ETV Bharat / city

ভাঙা পায়ে খেলা হবে, বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে দেওয়াল লিখন তৃণমূলের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

জামুড়িয়ায় তৃণমূলের ভোট প্রচারের দেওয়াল লিখনে মমতার ভাঙা পায়ের কার্টুন ৷ আর সেখানে লেখা ‘‘ভাঙা পায়ে খেলা হবে ৷’’ সেই সঙ্গে মিঠুন চক্রবর্তী ও নরেন্দ্র মোদির কার্টুনও জায়গা পেয়েছে দেওয়াল লিখনে ৷

west bengal assembly election 2021 bhanga paye khela hobe message of tmcs writing on the wall in jamuria asansol
তৃণমূলের দেওয়াল লিখনে মমতার ‘‘ভাঙা পায়ে খেলা হবে’’
author img

By

Published : Mar 13, 2021, 10:57 PM IST

জামুরিয়া (আসানসোল) ,13 মার্চ : ভোট প্রচারে এবার তৃণমূলের হাতিয়ার দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙা পা ৷ যেখানে আসানসোলের জামুড়িয়ায় প্রতিপক্ষ বিজেপি এবং সিপিআইএম-কে দেওয়াল লিখনের মাধ্যমে অভিনব বার্তা তৃণমূলের ৷ লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙা পায়ে ফুটবল এবং সঙ্গে লেখা ‘‘ভাঙা পায়ে খেলা হবে’’ ৷ তেমনি দেওয়াল লিখনে ফুটে উঠেছে মিঠুন চক্রবর্তী এবং নরেন্দ্র মোদির কার্টুন ৷

মুখ্যমন্ত্রীর পা ভাঙার পর তৃণমূলের প্রচার কর্মসূচি অনেকটাই ধাক্কা খেয়েছে ৷ তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভাঙা পা-কেই ভোটের লড়াইয়ে হাতিয়ার করেছে তৃণমূল ৷ দেওয়াল লিখনে ফুটিয়ে তোলা হল মমতার ভাঙা পা-কে ৷ আর তৃণমূল নেত্রীর ভাঙা পায়ে ফুটবলের ছবি ৷ সেই সঙ্গে প্রতিপক্ষকে বার্তা ‘‘ভাঙা পায়ে খেলা হবে ৷’’ সেই সঙ্গে দিলীপ ঘোষ এবং সুজন চক্রবর্তীর নাম করে লেখা- ‘‘দিলীপ-সুজন আসছো কবে ? ভাঙা পায়ে খেলা হবে ৷’’

আরও পড়ুন : ঐশীর নামে দেওয়াল লিখন শুরু জামুড়িয়ায়

west bengal assembly election 2021 bhanga paye khela hobe message of tmcs writing on the wall in jamuria asansol
টুম্পা সোনা গানে মিঠুন ও মোদির কার্টুন

তবে, শুধুই দিলীপ বা সুজন না ৷ মিঠুন চক্রবর্তীকেও আক্রমণ করা হয়েছে দেওয়াল লিখনে ৷ কার্টুনে টুম্পা সোনা গানের লাইন তুলে মিঠুনকে নিশানা করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে, ‘‘সব স্বপ্ন হবে সত্যি, বলছে - মিঠুন চক্রবর্তী ৷’’ পাশে নরেন্দ্র মোদির কার্টুন ৷ আর মোদির মুখ দিয়ে বলানো হচ্ছে- ‘‘মিঠুন দা নাচুন না ৷’’ আর এই কার্টুন দেওয়াল লিখন নজর কেড়েছে সবার ৷ যা নির্বাচনী প্রচারে অন্যমাত্রা যোগ করেছে জামুড়িয়া কেন্দ্রে ৷ প্রসঙ্গত, জামুড়িয়া থেকে সিপিআইএমের প্রার্থী হয়েছেন জেএনইউ-র সভাপতি ঐশী ঘোষ ৷ আর তাঁর প্রতিপক্ষ আসানসোল কলিয়ারির শ্রমিক নেতা হরেরাম সিং ৷

তৃণমূলের দেওয়াল লিখনে মমতার ‘‘ভাঙা পায়ে খেলা হবে’’

জামুরিয়া (আসানসোল) ,13 মার্চ : ভোট প্রচারে এবার তৃণমূলের হাতিয়ার দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙা পা ৷ যেখানে আসানসোলের জামুড়িয়ায় প্রতিপক্ষ বিজেপি এবং সিপিআইএম-কে দেওয়াল লিখনের মাধ্যমে অভিনব বার্তা তৃণমূলের ৷ লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙা পায়ে ফুটবল এবং সঙ্গে লেখা ‘‘ভাঙা পায়ে খেলা হবে’’ ৷ তেমনি দেওয়াল লিখনে ফুটে উঠেছে মিঠুন চক্রবর্তী এবং নরেন্দ্র মোদির কার্টুন ৷

মুখ্যমন্ত্রীর পা ভাঙার পর তৃণমূলের প্রচার কর্মসূচি অনেকটাই ধাক্কা খেয়েছে ৷ তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভাঙা পা-কেই ভোটের লড়াইয়ে হাতিয়ার করেছে তৃণমূল ৷ দেওয়াল লিখনে ফুটিয়ে তোলা হল মমতার ভাঙা পা-কে ৷ আর তৃণমূল নেত্রীর ভাঙা পায়ে ফুটবলের ছবি ৷ সেই সঙ্গে প্রতিপক্ষকে বার্তা ‘‘ভাঙা পায়ে খেলা হবে ৷’’ সেই সঙ্গে দিলীপ ঘোষ এবং সুজন চক্রবর্তীর নাম করে লেখা- ‘‘দিলীপ-সুজন আসছো কবে ? ভাঙা পায়ে খেলা হবে ৷’’

আরও পড়ুন : ঐশীর নামে দেওয়াল লিখন শুরু জামুড়িয়ায়

west bengal assembly election 2021 bhanga paye khela hobe message of tmcs writing on the wall in jamuria asansol
টুম্পা সোনা গানে মিঠুন ও মোদির কার্টুন

তবে, শুধুই দিলীপ বা সুজন না ৷ মিঠুন চক্রবর্তীকেও আক্রমণ করা হয়েছে দেওয়াল লিখনে ৷ কার্টুনে টুম্পা সোনা গানের লাইন তুলে মিঠুনকে নিশানা করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে, ‘‘সব স্বপ্ন হবে সত্যি, বলছে - মিঠুন চক্রবর্তী ৷’’ পাশে নরেন্দ্র মোদির কার্টুন ৷ আর মোদির মুখ দিয়ে বলানো হচ্ছে- ‘‘মিঠুন দা নাচুন না ৷’’ আর এই কার্টুন দেওয়াল লিখন নজর কেড়েছে সবার ৷ যা নির্বাচনী প্রচারে অন্যমাত্রা যোগ করেছে জামুড়িয়া কেন্দ্রে ৷ প্রসঙ্গত, জামুড়িয়া থেকে সিপিআইএমের প্রার্থী হয়েছেন জেএনইউ-র সভাপতি ঐশী ঘোষ ৷ আর তাঁর প্রতিপক্ষ আসানসোল কলিয়ারির শ্রমিক নেতা হরেরাম সিং ৷

তৃণমূলের দেওয়াল লিখনে মমতার ‘‘ভাঙা পায়ে খেলা হবে’’
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.