পার্লামেন্ট থেকে শুরু করে সালমা ড্যাম ভারত করে দিয়েছে । মনমোহন সিং সরকারের আমলে স্ট্যাটেজিক চুক্তি হয়েছিল । আফগানিস্তানের মাধ্যমে ভারত সরাসরি বাণিজ্য করতে পারে সিআইএস (Commonwealth of Independent States- CIS) দেশগুলির সঙ্গে । বিশেষ করে কাজাকিস্তান, উজবেকিস্তান, ইরাক, ইরানের সঙ্গে বাণিজ্য করতে পারে ভারত । তাই এই মুহূর্তে শুধু ভারতীয় নাগরিকদের সতর্কতার সঙ্গে সরিয়ে আনার পাশাপাশি আমি ভারত সরকারের কাছে অনুরোধ করব যে, সমস্ত আফগান নাগরিক বিভিন্নভাবে ভারতকে সমর্থন করেছেন, তাঁরা চাইলে তাঁদেরকেও যেন দেশ থেকে সরিয়ে আনা হয় ।"

একইসঙ্গে আফগানিস্তান থেকে আমেরিকা সেনা ফিরিয়ে আনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস সাংসদ ।

বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানের পাশে দাঁড়াক ভারত সরকার, চান অধীর ৷

আরও পড়ুন : Rajnath Singh: ছায়াযুদ্ধ চালাচ্ছে পাকিস্তান ! কাবুল প্রশ্নে কৌশল বদলের ভাবনা দিল্লির

বহরমপুর, 29 অগস্ট : কেন্দ্রীয় সরকারের কাছে অগ্নিগর্ভ আফগানিস্তান (Afghanistan) থেকে সহযোগী ইচ্ছুক আফগান নাগরিকদের ভারতে ফিরিয়ে আনার আর্জি জানালেন লোকসভার কংগ্রেস দলের নেতা অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। এদিন বহরমপুরে এক সাংবাদিক বৈঠকে অধীর বলেন, "এই পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের সতর্কতার সঙ্গে দেশে ফিরিয়ে আনা উচিত । সেই সঙ্গে আমি সরকারের কাছে আর্জি জানাব, যেসমস্ত আফগান নাগরিক ভারত সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাঁরা চাইলে তাঁদের যেন নিরাপদে ফিরিয়ে আনা হয় । আমাদের যাঁরা সমর্থন করেছেন তাঁদের কোনভাবেই যেন বিপদের মুখে ফেলে না আসি ।"

সাংবাদিক বৈঠকে আফগানিস্তানের পাশে দাঁড়িয়েই সওয়াল করলেন বহরমপুরের সাংসদ ৷ বলেন, "আফগানিস্তান নিয়ে ভারত সরকারের গভীরভাবে ভাবা উচিত । আফগানিস্তান থেকে ভারতবর্ষ যেন সরে না যায় সেটা মাথায় রাখতে হবে । আফগানিস্তানের সঙ্গে আমাদের শতাব্দী প্রাচীন সম্পর্ক । ওখানকার মানুষ ভারতবর্ষকে ভীষণভাবে সমর্থন করেন । সেখানকার 64 শতাংশ মানুষ ভারতের পক্ষে । মাত্র 4 শতাংশ মানুষ পাকিস্তানকে সমর্থন করেন । ওই দেশের উন্নয়নের জন্য ভারত 3 বিলিয়ন ডলার খরচ করেছে । পার্লামেন্ট থেকে শুরু করে সালমা ড্যাম ভারত করে দিয়েছে । মনমোহন সিং সরকারের আমলে স্ট্যাটেজিক চুক্তি হয়েছিল । আফগানিস্তানের মাধ্যমে ভারত সরাসরি বাণিজ্য করতে পারে সিআইএস (Commonwealth of Independent States- CIS) দেশগুলির সঙ্গে । বিশেষ করে কাজাকিস্তান, উজবেকিস্তান, ইরাক, ইরানের সঙ্গে বাণিজ্য করতে পারে ভারত । তাই এই মুহূর্তে শুধু ভারতীয় নাগরিকদের সতর্কতার সঙ্গে সরিয়ে আনার পাশাপাশি আমি ভারত সরকারের কাছে অনুরোধ করব যে, সমস্ত আফগান নাগরিক বিভিন্নভাবে ভারতকে সমর্থন করেছেন, তাঁরা চাইলে তাঁদেরকেও যেন দেশ থেকে সরিয়ে আনা হয় ।"

একইসঙ্গে আফগানিস্তান থেকে আমেরিকা সেনা ফিরিয়ে আনার তীব্র নিন্দা করেছেন কংগ্রেস সাংসদ ।

বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানের পাশে দাঁড়াক ভারত সরকার, চান অধীর ৷

আরও পড়ুন : Rajnath Singh: ছায়াযুদ্ধ চালাচ্ছে পাকিস্তান ! কাবুল প্রশ্নে কৌশল বদলের ভাবনা দিল্লির

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.