ETV Bharat / city

Jitendra Tweet Controversy : বিজেপির জিতেন্দ্রর সমর্থনে এগিয়ে এলেন তৃণমূলের দাশু, বাড়ল রাজনৈতিক জল্পনা - BJP Leader Jitendra Tiwari's Controversial Tweet

বঙ্গ-জয়ের জন্য আগে বাঙালির মন জয় প্রয়োজন ৷ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (BJP Leader Jitendra Tiwari) এই টুইট ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা ৷ এবার সেই জল্পনা আরও বাড়ালেন তৃণমূলের ভি শিবদাশন দাশু (TMC Leader V Sivadasan Dasu) ৷ জিতেন্দ্রর সমর্থনের এগিয়ে এলেন তিনি ৷

tmc-leader-v-sivadasan-dasu-supports-bjps-jitendra-tiwari-controversial-tweet
Jitendra Tweet Controversy : বিজেপির জিতেন্দ্রর সমর্থনে এগিয়ে এলেন তৃণমূলের দাশু, বাড়ল রাজনৈতিক জল্পনা
author img

By

Published : May 9, 2022, 5:47 PM IST

আসানসোল, 9 মে : অমিত শাহর বাংলা সফরের পরেই জিতেন্দ্র তিওয়ারির বিতর্কিত টুইট ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা (BJP Leader Jitendra Tiwari's Controversial Tweet) । প্রশ্ন উঠেছে, তাহলে কি জিতেন্দ্র তৃণমূলে ফিরতে চান বলেই বেসুরো মন্তব্য করছেন ? এই পরিস্থিতিতে জিতেন্দ্র তিওয়ারিকে সমর্থন করলেন তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাশন দাশু (TMC Leader V Sivadasan Dasu Supports BJPs Jitendra Tiwari Controversial Tweet) ৷ ফলে আসানসোলের প্রাক্তন মেয়রের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা আরও বেড়েছে শিল্পশহরে ৷

tmc leader v sivadasan dasu supports bjps jitendra tiwari controversial tweet
জিতেন্দ্র তিওয়ারির সেই টুইট

গতকাল, রবিবার ওই টুইট করেন জিতেন্দ্র৷ তিনি লেখেন, "বাংলাকে জিততে চান? তাহলে বাংলার মানুষের মন জয় করুন ৷" অনেকের মতে, এই টুইট জিতেন্দ্র তিওয়ারি অমিত শাহর উদ্দেশ্যেই করেছেন ৷ সোশ্যাল মিডিয়ায় বিজেপি কর্মীরা কেউ কেউ তাঁকে বিশ্বাসঘাতক বলেও অভিহিত করছেন এই মন্তব্যের জন্য ।

যদিও বিষয়টি নিয়ে বিতর্কের কিছু দেখছেন না জিতেন্দ্র তেওয়ারি নিজে । তিনি বলেন, "এতে বিতর্কের কিছু নেই । এটা সাধারণ ব্যাপার । আমি টুইটে বলেছি, বাংলা জয় করতে হলে বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষের মন জয় করতে হবে । পারিনি আমরা, আমি নিজেও পারিনি । তাই তো পরাজিত হয়েছি । আমার এলাকায় সংখ্যাগরিষ্ঠ মানুষের যদি মন জয় করতে পারতাম, তাহলে আমি পরাজিত হতাম না । আগামিদিনে সেটা করতে হবে । এখন থেকে নামতে হবে । আমাদের কাছে মানুষের কী প্রত্যাশা আছে সেটা দেখতে হবে ।''

বিজেপির জিতেন্দ্রর সমর্থনে এগিয়ে এলেন তৃণমূলের দাশু, বাড়ল রাজনৈতিক জল্পনা

অন্যদিকে এই ইস্যুতে জিতেন্দ্র তিওয়ারির পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাশন দাশু । তিনি বলেন, "আজকে জিতেন বলেছে, ভালো লাগছে । ও দেরিতে এই কথা বলেছে । একসময় বিনাশকালে বিপরীত বুদ্ধিতে ও চলে গিয়েছিল । আজ বুঝে গিয়েছে । আজকে যে কথা বলছে, সেই কথা আমরা একশোবার সমর্থন করছি । মানুষের মন জিততে হবে । পশ্চিমবঙ্গের মানুষের মন জিতেছেন মমতাদি । আর তাই পশ্চিমবঙ্গের মানুষ মমতাদিকে মনের মধ্যে রাখে ।"

ভি শিবদাশন দাশুর এই মন্তব্যের পর আসানসোল জুড়ে নতুন গুঞ্জন, তাহলে জিতেন্দ্র তেওয়ারির কি তৃণমূলে ফেরা এবার স্রেফ সময়ের অপেক্ষা ? যদিও তাঁর ফেরার বিষয় নিয়ে নিশ্চিত কেউ কোনও মন্তব্য করতে চাননি কেউ ।

আরও পড়ুন : Dilip's Reaction on Jitendra : ঠিক কথা বলেছেন জিতেন্দ্র, প্রতিক্রিয়া দিলীপ ঘোষের

আসানসোল, 9 মে : অমিত শাহর বাংলা সফরের পরেই জিতেন্দ্র তিওয়ারির বিতর্কিত টুইট ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা (BJP Leader Jitendra Tiwari's Controversial Tweet) । প্রশ্ন উঠেছে, তাহলে কি জিতেন্দ্র তৃণমূলে ফিরতে চান বলেই বেসুরো মন্তব্য করছেন ? এই পরিস্থিতিতে জিতেন্দ্র তিওয়ারিকে সমর্থন করলেন তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাশন দাশু (TMC Leader V Sivadasan Dasu Supports BJPs Jitendra Tiwari Controversial Tweet) ৷ ফলে আসানসোলের প্রাক্তন মেয়রের তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা আরও বেড়েছে শিল্পশহরে ৷

tmc leader v sivadasan dasu supports bjps jitendra tiwari controversial tweet
জিতেন্দ্র তিওয়ারির সেই টুইট

গতকাল, রবিবার ওই টুইট করেন জিতেন্দ্র৷ তিনি লেখেন, "বাংলাকে জিততে চান? তাহলে বাংলার মানুষের মন জয় করুন ৷" অনেকের মতে, এই টুইট জিতেন্দ্র তিওয়ারি অমিত শাহর উদ্দেশ্যেই করেছেন ৷ সোশ্যাল মিডিয়ায় বিজেপি কর্মীরা কেউ কেউ তাঁকে বিশ্বাসঘাতক বলেও অভিহিত করছেন এই মন্তব্যের জন্য ।

যদিও বিষয়টি নিয়ে বিতর্কের কিছু দেখছেন না জিতেন্দ্র তেওয়ারি নিজে । তিনি বলেন, "এতে বিতর্কের কিছু নেই । এটা সাধারণ ব্যাপার । আমি টুইটে বলেছি, বাংলা জয় করতে হলে বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষের মন জয় করতে হবে । পারিনি আমরা, আমি নিজেও পারিনি । তাই তো পরাজিত হয়েছি । আমার এলাকায় সংখ্যাগরিষ্ঠ মানুষের যদি মন জয় করতে পারতাম, তাহলে আমি পরাজিত হতাম না । আগামিদিনে সেটা করতে হবে । এখন থেকে নামতে হবে । আমাদের কাছে মানুষের কী প্রত্যাশা আছে সেটা দেখতে হবে ।''

বিজেপির জিতেন্দ্রর সমর্থনে এগিয়ে এলেন তৃণমূলের দাশু, বাড়ল রাজনৈতিক জল্পনা

অন্যদিকে এই ইস্যুতে জিতেন্দ্র তিওয়ারির পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের রাজ্য নেতা ভি শিবদাশন দাশু । তিনি বলেন, "আজকে জিতেন বলেছে, ভালো লাগছে । ও দেরিতে এই কথা বলেছে । একসময় বিনাশকালে বিপরীত বুদ্ধিতে ও চলে গিয়েছিল । আজ বুঝে গিয়েছে । আজকে যে কথা বলছে, সেই কথা আমরা একশোবার সমর্থন করছি । মানুষের মন জিততে হবে । পশ্চিমবঙ্গের মানুষের মন জিতেছেন মমতাদি । আর তাই পশ্চিমবঙ্গের মানুষ মমতাদিকে মনের মধ্যে রাখে ।"

ভি শিবদাশন দাশুর এই মন্তব্যের পর আসানসোল জুড়ে নতুন গুঞ্জন, তাহলে জিতেন্দ্র তেওয়ারির কি তৃণমূলে ফেরা এবার স্রেফ সময়ের অপেক্ষা ? যদিও তাঁর ফেরার বিষয় নিয়ে নিশ্চিত কেউ কোনও মন্তব্য করতে চাননি কেউ ।

আরও পড়ুন : Dilip's Reaction on Jitendra : ঠিক কথা বলেছেন জিতেন্দ্র, প্রতিক্রিয়া দিলীপ ঘোষের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.