আসানসোল, 9 মে : অমিত শাহর বাংলা সফরের পরেই জিতেন্দ্র তিওয়ারির বিতর্কিত টুইট ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা (BJP Leader Jitendra Tiwari's Controversial Tweet) । প্রশ্ন উঠেছে, তাহলে কি জিতেন্দ্র তৃণমূলে ফিরতে চান বলেই বেসুরো মন্তব্য করছেন ? এই পরিস্থিতিতে জিতেন্দ্র তিওয়ারিকে সমর্থন করলেন তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাশন দাশু (TMC Leader V Sivadasan Dasu Supports BJPs Jitendra Tiwari Controversial Tweet) ৷ ফলে আসানসোলের প্রাক্তন মেয়রের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা আরও বেড়েছে শিল্পশহরে ৷
গতকাল, রবিবার ওই টুইট করেন জিতেন্দ্র৷ তিনি লেখেন, "বাংলাকে জিততে চান? তাহলে বাংলার মানুষের মন জয় করুন ৷" অনেকের মতে, এই টুইট জিতেন্দ্র তিওয়ারি অমিত শাহর উদ্দেশ্যেই করেছেন ৷ সোশ্যাল মিডিয়ায় বিজেপি কর্মীরা কেউ কেউ তাঁকে বিশ্বাসঘাতক বলেও অভিহিত করছেন এই মন্তব্যের জন্য ।
যদিও বিষয়টি নিয়ে বিতর্কের কিছু দেখছেন না জিতেন্দ্র তেওয়ারি নিজে । তিনি বলেন, "এতে বিতর্কের কিছু নেই । এটা সাধারণ ব্যাপার । আমি টুইটে বলেছি, বাংলা জয় করতে হলে বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষের মন জয় করতে হবে । পারিনি আমরা, আমি নিজেও পারিনি । তাই তো পরাজিত হয়েছি । আমার এলাকায় সংখ্যাগরিষ্ঠ মানুষের যদি মন জয় করতে পারতাম, তাহলে আমি পরাজিত হতাম না । আগামিদিনে সেটা করতে হবে । এখন থেকে নামতে হবে । আমাদের কাছে মানুষের কী প্রত্যাশা আছে সেটা দেখতে হবে ।''
অন্যদিকে এই ইস্যুতে জিতেন্দ্র তিওয়ারির পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাশন দাশু । তিনি বলেন, "আজকে জিতেন বলেছে, ভালো লাগছে । ও দেরিতে এই কথা বলেছে । একসময় বিনাশকালে বিপরীত বুদ্ধিতে ও চলে গিয়েছিল । আজ বুঝে গিয়েছে । আজকে যে কথা বলছে, সেই কথা আমরা একশোবার সমর্থন করছি । মানুষের মন জিততে হবে । পশ্চিমবঙ্গের মানুষের মন জিতেছেন মমতাদি । আর তাই পশ্চিমবঙ্গের মানুষ মমতাদিকে মনের মধ্যে রাখে ।"
ভি শিবদাশন দাশুর এই মন্তব্যের পর আসানসোল জুড়ে নতুন গুঞ্জন, তাহলে জিতেন্দ্র তেওয়ারির কি তৃণমূলে ফেরা এবার স্রেফ সময়ের অপেক্ষা ? যদিও তাঁর ফেরার বিষয় নিয়ে নিশ্চিত কেউ কোনও মন্তব্য করতে চাননি কেউ ।
আরও পড়ুন : Dilip's Reaction on Jitendra : ঠিক কথা বলেছেন জিতেন্দ্র, প্রতিক্রিয়া দিলীপ ঘোষের