ETV Bharat / city

আসানসোল পুলিশ লাইনকে স্যানিটাইজ় - Asansol Police Line

আসানসোল পুলিশ লাইনকে স্যানিটাইজ় করা হল। দমকলের সহযোগিতায় এদিন পুরো পুলিশলাইনকে স্যানিটাইজ় করা হয়।পুলিশকর্মীদের মাস্ক ও স্যানিটাইজা়র দেওয়া হয়।

The Asansol Police Line
আসানসোল পুলিশ লাইন
author img

By

Published : Apr 5, 2020, 7:52 PM IST

আসানসোল, 5 এপ্রিল : কোরোনার থাবায় সবাই আতঙ্কিত। তবু জরুরিকালীন পরিষেবা দেওয়ার জন্য সবসময় সচেষ্ট রয়েছে পুলিশ। সেক্ষেত্রে পুলিশকর্মীদের ঝুঁকি থেকেই যায় সংক্রমণের। আর সেই কারণেই এবার আসানসোল পুলিশ লাইনকে স্যানিটাইজ় করা হল। দমকলের সহযোগিতায় এদিন পুরো পুলিশলাইনকে স্যানিটাইজ় করা হয়।


আসানসোল পুলিশ লাইনেই পুলিশের গাড়ি ও অনান্য নানান সামগ্রী রাখা থাকে। দিনরাতই গাড়িগুলি বিভিন্ন কাজে চারিদিকে ঘোরে ৷ আজ পুলিশ লাইনে অফিস, পুলিশ আবাসনের পাশাপাশি পুলিশ গাড়িগুলোকেও ধোওয়া হয় অতিরিক্ত চাপযুক্ত জলে। জলে ফিনাইল সহ নানা কীটনাশক দিয়েই গোটা পুলিশ লাইনকে স্যানিটাইজ় করা হয়।

এছাড়া আজ পুলিশকর্মীদের মাস্ক ও স্যানিটাইজা়র দেওয়া হয়। যে সমস্ত পুলিশকর্মীরা সবসময় কাজের মধ্যে রয়েছেন এই মাস্ক ও স্যানিটাইজা়র তাদের বিশেষ ভাবে কাজে লাগবে। আসানসোল দুর্গাপুর পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার অংশুমান সাহা জানান, পুরো পুলিশলাইনকে স্যানিটাইজ করা হয়েছে। সঙ্গে পুলিশকর্মীদের স্যানিটাইজা়র ও মাস্ক প্রদান করা হয়েছে। সুস্থতা এবং সতর্কতার জন্যই এমন করা হয়েছে।

আসানসোল, 5 এপ্রিল : কোরোনার থাবায় সবাই আতঙ্কিত। তবু জরুরিকালীন পরিষেবা দেওয়ার জন্য সবসময় সচেষ্ট রয়েছে পুলিশ। সেক্ষেত্রে পুলিশকর্মীদের ঝুঁকি থেকেই যায় সংক্রমণের। আর সেই কারণেই এবার আসানসোল পুলিশ লাইনকে স্যানিটাইজ় করা হল। দমকলের সহযোগিতায় এদিন পুরো পুলিশলাইনকে স্যানিটাইজ় করা হয়।


আসানসোল পুলিশ লাইনেই পুলিশের গাড়ি ও অনান্য নানান সামগ্রী রাখা থাকে। দিনরাতই গাড়িগুলি বিভিন্ন কাজে চারিদিকে ঘোরে ৷ আজ পুলিশ লাইনে অফিস, পুলিশ আবাসনের পাশাপাশি পুলিশ গাড়িগুলোকেও ধোওয়া হয় অতিরিক্ত চাপযুক্ত জলে। জলে ফিনাইল সহ নানা কীটনাশক দিয়েই গোটা পুলিশ লাইনকে স্যানিটাইজ় করা হয়।

এছাড়া আজ পুলিশকর্মীদের মাস্ক ও স্যানিটাইজা়র দেওয়া হয়। যে সমস্ত পুলিশকর্মীরা সবসময় কাজের মধ্যে রয়েছেন এই মাস্ক ও স্যানিটাইজা়র তাদের বিশেষ ভাবে কাজে লাগবে। আসানসোল দুর্গাপুর পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার অংশুমান সাহা জানান, পুরো পুলিশলাইনকে স্যানিটাইজ করা হয়েছে। সঙ্গে পুলিশকর্মীদের স্যানিটাইজা়র ও মাস্ক প্রদান করা হয়েছে। সুস্থতা এবং সতর্কতার জন্যই এমন করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.