ETV Bharat / city

নাগরিকপঞ্জি নিয়ে অসমে BJP সরকার ল্যাজেগোবরে : অধীর - Congrees attacks BJP on NRC issue

NRC ইশুতে আজ কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরি ৷

অধীররঞ্জন চৌধুরি
author img

By

Published : Sep 10, 2019, 5:35 PM IST

Updated : Sep 10, 2019, 11:47 PM IST

বহরমপুর, 10 সেপ্টেম্বর : NRC ইশুতে "রাজ্যসহ মুর্শিদাবাদের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে ৷" আজ এই অভিযোগ করেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরি ৷ বহরমপুরে দলীয় কার্যালয়ে বসে NRC ইশুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তিনি ৷

অধীর বলেন,"NRC অসমকেন্দ্রীক ৷ তালিকা তৈরি করতে গিয়ে অসমে BJP সরকারের ল্যাজেগোবরে অবস্থা হয়েছে ৷" তিনি প্রশ্ন তুলেছেন, "অসমে যাঁদের বিদেশি বলে চিহ্নিত করা হয়েছে বা হবে, তাঁদের নিয়ে কী করবে এই সরকার ? কারণ ক'দিন আগে বাংলাদেশ গিয়েছিলেন বিদেশমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ৷ তাঁরা গিয়ে বাংলাদেশ সরকারকে জানিয়ে এসেছেন , NRC দেশের আভ্যন্তরীণ ব্যপার ৷ বিদেশি চিহ্নিত করে ভারত থেকে কাউকে বাংলাদেশে পাঠানো হবে না ৷ তাই-ই যদি হয় তাহলে বিদেশি চিহ্নিত করার পর তাঁদের কোথায় নিয়ে যাওয়া হবে ? জেলে ঢোকানো হবে ? নাকি ডিটেনশন ক্যাম্পে ? কী করা হবে? এই নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও স্পষ্ট নীতি নেই ৷ "

ভিডিয়োয় শুনুন বক্তব্য...

উল্লেখ্য, প্রায় সাড়ে 11 লাখ হিন্দু সহ মোট 19 লাখ লোকের নাম অসমে NRC থেকে বাদ পড়েছে । অধীর বলেন, "সরকার এসব আতঙ্ক ছড়াতে, সাম্প্রদায়িক বিভাজন তৈরির জন্য করছে ৷ অসমে নাগরিকপঞ্জি তালিকায় কারগিল সীমান্তে যাঁরা লড়াই করেছেন তাঁদের নাম নেই ৷ চন্দ্রযান অভিযানের সঙ্গে যুক্ত বিজ্ঞানী জিতেন্দ্রনাথ গোস্বামীর নাম তালিকা থেকে বাদ পড়েছে ৷ দেশের প্রাক্তন রাষ্ট্রপতির পরিবারও NRC তালিকা থেকে বাদ পড়ে এখন বিদেশি ৷ "

বহরমপুর, 10 সেপ্টেম্বর : NRC ইশুতে "রাজ্যসহ মুর্শিদাবাদের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে ৷" আজ এই অভিযোগ করেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরি ৷ বহরমপুরে দলীয় কার্যালয়ে বসে NRC ইশুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তিনি ৷

অধীর বলেন,"NRC অসমকেন্দ্রীক ৷ তালিকা তৈরি করতে গিয়ে অসমে BJP সরকারের ল্যাজেগোবরে অবস্থা হয়েছে ৷" তিনি প্রশ্ন তুলেছেন, "অসমে যাঁদের বিদেশি বলে চিহ্নিত করা হয়েছে বা হবে, তাঁদের নিয়ে কী করবে এই সরকার ? কারণ ক'দিন আগে বাংলাদেশ গিয়েছিলেন বিদেশমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ৷ তাঁরা গিয়ে বাংলাদেশ সরকারকে জানিয়ে এসেছেন , NRC দেশের আভ্যন্তরীণ ব্যপার ৷ বিদেশি চিহ্নিত করে ভারত থেকে কাউকে বাংলাদেশে পাঠানো হবে না ৷ তাই-ই যদি হয় তাহলে বিদেশি চিহ্নিত করার পর তাঁদের কোথায় নিয়ে যাওয়া হবে ? জেলে ঢোকানো হবে ? নাকি ডিটেনশন ক্যাম্পে ? কী করা হবে? এই নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও স্পষ্ট নীতি নেই ৷ "

ভিডিয়োয় শুনুন বক্তব্য...

উল্লেখ্য, প্রায় সাড়ে 11 লাখ হিন্দু সহ মোট 19 লাখ লোকের নাম অসমে NRC থেকে বাদ পড়েছে । অধীর বলেন, "সরকার এসব আতঙ্ক ছড়াতে, সাম্প্রদায়িক বিভাজন তৈরির জন্য করছে ৷ অসমে নাগরিকপঞ্জি তালিকায় কারগিল সীমান্তে যাঁরা লড়াই করেছেন তাঁদের নাম নেই ৷ চন্দ্রযান অভিযানের সঙ্গে যুক্ত বিজ্ঞানী জিতেন্দ্রনাথ গোস্বামীর নাম তালিকা থেকে বাদ পড়েছে ৷ দেশের প্রাক্তন রাষ্ট্রপতির পরিবারও NRC তালিকা থেকে বাদ পড়ে এখন বিদেশি ৷ "

Intro:NRC নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন অধীর। বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকেই এই মন্তব্য করেন। Body:বহরমপুর - আতঙ্ক সৃষ্টি আর সাম্প্রদায়িক বিভাহনের লক্ষ্যে NRCর প্রচার চালানো হচ্ছে। মঙ্গলবার বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন লোকসভার বিরোধী নেতা অধীর চোধুরী। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, বিদেশি হিসাবে যাদের চিহ্নিত করা হচ্ছে তাদের বাংলাদেশ না পাঠালে সরকার তাদের কোথায় রাখবে?
পশ্চিমবঙ্গে NRC ইস্যুতে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস, বামেরা এক সুর বেঁধেই প্রতিবাদে নেমেছে। পথে নেমে NRC নিয়ে তৃণমূল তাদের অবস্থান ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে। এদিন বহরমপুরে সাংবাদিক বৈঠকে অধীরবাবু বলেন, NRC আসাম কেন্দ্রীক। সেখানে বিজেপির NRC নিয়ে ল্যাজে গোবরে অবস্থা তৈরি হয়েছে। ১৯ লক্ষ নাম বাদ গিয়েছে। তারমধ্যে ১৪ লাখ হিন্দু, ৫ লাখ মুসলিম। চন্দ্রযান-২ অভিযানে যুক্ত বিশিষ্ট বিজ্ঞানি জীতেন্দ্রনাথ গোস্বামী থেকে শুরু কার্গিল যুদ্ধের সৈনিকের নামও বাদ গিয়েছে। বাংলাদেশে গিয়ে ভারতের বিদেশমন্ত্রী বলে এসেছেন, বিদেশি হিসাবে যাদের চিহ্নিত করা হচ্ছে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে না। তাহলে তাদের কোথায় রাখবে সরকার? জেলে রাখবে না ডিশেনশন ক্যাম্পে পাঠানো হবে? সরকারের কোন স্পষ্ট নীতি নাই। পশ্চিমবঙ্গ সহ মুর্শিদাবাদে NRC প্রশ্নে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। আসলে NRC র প্রচার চালিয়ে সরকার আতঙ্ক সৃষ্টি করছে সাম্প্রতিক বিভাজনের লক্ষ্যে।Conclusion:NRC নিয়ে কেন্দ্রের সমালোচনার পাশাপাশি বিজেপির এই বিষয়ে স্পষ্ট নীতি নেই বলেও অভিযোগ তোলেন।
Last Updated : Sep 10, 2019, 11:47 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.