ETV Bharat / city

Vaccine center vandalise : ভ্যাকসিন নেওয়ার ভিডিয়ো তুলতে মানা, রাগে কম্পিউটার আছড়াল দুই ছাত্রী ! - two students vandalise at asansol vaccination center for not allowed to filming video

ভ্যাকসিন নেওয়ার সময় ছবি বা ভিডিয়ো তোলা অল্পবয়সী ছেলেমেয়েদর কাছে যেন বর্তমানে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে ৷ কিন্তু তাই বলে নার্সের নিষেধ সত্ত্বেও এ কী ঘটনা ঘটাল আসানসোলের দুই নামী স্কুলের ছাত্রী (Asansol News) ?

asansol
আসানসোলে কম্পিউটার ভাঙল দুই ছাত্রী
author img

By

Published : Feb 9, 2022, 11:12 AM IST

Updated : Feb 9, 2022, 1:12 PM IST

আসানসোল, 9 জানুয়ারি : প্রতিদিনের মতো মঙ্গলবারও আসানসোল জেলা হাসপাতালে ভ্যাকসিন দেওয়া কাজ চলছিল (Asansol News) ৷ আসানসোলের দুই নামী স্কুলের একাদশ ও নবম শ্রেণির দুই ছাত্রী এদিন ভ্যাকসিন নিতে আসে ৷ ভ্যাকসিন নেওয়ার সময় তারা একে অন্যের ভিডিয়ো করছিল । আর তা দেখে কর্তব্যরত নার্সরা বলেন, ভিডিয়ো করা যাবে না । এ কথা শুনে রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করে হাসপাতালে হুলস্থুল বাধায় দুই ছাত্রী ৷ শুধু তাই নয়, এরপর তারা ফেসিলিটি ম্যানেজারের ঘরে ঢুকে সেখানকার একটি কম্পিউটার আছড়ে মেঝেয় ফেলে দেয় বলে অভিযোগ (Problems on Vaccination Time in Asansol District Hospital)।

খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালের (Asansol District Hospital News) সুপার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট সুপার এবং অন্যান্য আধিকারিকরা পৌঁছান ফেসিলিটি ম্যানেজারের কেবিনে । সেখানে দীর্ঘক্ষণ ওই দুই ছাত্রীকে আটকে রাখা হয় । এরপর আসানসোল দক্ষিণ থানার পুলিশকে খবর দেওয়া হলে তাঁরা এসে এক ছাত্রীকে আটক করে নিয়ে যায় । যদিও আসানসোল জেলা হাসপাতাল প্রশাসক এখনই বিষয়টাকে নিয়ে খুব কড়া পদক্ষেপ নিতে চাইছেন না বলে জানা গিয়েছে ।

আসানসোলে কম্পিউটার ভাঙল দুই ছাত্রী

এই বিষয়ে আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস বলেন, "দীর্ঘদিন ধরে করোনার কারণে স্কুল বন্ধ হওয়ায় তারা হতাশাগ্রস্ত হয়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে ৷ ওদের এই আচরণ আমাদেরও ভাবাচ্ছে । সামান্য ভিডিয়ো তুলতে নিষেধ করায় কম্পিউটার আছড়ে ফেলল । ওরা দু'জনেই ছাত্রী এবং ওদের একটা ভবিষ্যত আছে । সেই কারণে আমরা পুলিশকে জানালেও খুব বেশি কিছু করছি না আপাতত । তবে ওই দুই ছাত্রীর বাড়ির লোকদের জানানোর পাশাপাশি তাদের স্কুল কর্তৃপক্ষদেরও কেউ গোটা বিষয়টি জানাব ।"

আরও পড়ুন : School Reopen : দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাইস্কুলের সামনের মাঠে শুরু ‘পাড়ায় শিক্ষালয়’

আসানসোল, 9 জানুয়ারি : প্রতিদিনের মতো মঙ্গলবারও আসানসোল জেলা হাসপাতালে ভ্যাকসিন দেওয়া কাজ চলছিল (Asansol News) ৷ আসানসোলের দুই নামী স্কুলের একাদশ ও নবম শ্রেণির দুই ছাত্রী এদিন ভ্যাকসিন নিতে আসে ৷ ভ্যাকসিন নেওয়ার সময় তারা একে অন্যের ভিডিয়ো করছিল । আর তা দেখে কর্তব্যরত নার্সরা বলেন, ভিডিয়ো করা যাবে না । এ কথা শুনে রেগে গিয়ে চিৎকার চেঁচামেচি করে হাসপাতালে হুলস্থুল বাধায় দুই ছাত্রী ৷ শুধু তাই নয়, এরপর তারা ফেসিলিটি ম্যানেজারের ঘরে ঢুকে সেখানকার একটি কম্পিউটার আছড়ে মেঝেয় ফেলে দেয় বলে অভিযোগ (Problems on Vaccination Time in Asansol District Hospital)।

খবর পেয়ে আসানসোল জেলা হাসপাতালের (Asansol District Hospital News) সুপার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট সুপার এবং অন্যান্য আধিকারিকরা পৌঁছান ফেসিলিটি ম্যানেজারের কেবিনে । সেখানে দীর্ঘক্ষণ ওই দুই ছাত্রীকে আটকে রাখা হয় । এরপর আসানসোল দক্ষিণ থানার পুলিশকে খবর দেওয়া হলে তাঁরা এসে এক ছাত্রীকে আটক করে নিয়ে যায় । যদিও আসানসোল জেলা হাসপাতাল প্রশাসক এখনই বিষয়টাকে নিয়ে খুব কড়া পদক্ষেপ নিতে চাইছেন না বলে জানা গিয়েছে ।

আসানসোলে কম্পিউটার ভাঙল দুই ছাত্রী

এই বিষয়ে আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস বলেন, "দীর্ঘদিন ধরে করোনার কারণে স্কুল বন্ধ হওয়ায় তারা হতাশাগ্রস্ত হয়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে ৷ ওদের এই আচরণ আমাদেরও ভাবাচ্ছে । সামান্য ভিডিয়ো তুলতে নিষেধ করায় কম্পিউটার আছড়ে ফেলল । ওরা দু'জনেই ছাত্রী এবং ওদের একটা ভবিষ্যত আছে । সেই কারণে আমরা পুলিশকে জানালেও খুব বেশি কিছু করছি না আপাতত । তবে ওই দুই ছাত্রীর বাড়ির লোকদের জানানোর পাশাপাশি তাদের স্কুল কর্তৃপক্ষদেরও কেউ গোটা বিষয়টি জানাব ।"

আরও পড়ুন : School Reopen : দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি হাইস্কুলের সামনের মাঠে শুরু ‘পাড়ায় শিক্ষালয়’

Last Updated : Feb 9, 2022, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.