ETV Bharat / city

কুলটির তৃণমূল নেতার বাড়িতে বন্দুক নিয়ে হামলা যুবকের - gunman attacked Trinamool leaders house

কুলটির মিঠানি গ্রামে তৃণমূল নেতা চিন্তাহরণ চট্টোপাধ্যায়ের বাড়িতে হঠাৎই ঢুকে পড়ে এক বন্দুকবাজ । তৃণমূল নেতার ভাইকে আক্রমণ করে সে । তবে পরিবারের সদস্যরা বাধা দেওয়ায় ওই যুবক পালিয়ে যায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

ছবি
ছবি
author img

By

Published : May 20, 2020, 9:17 AM IST

আসানসোল, 20 মে : কুলটির মিঠানি গ্রামে তৃণমূল নেতা চিন্তাহরণ চট্টোপাধ্যায়ের বাড়িতে হঠাৎই ঢুকে পড়ে এক বন্দুকবাজ । জানা গেছে, সে তৃণমূল নেতার ভাইকেই আক্রমণ করতে গেছিল। কিন্তু পরিবারের সবাই মিলে প্রতিহত করায় বন্দুক ও বাইক ফেলেই পালিয়ে যায় সে ।

গতকাল দুপুরে কুলটির মিঠানি গ্রামে তৃণমূল নেতা চিন্তাহরণ চট্টোপাধ্যায়ের বাড়িতে গ্রামেরই এক যুবক বাইক নিয়ে আসে । প্রতিবেশীরা তাকে দেখতে পেলেও, অনেকেই নেতার বাড়িতে আসেন ভেবে এড়িয়ে যান । ঘটনার সময় চিন্তাহরণবাবু বাড়িতে ছিলেন না । অভিযোগ, তাঁর ভাই মনোরঞ্জন চট্টোপাধ্যায়কে সামনে পেয়ে ওই যুবক মারতে উদ্যত হয় । এরপর পিস্তল বের করতে যায়। কিন্তু পরিবারের সদস্যরা সেই ঘটনা দেখতে পেয়ে সকলে মিলে যুবককে ধাক্কা দিয়ে ফেলে দেন । পিস্তল ছিটকে পড়ে । বেগতিক দেখে যুবক পিস্তল ও নিজের বাইক সেখানেই ফেলে রেখে পালায় । খবর পেয়ে আসে কুলটি থানার পুলিশ । ঘটনাস্থান থেকে পিস্তল ও বাইকটি উদ্ধার করে তারা ।

কিন্তু কেন এই ঘটনা ? চিন্তাহরণবাবু জানান, " আমার ভাইয়ের একটি অ্যাম্বুলেন্স আছে । যেটি ECL-এ লিজ়ে চলে । সেই অ্যাম্বুলেন্সটি চালাত অভিযুক্ত যুবক হিরণ বাউরি । ECL-এর পক্ষ থেকে চালকের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়ার পর তাকে ছাড়িয়ে দেওয়া হয় । তারপর থেকেই আমার ভাইকে হুমকি দিত সে । মনে হচ্ছে, সেই কারণেই এই হামলা ।" তবে রাজনৈতিক মদতের সম্ভাবনাও উড়িয়ে দেননি চিন্তাহরণ চট্টোপাধ্যায় । বর্তমানে তিনি কুলটি ব্লক তৃণমূলের সম্পাদক । যেই যুবক আক্রমণ করেছে তার দাদা BJP শিবিরের । এক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলের মদতেরও অভিযোগ তোলেন তিনি ।

কুলটি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । যদিও ঘটনার পর থেকে হিরণ এবং তার পরিবারের সদ্যসরা পলাতক।

আসানসোল, 20 মে : কুলটির মিঠানি গ্রামে তৃণমূল নেতা চিন্তাহরণ চট্টোপাধ্যায়ের বাড়িতে হঠাৎই ঢুকে পড়ে এক বন্দুকবাজ । জানা গেছে, সে তৃণমূল নেতার ভাইকেই আক্রমণ করতে গেছিল। কিন্তু পরিবারের সবাই মিলে প্রতিহত করায় বন্দুক ও বাইক ফেলেই পালিয়ে যায় সে ।

গতকাল দুপুরে কুলটির মিঠানি গ্রামে তৃণমূল নেতা চিন্তাহরণ চট্টোপাধ্যায়ের বাড়িতে গ্রামেরই এক যুবক বাইক নিয়ে আসে । প্রতিবেশীরা তাকে দেখতে পেলেও, অনেকেই নেতার বাড়িতে আসেন ভেবে এড়িয়ে যান । ঘটনার সময় চিন্তাহরণবাবু বাড়িতে ছিলেন না । অভিযোগ, তাঁর ভাই মনোরঞ্জন চট্টোপাধ্যায়কে সামনে পেয়ে ওই যুবক মারতে উদ্যত হয় । এরপর পিস্তল বের করতে যায়। কিন্তু পরিবারের সদস্যরা সেই ঘটনা দেখতে পেয়ে সকলে মিলে যুবককে ধাক্কা দিয়ে ফেলে দেন । পিস্তল ছিটকে পড়ে । বেগতিক দেখে যুবক পিস্তল ও নিজের বাইক সেখানেই ফেলে রেখে পালায় । খবর পেয়ে আসে কুলটি থানার পুলিশ । ঘটনাস্থান থেকে পিস্তল ও বাইকটি উদ্ধার করে তারা ।

কিন্তু কেন এই ঘটনা ? চিন্তাহরণবাবু জানান, " আমার ভাইয়ের একটি অ্যাম্বুলেন্স আছে । যেটি ECL-এ লিজ়ে চলে । সেই অ্যাম্বুলেন্সটি চালাত অভিযুক্ত যুবক হিরণ বাউরি । ECL-এর পক্ষ থেকে চালকের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়ার পর তাকে ছাড়িয়ে দেওয়া হয় । তারপর থেকেই আমার ভাইকে হুমকি দিত সে । মনে হচ্ছে, সেই কারণেই এই হামলা ।" তবে রাজনৈতিক মদতের সম্ভাবনাও উড়িয়ে দেননি চিন্তাহরণ চট্টোপাধ্যায় । বর্তমানে তিনি কুলটি ব্লক তৃণমূলের সম্পাদক । যেই যুবক আক্রমণ করেছে তার দাদা BJP শিবিরের । এক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলের মদতেরও অভিযোগ তোলেন তিনি ।

কুলটি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । যদিও ঘটনার পর থেকে হিরণ এবং তার পরিবারের সদ্যসরা পলাতক।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.